Nimta Incident reaction নিমতায় বিজেপি কর্মীর মায়ের মৃত্যু নিয়ে মুখ খুললেন মমতা
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইটে বলছে দেখো বঙ্গাল কা কেয়া হাল হ্যা, আমি জানতে চাই ইউপি কা কেয়া হাল হ্যা, হাথরাসকা কেয়া হাল হাল
নন্দীগ্রাম : নিমতায় আক্রান্ত বিজেপি কর্মীর মায়ের মৃত্যু নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামের জনসভা থেকে যে বিষয়ে বলতে গিয়ে সহমর্মিতা দেখানোর পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা অমিত শাহকে কড়া ভাষায় আক্রমণ শানান তিনি। মুখ্যমন্ত্রী সভামঞ্চে বলেন, ‘যদি কোনও বোন মারা যায়, কীভাবে, কেন জানি না, তবে যে কোনও মৃত্যু দুঃখজনক। বাংলায় আমরা মৃত্যুকে ভালোবাসি না। কিন্তু একটা মৃত্যু নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইটে বলছে দেখো বঙ্গাল কা কেয়া হাল হ্যা, আমি জানতে চাই ইউপি কা কেয়া হাল হ্যা, হাথরাসকা কেয়া হাল হে, এমপিকা কেয়া হাল হ্যা।“
বর্তমানে রাজ্যের আইনশৃঙ্খলা কমিশনের হাতে, কিন্তু সেখানে তৃণমূল কর্মীরা বিজেপির হাতে খুন হচ্ছেন বলেও অভিযোগ তোলেন ঘাসফুল শিবিরের সুপ্রিমো। তিনি জোড়েন, 'কমিশন দেখছে আইনশৃঙ্খলা, এই ক’দিনে আমাদের তিনজন কর্মী খুন হয়েছে বিজেপির হাতে, বিজেপির একজন সুইসাইড করেছিল কোচবিহারে পোস্টমর্টেম রিপোর্টে তা দেখা গেছে, তা নিয়ে ১০ কিমি মিছিল করল, আমাদের ক্ষেত্রে কোনও বিচার হল না।'
২৬ ফেব্রুয়ারি, ভোটের নির্ঘণ্ট ঘোষণার রাতে নিমতায় বাড়িতে ঢুকে বিজেপি কর্মী ও তাঁর মাকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। বেশ কিছুদিন বাইপাসের ধারে হাসপাতালে ভর্তি ছিলেন বৃদ্ধা। তিনদিন আগে বাড়িতে ফেরেন। আজ সকালে বাড়িতে যান উত্তর দমদম বিধানসভার বিজেপি প্রার্থী অর্চনা মজুমদার।
(আরও পড়ুন নিমতায় আক্রান্ত বিজেপি কর্মীর বৃদ্ধা মায়ের মৃত্যু)
গেরুয়া শিবিরের অভিযোগ, ওই ঘটনার জেরেই বৃদ্ধার মৃত্যু হয়েছে। তৃণমূল সাংসদ সৌগত রায়ের পাল্টা দাবি, বৃদ্ধা অসুস্থ ছিলেন, এর পিছনে রাজনীতি নেই।
(আরও পড়ুন নিমতায় আক্রান্ত বিজেপি কর্মীর বৃদ্ধ মায়ের মৃত্যুতে শোকপ্রকাশ অমিত, নাড্ডা, মালব্যর)
বিজেপি কর্মীর মায়ের মৃত্যুর পরই যা নিয়ে টুইট করেন বিজেপি নেতা অমিত শাহ। ট্যুইট করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লেখেন, তৃণমূলের গুন্ডাবাহিনীর নৃশংস হামলায় বাংলার মেয়ে শোভা মজুমদারের মৃত্যুতে আমি মর্মাহত। এই মৃত্যুর যন্ত্রণা মমতা দিদিকে দীর্ঘদিন বিদ্ধ করবে। হিংসামুক্ত ভবিষ্যৎ গড়তে বাংলার মা-বোনেদের জন্য সুরক্ষিত রাজ্য গড়ার লক্ষ্যে বাংলা লড়াই করবে।