এক্সপ্লোর
Advertisement
বিজেপির সভাস্থলে গঙ্গাজল ছিটিয়ে, যজ্ঞ করে শুদ্ধকরণে তৃণমূল, শুরু বাগযুদ্ধ
বিজেপির সভামঞ্চ খোলার আগেই সেখানে গঙ্গাজল ছিটিয়ে, ঝাঁট দিয়ে, উলুধ্বনি দিয়ে হল শুদ্ধকরণ। ছড়ানো হল ব্লিচিং পাউডার। হল যজ্ঞ।
অর্ণব মুখোপাধ্যায় ও সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: চন্দননগরে বিজেপি সভার পর মাঠ শুদ্ধকরণ করল তৃণমূল কংগ্রেস। ঝাঁট দেওয়া, গঙ্গাজল ছেটানোর পাশাপাশি হল যজ্ঞ। নেতৃত্বে ছিলেন ইন্দ্রনীল সেন। আগে নিজের দলকে শুদ্ধকরণ করুক। তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করেছেন লকেট চট্টোপাধ্যায়।
বঙ্গ রাজনীতির এখন অঙ্গ হয়ে দাঁড়িয়েছে শুদ্ধকরণ!
সম্প্রতি নেতাই দিবসের অনুষ্ঠানে শুভেন্দু অধিকারীর মাল্যদানের পর শহিদ বেদী শুদ্ধকরণ করে তৃণমূল। তার আগে ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক শীলভদ্র দত্ত বিজেপিতে যাওয়ার পর, ব্যারাকপুরে তাঁর অফিস সংলগ্ন রাস্তা গঙ্গাজল দিয়ে শুদ্ধকরণ করে তৃণমূল। এরও আগে অমিত শাহ বাঁকুড়ায় একটি মূর্তিতে মাল্যদানের পর, দুধ ও গঙ্গাজল দিয়ে তার শুদ্ধকরণ করে তৃণমূল।
আর বুধবার হুগলির চন্দননগরের সার্কাস ময়দানে শুভেন্দু অধিকারী, লকেট চট্টোপাধ্যায়, অর্জুন সিংদের সভার পরদিন মাঠে গঙ্গাজল ছিটিয়ে, ঝাঁট দিয়ে শুদ্ধকরণ করল তৃণমূল। ছড়ানো হল ব্লিচিং পাউডার। হল যজ্ঞ। বিজেপির সভামঞ্চ খোলার আগেই সেখানে গঙ্গাজল ছিটিয়ে, ঝাঁট দিয়ে, উলুধ্বনি দিয়ে হল শুদ্ধকরণ।
তৃণমূলের এই শুদ্ধকরণ কর্মসূচির নেতৃত্বে ছিলেন চন্দননগরের বিধায়ক তথা প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন। চন্দননগরের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন বলেছেন, 'সার্কাসমাঠে যে সার্কাস দেখিয়েছে তার জন্য শুদ্ধিকরণ, গোলি মারো স্লোগান আমাদের সংস্কার নয়।'
তৃণমূলের এই শুদ্ধকরণ কর্মসূচি নিয়ে পাল্টা কটাক্ষ করেছে বিজেপি। রাজ্য বিজেপি-র মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন, 'আগে নিজের দলকে শুদ্ধিকরণ করুক, ওই দলে চোর গুন্ডা মস্তান ভর্তি।'
বুধবার সার্কাস মাঠে সভার আগে, বিজেপির মিছিল থেকে উঠেছিল গোলি মারোর স্লোগান। তারপর মঞ্চ থেকে স্থানীয় তৃণমূল বিধায়ককেও আক্রমণ করেছিলেন শুভেন্দু অধিকারী। এদিন যার পাল্টা জবাব দেন ইন্দ্রনীল সেন। শুভেন্দু অধিকারী বলেছিলেন, 'সঙ্গীতমেলা থেকে টাকা তোলে, বুদ্ধবাবুর সঙ্গে থাকতেন।' যার জবাবে ইন্দ্রনীল সেন বলেছেন, 'আমার আর ওঁর সংস্কৃতি আলাদা। ওকে একসময় সহকর্মী ছিলেন, সেটা ভাবতেই খারাপ লাগছে।'
আক্রমণ...প্রতি আক্রমণের এই খেলায় শেষপর্যন্ত কে জয়ী হয়, তার উত্তর দেবে সময়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
খবর
Advertisement