আজ মরসুমের শীতলতম দিন, কলকাতার সর্বনিম্ন ১১.১ ডিগ্রি সেলসিয়াস, কাঁপছে জেলাও
কলকাতা: আজ মরসুমের শীতলতম দিন। তীব্র ঠান্ডায় কাঁপছে কলকাতা থেকে জেলা। উত্তর ভারতে ঘন কুয়াশার জের। বিলম্বে চলছে রাজধানী, দুরন্ত-সহ অসংখ্য ট্রেন। প্রতিদিনই নতুন রেকর্ড গড়ছে শীত। বৃহস্পতিবার যেখানে আলিপুরের পারদ নেমেছিল ১২.৬ ডিগ্রি সেলসিয়াসে, শুক্রবার তা আরও নেমে দাঁড়ায় ১১.১ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। আলিপুরে যখন ১১.১, দমদমে তখন এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৯ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবারই মরশুমের শীতলতম দিন। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েকদিন এরকমই থাকবে পরিস্থিতি। রাজ্যে যখন শীতের কামড়, উত্তর এবং মধ্য ভারতে তখন কুয়াশার দাপট। যার জেরে ব্যাহত দূরপাল্লার ট্রেন ও বিমান পরিষেবা। ৩ থেকে ১৮ ঘণ্টা দেরিতে চলছে রাজধানী, দুরন্ত-সহ অসংখ্য ট্রেন। বাতিল করা হয়েছে আপ পূর্বা এক্সপ্রেস, জালিয়ান ওয়ালাবাগ এক্সপ্রেস এবং ডাউন তুফান ও অমৃতসর মেল।