দিঘা থেকে বকখালি বৃষ্টি মাথায় নিয়েই পর্যটকদের ভিড়, পর্যটকদের সতর্কতায় তৎপর প্রশাসন
লক্ষ্মীপুজোতেও বৃষ্টি-দুর্যোগের ভ্রুকুটি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে ঘনীভূত নিম্নচাপ।
দিঘা: বৃষ্টি উপেক্ষা করেও দিঘায় ভালই ভিড় পর্যটকদের। বৃষ্টি একটু কমলেই পর্যটকরা ভিড় করছেন সি বিচে। সিভিক ভলান্টিয়ার ও নুলিয়ারা ভিড় সামলাচ্ছেন। জোয়ারের সময় পর্যটকদের সমুদ্রে নামতে দেওয়া হচ্ছে না।
অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়ে শুরু হয়েছে বৃষ্টি। কখনও হালকা, কখনও মাঝারি। বকখালিতে পর্যটকদের সতর্ক করার জন্য মাইকে প্রচার চালানো হয় প্রশাসনের তরফে। সাগরেও মত্স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়।
আকাশ কালো করে মেঘ। থেকে থেকে বৃষ্টি! কখনও হালকা...কখনও মাঝারি! আকাশের ফাটল কিছুতেই যেন থামার না। ঘরে ঘরে ধনদেবীর আরাধনার আয়োজনে যখন মগ্ন অনেকেই, তখন দাঁতে দাঁত চেপে এরা ভাবছেন...আর কত কতক্ষণ? এবারও কি বাড়ি ছেড়ে অন্য কোথাও যেতে হবে? দূর থেকে ভেসে আসছে আওয়াজ, মাইকে প্রচার করছে পুলিশ।ভয় আরও বাড়ছে দক্ষিণ ২৪ পরগনার উপকূলের এই বাসিন্দাদের।
ইতিমধ্যেই নিচু জায়গায় জমতে শুরু করেছে জল। পূর্ণিমার কোটালের কারণে নদীগুলিতে জলস্তর বাড়ার আশঙ্কা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে টানা বৃষ্টির জেরে দিঘির পাড় ও মাতলা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বহু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। কোথাও হাঁটু সমান তো কোথাও কোমর সমান জল।
লক্ষ্মীপুজোতেও বৃষ্টি-দুর্যোগের ভ্রুকুটি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে ঘনীভূত নিম্নচাপ। তার জেরে বুধবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। উত্তরের জেলাগুলিতেও ভারী বৃষ্টির পূর্বাভাস।
আজ কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি সহ বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মত্স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃষ্টির সঙ্গেই বইতে পারে ঝোড়ো হাওয়া।
আরও পড়ুন: Babul Supriyo: সাংসদপদ থেকে ইস্তফা দিলেন বাবুল সুপ্রিয়
আরও পড়ুন: Abhishek Banerjee : লক্ষ্মীপুজো কাটলেই উপনির্বাচনের প্রচারে অভিষেক, কবে-কোথায় কর্মসূচি ?