Rajib Banerjee: আগরতলায় অভিষেকের সভাতে রাজীব বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে প্রত্যাবর্তনের সম্ভাবনা
Abhishek Banerjee: গতকাল দিনভর টানাপোড়েনের পর আজ আগরতলায় সভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
আগরতলা: গতকাল দিনভর টানাপোড়েনের পর আজ আগরতলায় (Agartala) সভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। আর এই সভাতেই রাজীব বন্দ্যোপাধ্যায়ের (Rajib Banerejee) তৃণমূলে (TMC) প্রত্যাবর্তনের সম্ভাবনা। বিজেপি ছেড়ে ফের তৃণমূলে ফিরতে পারেন রাজীব। একইসঙ্গে তৃণমূলে যোগ দিতে পারেন বিজেপির এক প্রাক্তন বিধায়ক আশিস দাস। কয়েকদিন আগেই বিজেপি ছাড়েন আশিস।
বিধানসভা ভোটের মাসকয়েক আগে, ২০২১-এর ২৯ জানুয়ারি তৃণমূল ছাড়েন রাজীব বন্দ্যোপাধ্যায়। ওইদিন হাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে বিধানসভা থেকে বেরিয়েছিলেন তিনি। তার আগে ২২ জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা ইস্তফা দেন ডোমজুড়ের প্রাক্তন বিধায়ক। চার্টার্ড ফ্লাইটে দিল্লি নিয়ে গিয়ে অমিত শাহের বাসভবনে রাজীব বন্দ্যোপাধ্যায়কে দলে যোগদান করিয়েছিল বিজেপি। ছবিটা বদলে যায় একুশের বিধানসভা ভোটের পরেই। ভোটে দলের ভরাডুবি এবং নিজের হারের পর সেই বিজেপির বিরুদ্ধেই ক্ষোভ উগরে দেন রাজীব। ভোটের ফল ঘোষণার পর থেকেই বেসুরো ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। ফেসবুক পোস্টেও বিজেপি বিরোধী সুর ছিল। শুভেন্দু অধিকারী যখন দিল্লিতে দাবি করছেন, 'বাংলায় ৩৫৬-র চেয়েও খারাপ পরিস্থিতি', তখন তাঁরই সতীর্থ রাজীব ফেসবুকে লিখেছিলেন, 'সমালোচনা তো অনেক হল...মানুষের বিপুল জনসমর্থন নিয়ে আসা নির্বাচিত সরকারের সমালোচনা ও মুখ্যমন্ত্রীর বিরোধিতা করতে গিয়ে কথায় কথায় দিল্লি আর ৩৫৬ ধারার জুজু দেখালে বাংলার মানুষ ভালভাবে নেবে না।'
মুকুল রায়ের দলে প্রত্যাবর্তনের সঙ্গে সঙ্গেই তৃণমূল-ত্যাগী অন্যদেরও 'ঘর ওয়াপসি' নিয়ে জল্পনা শুরু হয়। সেই সময় চলতি বছর জুন মাসে কুণাল ঘোষের বাড়িতে দেখা করতে যান বিজেপির পরাজিত প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের মায়ের মৃত্যু সংবাদ পেয়ে তাঁর বাড়িতে যান বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায় ও সুব্রত বক্সিদের মতো তৃণমূল নেতারা থাকাকালীন রাজীব শিল্পমন্ত্রীর বাড়িতে গিয়েছিলেন তিনি।
এদিকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের রবিবারের সভা নিয়ে, শনিবার দিনভর চলতে থাকে সংঘাত। তৃণমূল সূত্রে খবর, ঠিক ছিল রবিবার আগরতলায় রবীন্দ্র ভবনের সামনে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু এদিন দুপুরে হঠাৎই জনসভার জায়গা বদলের জন্য নোটিস দেয় ত্রিপুরা পুলিশ। বলা হয়, করোনা সংক্রমণের আশঙ্কা থাকায় সভা করতে হবে আগরতলার আস্তাবল ময়দানে। জল গড়াল হাইকোর্ট পর্যন্ত। শেষমেশ আদালতের নির্দেশে জয় পেল তৃণমূল। রবীন্দ্র ভবনের সামনেই হচ্ছে অভিষেকের জনসভা।
আরও পড়ুন: Abhishek Banerjee: বড় ধাক্কা বিপ্লব দেব প্রশাসনের, অভিষেকের সভার অনুমতি ত্রিপুরা হাইকোর্টের