'উপনির্বাচনে পর্যুদস্ত হবে তৃণমূল কংগ্রেস', মুকুলের স্লিপ অফ টাং-এ জল্পনা
শুক্রবার বিধায়ক ও তৃণমূল নেতা মুকুল রায় হঠাৎই বলে বসেন উপনির্বাচন হলে তৃণমূল পর্যুদস্ত হবে, ত্রিপুরায় তৃণমূল হেরে যাবে।
!['উপনির্বাচনে পর্যুদস্ত হবে তৃণমূল কংগ্রেস', মুকুলের স্লিপ অফ টাং-এ জল্পনা 'Trinamool Congress will lose in by-elections', Mukul's slip of tongue controversy 'উপনির্বাচনে পর্যুদস্ত হবে তৃণমূল কংগ্রেস', মুকুলের স্লিপ অফ টাং-এ জল্পনা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/06/d0972c22af95287d0b7e5a1552ca6646_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
প্রদ্যোৎ সরকার, নদিয়া: উপনির্বাচনে পর্যুদস্ত হবে তৃণমূল কংগ্রেস, হারবে ত্রিপুরাতেও। মুখ ফস্কে মন্তব্য, না কি অসুস্থতা, না কি অন্য কোনও কারণ? মুকুল রায়ের মন্তব্য ঘিরে কার্যত তোলপাড় রাজ্য রাজনীতি। এ নাকি মনের কথা, ঘটনা প্রসঙ্গে এমনই কটাক্ষ ছুড়েছে বিজেপির। ভুল ব্যাখ্যা, প্রতিক্রিয়া শাসক দলের।
শুক্রবার বিধায়ক ও তৃণমূল নেতা মুকুল রায় হঠাৎই বলে বসেন উপনির্বাচন হলে তৃণমূল পর্যুদস্ত হবে, ত্রিপুরায় তৃণমূল হেরে যাবে। আর তাতেই সকলের চক্ষু চড়কগাছ। বিজেপি অতীত। তৃণমূল বর্তমান। তাও তৃণমূলের হেভিওয়েটের মুখে এ কী কথা!
শুক্রবার নদিয়া সফরে যান কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়। দলীয় বৈঠকের পর কৃষ্ণনগর পুরসভায় সাংবাদিকরা মুকুল রায়কে আসন্ন উপনির্বাচন এবং ত্রিপুরায় দলীয় তৎপরতা নিয়ে নানা প্রশ্ন করেন। কিন্তু মুকুল রায়ের জবাব শুনে সবার চোখ কপালে ওঠে।
মুকুল রায় এদিন বলেন, ' দেখা যাক উপনির্বাচন হোক, উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির হয়ে এটুকু বলতে পারি, যে তৃণমূল কংগ্রেস পর্যুদস্ত হবে, তৃণমূল কংগ্রেস পর্যুদস্ত হবে এবং এখানে কৃষ্ণনগরে ভারতীয় জনতা পার্টি। নিজের জায়গায় নিজের অবস্থানে নিজেকে প্রতিষ্ঠা করবে। ত্রিপুরা? তৃণমূল কংগ্রেস হেরে যাবে। তৃণমূল কংগ্রেস হেরে যাবে মানে তৃণমূল কংগ্রেস নিজস্ব গুণে নিজেকে প্রতিষ্ঠা করবে, প্রশ্ন - বিজেপি হেরে যাবে বলতে চাইছেন? নিঃসন্দেহে, নিঃসন্দেহে, বিজেপির অস্তিত্ব থাকবে না।
কেন এমন কথা বললেন মুকুল রায়? মুখ ফস্কে মন্তব্য? না কি অসুস্থতা? না কি অন্য কোনও কারণ? রাজনৈতিক মহলে শুরু হয় জল্পনা। বিষয়টি নিয়ে কৃষ্ণনগর উত্তরের বিধায়কের কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে সুযোগ ছাড়েনি বিজেপি। তৃণমূলকে কটাক্ষ ছুড়ে দিতে দেরি বিন্দুমাত্র করেনি বিজেপি।
নদিয়া উত্তর সাংগঠনিক জেলার বিজেপি আহ্বায়ক সন্দীপ মজুমদার, মুকুল রায় বলেছেন ভালো ফল করবে বিজেপি, কৃষ্ণনগর ও ত্রিপুরায়, মুকুল সত্যিটা বলে ফেলেছেন, গৈরিক অভিনন্দন।
নদিয়ার তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি অসীম সাহা বলেন, মুকুল দা ভুলবশতঃ একটা কথা বলে ফেলেছিল, এটা অপব্যাখ্যা হচ্ছে, মুকুল দা বলেছেন, বিজেপি প্রতিটা জায়গায় গোহারা হারবে। ২০১৭ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন মুকুল রায়। ৪ বছর পরে ২০২১-এর বিধানসভা ভোটের ফল ঘোষণার পরে গত ১১ জুন বিজেপি ছেড়ে আবার তৃণমূলে ফেরেন তিনি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)