WB Corona Vaccine Update: আগামিকাল থেকে রাজ্যে ১৮ ঊর্ধ্বদের জন্য চালু হচ্ছে বিনামূল্যে টিকাকরণ
রাজ্যের সব সরকারি হাসপাতালে-স্বাস্থ্যকেন্দ্রে ফ্রি ভ্যাকসিন কর্মসূচি চলবে।
কলকাতা:কাল থেকে সরকারি কেন্দ্রে ১৮ ঊর্ধ্বদের সবার বিনামূল্যে ভ্যাকসিন। রাজ্যের সব সরকারি হাসপাতালে-স্বাস্থ্যকেন্দ্রেই মিলবে এই টিকাকরণের সুবিধা। এতদিন পর্যন্ত বিশেষ ক্ষেত্রের ১৮ ঊর্ধ্বদের দেওয়া হচ্ছিল ভ্যাকসিন। তবে এবার আর কোনও বিধি রইল না। সকলেই অনলাইন-অফলাইন দুই পদ্ধতিতে আবেদনেই টিকা পাবেন।
সারা দেশে ১৮-৪৪ বিনামূল্যে ভ্যাকসিনের প্রকল্প চালু হলেও, যারা সুপার স্প্রেডার, রাজ্য সরকার এতদিন পর্যন্ত তাদেরকেই দিয়েছে। টিকার যোগান কম থাকার কারণে সকলকে টিকা দেওয়া সম্ভব হয়নি। তবে কাল থেকে রাজ্যে সবার জন্য বিনামূল্যে চালু হচ্ছে টিকাকরণ কর্মসূচি। স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী জানান, সব সরকারি কেন্দ্র থেকে টিকা মিলবে। অনলাইন-অফলাইন দুপক্ষেই টিকা পাবেন।
করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের গ্রাফ খানিকটা নিম্নমুখী হলেও, আশঙ্কা তৈরি হয়েছে সংক্রমণের তৃতীয় ঢেউ নিয়ে। এই প্রেক্ষাপটে সোমবার থেকে রাজ্যের সরকারি কেন্দ্রগুলিতে ১৮ বছরের ঊর্ধ্বে সকলকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নিল সরকার।
রবিবার বিজ্ঞপ্তি দিয়ে একথা জানিয়ে দিয়েছেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী। রাজ্যে এতদিন ১৮ থেকে ৪৪ বছর বয়সী, স্বাস্থ্যকর্মী, হকার, পরিবহণকর্মীদের মতো সুপারস্প্রেডারদেরই এতদিন ভ্যাকসিন দেওয়া হচ্ছিল। কিন্তু সোমবার থেকে ১৮ বছরের বেশি বয়স হলেই মিলবে ভ্যাকসিন।
তবে একসঙ্গে যাতে প্রচুর ভিড় না হয়, তারজন্য প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। করোনা মোকাবিলায় বিশেষজ্ঞরা যখন বারবার ভ্যাকসিনেশনের কথা বলছেন, তখন এই খবর নিঃসন্দেহে স্বস্তিদায়ক। তবে রাজ্যের বেশকিছু অংশের করোনা সংক্রমণের হার নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
রবিবার স্বাস্থ্য দফতরের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্যে আরও কমেছে দৈনিক করোনা সংক্রমণ ও মৃত্যু।গত ২৪ ঘণ্টায় আক্রান্তর সংখ্যা ২ হাজার ১৮৪, মৃত ৫৩ জন। করোনা থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ১২৮ জন। দৈনিক সংক্রমণ-মৃত্যুতে এখনও শীর্ষে উত্তর ২৪ পরগনা। উত্তর ২৪ পরগনায় আক্রান্ত ৩৩২ জন, মৃত ৯ জন।
এই পরিস্থিতিতে ১৬ জেলায় ২৫১টি মাইক্রো কনটেনমেন্ট জোনের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। বঙ্গে সবচেয়ে বেশি করোনার সংক্রমণ দেখা গিয়েছে উত্তর ২৪ পরগনায়। সেখানে। মাইক্রো কনটেনমেন্ট জোনের সংখ্যা ১৭টি।