এক্সপ্লোর
Advertisement
মঙ্গলবার উত্তরকন্যায় দ্বিতীয় বৈঠকের আগে ছন্দে ফিরতে মরিয়া পাহাড়, ৮৯ দিন পর চালু শিলিগুড়ি-কালিম্পং বাস পরিষেবা
শিলিগুড়ি: মঙ্গলবার পাহাড় নিয়ে উত্তরকন্যায় দ্বিতীয় দফার বৈঠক। তার আগে ছন্দে ফিরতে মরিয়া পাহাড়। ৮৯দিন পর শিলিগুড়ি-কালিম্পং রুটে শুরু সরকারি বাস পরিষেবা। সোমবার সকালে শিলিগুড়ি থেকে কালিম্পঙের উদ্দেশ্যে রওনা দেয় এনবিএসটিসির বাস। তবে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বাসের সঙ্গে ছিল পুলিশি প্রহরা।
সরকারি বাসে যাত্রী সংখ্যাও ছিল চোখে পড়ার মতো।
এর পাশাপাশি প্রশাসনের নিরাপত্তার আশ্বাসে কালিম্পঙে খুলেছে তিনটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। কাজে যোগ দিয়েছেন কর্মীরা। গ্রাহকদেরও ব্যাঙ্কে আনা-গোনা শুরু হয়েছে।
আজ বেসরকারি বাস, ট্যাক্সি ও ট্রাক সংগঠনের সঙ্গে বৈঠক করে পুলিশ প্রশাসন। পরিষেবা চালু করতে পর্যাপ্ত নিরাপত্তার আশ্বাস দিয়েছে পুলিশ। এরই মধ্যে পাহাড়ের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখায় গুরংপন্থীরা। বন্ধের সমর্থনে কালিম্পঙে ফের পোস্টারও পড়েছে। যদিও জনজীবন স্বাভাবিক রাখতে মরিয়া প্রশাসন।
ইতিমধ্যে পাহাড় বৈঠকে যোগ দিতে তিন দিনের উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার উত্তরকন্যায় বৈঠক করবেন তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
আইপিএল
জেলার
Advertisement