![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
WB Election 2021 বিশেষ পুলিশ পর্যবেক্ষকের রিপোর্টেও থামছে না কোচবিহারের রাজনৈতিক তরজা
রিপোর্ট মানতে নারাজ বিজেপি, পরিবারের পাশে থাকার বার্তা তৃণমূলের।
![WB Election 2021 বিশেষ পুলিশ পর্যবেক্ষকের রিপোর্টেও থামছে না কোচবিহারের রাজনৈতিক তরজা WB Election 2021: political clash continued on BJP Amit Sarkar death for the incident in coochbehar WB Election 2021 বিশেষ পুলিশ পর্যবেক্ষকের রিপোর্টেও থামছে না কোচবিহারের রাজনৈতিক তরজা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/02/16/ad8dc637736e078886c3ebfa40a3ad85_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: কমিশন নিযুক্ত বিশেষ পুলিশ পর্যবেক্ষক রিপোর্ট দিয়েছেন, খুন নয়, আত্মহত্যা। তারপরও, কোচবিহারের দিনহাটায় বিজেপির মণ্ডল সভাপতি অমিত সরকারের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চড়ছে রাজনীতির পারদ।
সোমবার সন্ধেয়, মৃত বিজেপি নেতার বাড়িতে যান দিনহাটার তৃণমূল প্রার্থী উদয়ন গুহ। মৃতের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি। দিনহাটার তৃণমূল প্রার্থী উদয়ন গুহ বলেন, ‘‘বিজেপি অকারণ রাজনীতি করছে। বাড়ির লোক পরিস্থিতির চাপে অভিযোগ করেছে। দিনহাটার মানুষ আগে থেকেই জানে, এতে রাজনীতি নেই। আমি পরিবারের পাশে আছি।’’
নির্বাচন কমিশন নিযুক্ত পুলিশ পর্যবেক্ষক, তাঁর রিপোর্টে দিনহাটার বিজেপি নেতার মৃত্যুকে আত্মহত্যা বললেও, খুনের অভিযোগ থেকে সরে আসতে রাজি নয় বিজেপি। দলের রাজ্য কমিটির সদস্য দীপ্তিমান সেনগুপ্ত বলেন, ‘‘ইলেকশন কমিশন কোনো তদন্তকারী সংস্থা নয়। আমরা এখনও মনে করি পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। তদন্ত তো কমিশন করেনি। এসপির কাছে জানতে চাইব, কীভাবে প্রমাণ হল, ও আত্মহত্যা করেছে? হ্যান্ড রাইটিং টেস্ট করেছে?’’
গত বুধবার, দিনহাটায়, পশু হাসপাতালের বারান্দায় বিজেপির শহর মণ্ডল সভাপতি অমিত সরকারের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। হেমতাবাদের বিজেপি নেতা দেবেন্দ্রনাথ রায়ের মতোই দিনহাটায় অমিত সরকারকেও তৃণমূল খুন করে ঝুলিয়ে দিয়েছে, এই অভিযোগে রাস্তায় নামে বিজেপি। কিন্তু, শেষ অবধি বিজেপির খুনের তত্ত্বকে কার্যত নাকচ করে দেয় নির্বাচন কমিশনের বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবের রিপোর্ট।
যদিও, রাজ্য বিজেপি নেতৃত্ব, নির্বাচন কমিশন নিযুক্ত বিশেষ পুলিশ পর্যবেক্ষকের রিপোর্ট মানতে নারাজ। বিজেপি নেতা শিশির বাজোরিয়া বলেন, ‘‘আমরা মন্তব্য করব না, পুলিশ তো এদের হাতেই, আমরা তো বলছি মার্ডার, ভয়ের চোটে তিনি হয়তো কিছু বলেননি ৷’’
আগামী ১০ এপ্রিল, চতুর্থ দফায় কোচবিহারের ৯টি আসনে ভোটগ্রহণ। দিনহাটায় এবার সাংসদ নিশীথ প্রামাণিককে প্রার্থী করেছে বিজেপি। তৃণমূলের প্রার্থী, প্রয়াত বামপন্থী নেতা কমল গুহর ছেলে উদয়ন গুহ। সংযুক্ত মোর্চার প্রার্থী ফরওয়ার্ড ব্লকের আব্দুর রউফ।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)