এক্সপ্লোর
Advertisement
Mamata Banerjee Rally:অমিত শাহের পাল্টা, এবার বোলপুরে মমতার রোড শো ২৯ ডিসেম্বর
অমিত শাহের পাল্টা রোড শো এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের। ২৯ ডিসেম্বর বীরভূমের বোলপুরে বঙ্গধ্বনি যাত্রা করবেন মমতা। বোলপুর শহরে পদযাত্রা করবেন মমতা। ‘ প্রায় দুলক্ষ মানুষ নিয়ে রাস্তায় হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্যায়।’দাবি বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অণুব্রত মণ্ডলের।
কলকাতা: অমিত শাহের পাল্টা রোড শো এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের। ২৯ ডিসেম্বর বীরভূমের বোলপুরে বঙ্গধ্বনি যাত্রা করবেন মমতা। বোলপুর শহরে পদযাত্রা করবেন মমতা। ‘ প্রায় দুলক্ষ মানুষ নিয়ে রাস্তায় হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্যায়।’দাবি বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অণুব্রত মণ্ডলের।
গতকাল বোলপুরের রোড শো থেকে বাংলা দখলের ডাক দেন অমিত শাহ। বোলপুরের এই রোড শোয়ের মাঝে নরেন্দ্র মোদির প্রতি বিশ্বাস আর মমতার প্রতি মানুষের ক্ষোভের কথা উঠে এল তাঁর মুখে। তাঁর দাবি, বিজেপি ২০০-র বেশি আসন পেয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল করবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হার অবধারিত। অমিত শাহর রোড শো নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। অন্য জেলা ও রাজ্য থেকে লোক এনে রোড শোয়ে ভিড় বাড়ানো হয়েছে বলে কটাক্ষ করেন অনুব্রত মণ্ডল।
গতকাল বোলপুরে অমিত শাহর রোড শো-তে ভিড় হয়েছিল চোখে পড়ার মতোই। অনুব্রত মণ্ডলের খাসতালুক বোলপুরে রোড শো করে বাংলা দখলের ডাক দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। গাড়ির উপর দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিজেপিকে একটি বার সুযোগ দিন, সোনার বাংলা গড়ব।
গতকাল দুপুর তিনটে নাগাদ শুরু হয় অমিত শাহর রোড শো। সঙ্গে ছিলেন কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ, মুকুল রায়, রাহুল সিনহা, অনুপম হাজরা, দেবশ্রী চৌধুরীও। শাহকে প্রশ্ন করা হয়, অনুব্রতের গড়ে এত ভিড়, কী বুঝছেন? এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে অমিত শাহ বলেন, এটা মোদির প্রতি জনতার বিশ্বাস ও মমতার প্রতি রাগের প্রকাশ। কিলোমিটার জুড়ে লোকের ভিড়। তিনি বলেন, বিধানসভা ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। তবে এদিনে রোড শো-এর লক্ষ্য যে বাংলা দখল, তা বুঝিয়ে দিয়েছেন অমিত শাহ। পাশাপাশি তিনি বলেন, বাংলার উন্নয়ন করবে বিজেপির সরকারই। যেখানে বিজেপির শাসন, সেখানেই উন্নয়ন। উন্নয়নের রাস্তা থেকে সরে গিয়েছে বাংলা। এতদিন তো কংগ্রেস, কমিউনিস্ট, তৃণমূলকে দেখলেন। কিন্তু তাতে কি অবস্থার কোনও বদল হয়েছে? বিজেপিকে একটি বার সুযোগ দিন, সোনার বাংলা গড়ব। ভাইপোর দাদাগিরি বন্ধ হবে।
অমিত শাহ যখন বোলপুরে রোড শো করছিলেন তখন অনুব্রত মণ্ডলের নেতৃত্বে জেলার এলাকায় এলাকায় ঘোরে তৃণমূলের বঙ্গধ্বনি যাত্রা। সেখান থেকেই অমিত শাহর রোড শো-কে কটাক্ষ করেন বীরভূমের তৃণমূল সভাপতি। অনুব্রত মণ্ডল বলেন, আমি জনসভা করলে জেলার লোক নিয়ে করি, মুর্শিদাবাদ-আসানসোল-বাঁকুড়া-বর্ধমান থেকে লোক আনতে হয় না, এটা ছোট জিনিস, এরকম লক্ষ লক্ষ লোক আনার ক্ষমতা আছে, ৫ লক্ষ লোক আনব, ব্লকে ব্লকে ৮০ হাজার লোক আসবে। ভিন রাজ্য ও জেলা থেকেও লোক আনা হয়েছে একথা মানতে নারাজ বিজেপি।
এবার বোলপুরে মমতার রোড শো। ভিড়ের দৌড়ে তৃণমূল নেত্রী বিজেপির প্রাক্তন সভাপতিকে কতটা টেক্কা দিতে পারেন সেটাই এখন দেখার।
গতকালের রোড শো-র আগে মেদিনীপুরে জনসভা করেছিলেন অমিত শাহ। এর কয়েকদিন আগে সেখানে রাজনৈতিক জনসভা করে কেন্দ্র সরকার তথা বিজেপিকে নিশানা করেছিলেন মমতা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
আজ ফোকাস-এ
Advertisement