ত্রিস্তর পঞ্চায়েত ভোটে তৃণমূলের দাপট, জেলা পরিষদের ৯৯ শতাংশ, পঞ্চায়েত সমিতির ৯০ শতাংশ, গ্রাম পঞ্চায়েতের ৭৩ শতাংশ আসনে জয়ী ঘাসফুল
কলকাতা: ভোটের আগেই এবার ত্রিস্তর পঞ্চায়েতের রেকর্ড সংখ্যক আসনে ফয়সালা হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ মিলিয়ে প্রায় ৩৪ শতাংশ আসনে এবার কোনও ভোট হয়নি। আর যেসব আসনে লড়াই হয়েছে, তাতেও দেখা যাচ্ছে তৃণমূলের একচেটিয়া দাপট। এক্ষেত্রেও রেকর্ডের সম্ভাবনা উড়িয়ে দিতে পারছেন না বিশেষজ্ঞরা। এখনও পর্যন্ত জেলা পরিষদের যেক’টি আসনের ফল সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে, প্রায় ৯৯ শতাংশ আসনেই জিতেছে তৃণমূল। মাত্র এক শতাংশ আসনে জয়ী বামেরা। পঞ্চায়েত সমিতির ফলাফলও সেইদিকে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে। এখনও পর্যন্ত পঞ্চায়েত সমিতির যে ফলাফল প্রকাশিত হয়েছে, সেই অনুযায়ী প্রায় ৯০ শতাংশ আসনে জয়ী তৃণমূল। বিজেপি জয়ী মাত্র ৭ শতাংশ আসনে। বামেরা পেয়েছে মাত্র ২ শতাংশ আসন। কংগ্রেসের ঝুলিতে গিয়েছে এক শতাংশেরও কম ভোট। এখনও পর্যন্ত সামনে আসা ফলের নিরিখে গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের জয়ের হার কিছুটা কম। গ্রাম পঞ্চায়েতে ৭৩ শতাংশ আসনে জয়ী হয়েছে তৃণমূল। দ্বিতীয় স্থানে থাকা বিজেপি এখনও পর্যন্ত পেয়েছে প্রায় ১৯ শতাংশ আসন। বামেরা জিতেছে মাত্র ৫ শতাংশ আসনে। কংগ্রেস পেয়েছে প্রায় ৩ শতাংশ আসন। অন্যান্য জয়ী হয়েছে শূন্য দশমিক ৩ শতাংশ আসনে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের রেকর্ডের পর এবার বাকি আসনেও কি জয়ের রেকর্ড গড়বে তৃণমূল? পরিষ্কার হয়ে যাবে ভোটের পূর্ণাঙ্গ ফলপ্রকাশের পরই।