WB Coronavirus LIVE: ভারতে এল রাশিয়ার ভ্যাকসিন 'স্পুটনিক ভি'
West Bengal Coronavirus LIVE Updates: এই ভ্যাকসিনের কার্যকারিতা ৯৫ শতাংশ বলে দাবি প্রস্তুতকারী সংস্থার
LIVE
Background
করোনা মোকাবিলায় আংশিক লকডাউনের পথে রাজ্য। বন্ধ শপিং মল, সিনেমা, রেস্তোরাঁ, পার্লার, জিম। সকাল-বিকেলে মাত্র ৫ ঘণ্টা খোলা সমস্ত বাজার। ওষুধ-মুদিখানাকে ছাড়। জমায়েতেও নিষেধাজ্ঞা।
রাজ্যে একদিনে করোনায় মৃত্যু একশো ছুঁইছুঁই! সংক্রমিত সাড়ে ১৭ হাজার। কলকাতাতেই একদিনে ২৮, উঃ ২৪ পরগনায় ২০জনের মৃত্যু। পাহাড়েও বাড়ছে সংক্রমণ। বাঁকুড়া মেডিক্যালের চিকিৎসকের মৃত্যু।
আজ থেকে দেশজুড়ে ১৮ ঊর্ধ্বদের ভ্যাকসিন। কিন্তু মিলবে কোথায়? ভ্যাকসিন আসার পরেই বিজ্ঞপ্তি দিয়ে টিকাকরণ, জানিয়ে দিল রাজ্য। ভ্যাকসিন আসার পরেই বেসরকারি হাসপাতালে টিকাকরণের নির্দেশ।
কোন রাজ্য কত ভ্যাকসিন পাবে, তা নির্মাতা সংস্থা ঠিক করতে পারে না। কেন্দ্র কেন ১০০% টিকা কিনে নিচ্ছে না? কেন একাংশ কিনে বাকিটা ভ্যাকসিন নির্মাতাদের ওপর ছেড়ে দেওয়া হল? প্রশ্ন সুপ্রিম কোর্টের।
উপসর্গহীন করোনা রোগীদের ১০দিনের হোম আইসোলেশনই যথেষ্ট। ১০দিনের শেষ ৩দিনে উপসর্গ না থাকলে প্রয়োজন নেই আইসোলেশনের। প্রয়োজনও নেই আর পরীক্ষার, জানিয়ে দিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।
পরিবারের হয়রানি কাটাতে উদ্যোগ। সুষ্ঠুভাবে করোনা রোগীর মৃতদেহ সত্কারের জন্য ৪৬৬ জন নোডাল অফিসার নিয়োগ রাজ্যের। নাম ও ফোন নম্বর জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ। শেষকৃত্যের খরচও বহন করবে সরকার।
৪ লক্ষের দোরগোড়ায় দেশে দৈনিক সংক্রমণ। মৃত্যু সাড়ে ৩ হাজার ছুঁইছুঁই। স্বাস্থ্যকর্মীদের বিমার মেয়াদ আরও ৬ মাস বাড়ল। প্রধানমন্ত্রীর নেতৃত্বে উচ্চ পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত।
বিচারপতিদের মৌখিক পর্যবেক্ষণ সংবাদ মাধ্যমে প্রকাশ হওয়া অনুচিত। হচ্ছে ফৌজদারি মামলা। মাদ্রাজ হাইকোর্টের পর্যবেক্ষণে আপত্তি জানাল কমিশন। ভিত্তিহীন অভিযোগেও আমরা সজাগ, মন্তব্য প্রধান বিচারপতির।
বেলাগাম করোনার সংক্রমণ। নিজের স্কুলেই হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। বাতিল একাদশ শ্রেণির পরীক্ষা। পরীক্ষা না দিয়েই দ্বাদশে ওঠানের নির্দেশ। ক্লাস শুরু হলে ৩ মাসের মধ্যে শেষ করতে হবে সিলেবাস।
WB Coronavirus LIVE: ভারতে এল রাশিয়ার ভ্যাকসিন 'স্পুটনিক ভি'
রাশিয়া থেকে ভারতে এল স্পুটনিক ভি। হায়দরাবাদে এসে পৌঁছল রাশিয়ার ভ্যাকসিন। এই ভ্যাকসিনের কার্যকারিতা ৯৫ শতাংশ বলে দাবি প্রস্তুতকারী সংস্থার।
WB Corona LIVE: উত্তীর্ণর সেফ হোমে চালু হচ্ছে ২৫টি অক্সিজেন পার্লার
উত্তীর্ণর সেফ হোমে এবার অক্সিজেন পার্লারের ব্যবস্থা। কাল থেকেই সেখানে চালু হচ্ছে ২৫টি অক্সিজেন পার্লার। জানালেন ফিরহাদ হাকিম।
WB Coronavirus LIVE: বেলেঘাটা আইডি-তে বেডের অপেক্ষায় অ্যাম্বুল্যান্সেই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা রোগীর
বেলেঘাটা আইডি-তে বেডের অপেক্ষায় রোগী। অ্যাম্বুল্যান্সেই অপেক্ষা করছেন রোগী। অ্যাম্বুল্যান্সের মধ্যেই বাই-প্যাপ চলছে রোগীর। হাসপাতালে অ্যাম্বুল্যান্সের লাইন। বেড না মেলায়, দিশেহারা পরিজনরা।
WB Corona LIVE: কোলে মার্কেটে থিকথিকে ভিড়, কেউই মানছেন না কোভিড বিধি
কলকাতার অন্য খুচরো বাজার যখন বন্ধ, তখন রমরমে ভিড় পাইকারি বাজার শিয়ালদার কোলে মার্কেটে। বাজারে উপস্থিত হাজারো ক্রেতা-বিক্রেতা, কেউই মানছেন না কোভিড বিধি। দুপুর ১টায় দেখা গেল, রীতিমতো ভিড় জমিয়ে চলছে কেনাবেচা।
WB Coronavirus LIVE: করোনা প্রাণ কাড়ল রাজ্যের আরও দুই চিকিৎসকের
করোনা প্রাণ কাড়ল রাজ্যের আরও দুই চিকিৎসকের। সল্টলেকের আমরি হাসপাতালে মৃত্যু হল প্রবীণ ক্যান্সার রোগ বিশেষজ্ঞ জি এস ভট্টাচার্যর। করোনা আক্রান্ত হয়ে ওই চিকিৎসক ভেন্টিলেশনে ছিলেন।
অন্যদিকে, করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল আসানসোল জেলা হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের চিকিৎসক অলোক মুখোপাধ্যায়ের। কয়েকদিন আগে করোনা পজিটিভ নিয়ে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি হন তিনি। পরে অবস্থার অবনতি হলে তাকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় । সেখানেই আজ মৃত্যু হয় তাঁর।