Dilip Mocks 'Duare Sarkar': ‘দুয়ারে দুয়ারে সরকার নয়, যমের দুয়ারে তৃণমূল সরকার’, কটাক্ষ দিলীপের
'অন্যের বাড়ি ভেঙে বাড়ি বানিয়েছেন, এখন তো সেই বাড়ি ভাঙবেই', আক্রমণ বিজেপি রাজ্য সভাপতির
কলকাতা: ‘দুয়ারে দুয়ারে সরকার নয়, যমের দুয়ারে তৃণমূল সরকার।’ রাজ্যের দুয়ারে সরকার কর্মসূচিকে ঠিক এই ভাষায় কটাক্ষ করলেন দিলীপ ঘোষ।
একুশের ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন ও করতে চলেছেন রাজ্যের একাধিক প্রথম সারির নেতা। সেই বিষয়টিকে হাতিয়ার করে এদিন জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মমতা সরকারের তুমুল সমালোচনা করেন রাজ্য বিজেপি সভাপতি।
দিলীপ বলেন, ‘তৃণমূলের অত্যাচার থেকে বাঁচতে বিজেপিতে যোগদানের হিড়িক। সকালে বোঝাচ্ছেন, বিকেলে তৃণমূল ছেড়ে চলে যাচ্ছেন। এতো দুয়ারে দুয়ারে সরকার নয়, যমের দুয়ারে তৃণমূল সরকার।
তৃণমূলের 'ঘর-ভাঙা'কে কটাক্ষ করে তিনি বলেন, ‘অন্যের বাড়ি ভেঙে বাড়ি বানিয়েছেন, এখন তো সেই বাড়ি ভাঙবেই। বিজেপির লোকেদের তুলে নিয়ে গিয়ে তৃণমূলের পতাকা ধরিয়েছিলেন। এখন তৃণমূলের লোকেরা দলে দলে বিজেপিতে যোগ দিচ্ছেন। দিলীপ মনে করিয়ে দেন, ‘এটাই আমাদের বদলা, মারধর করতে হয় না। বাংলায় বদল হবে, বদলাও হবে।’
মমতা সরকারের সিদ্ধান্তের জন্যই কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত মানুষ বলে দাবি করেন দিলীপ। বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্প থেকে বঞ্চিত বাংলার মানুষ। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন না গদিচ্যুত হচ্ছেন, ততদিন মোদির প্রকল্পের টাকা এরাজ্যে ঢুকবে না।
কৃষক আন্দোলন নিয়েও মুখ খোলেন দিলীপ। বলেন, ভারতের কৃষকরা মোদির সঙ্গে আছেন, দিদির সঙ্গে নয়। কৃষকরা এতদিন ধরে শোষণের শিকার। কৃষকদের স্বার্থে নতুন কৃষি আইন এনেছে কেন্দ্র।’
বিজেপি রাজ্য সভাপতির দাবি, ৫টাকা কেজি আলু কিনে ৪৫ টাকায় বিক্রি করছে রাজ্য। তাঁর অভিযোগ, ‘আলু-পেঁয়াজ থেকেও কাটমানি খাচ্ছে তৃণমূল। ‘গোটা দেশের কৃষকরা নতুন কৃষি আইনের পক্ষে, বিপক্ষে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়।’