Uccha Madhyamik 2021 Result Live: আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, ৪ টে থেকে দেখা যাবে wb12.abplive.com-এ
বিকেল ৪টে থেকে ওয়েবসাইট মারফত ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা।
LIVE

Background
WBCHSE Uccha Madhyamik Class 12 Result 2021 live updates:বিকেল ৪টে থেকে wb12.abplive.com-এ রেজাল্ট
আজ বিকেল ৪টে থেকে wb12.abplive.com-এ নিজেদের ফলাফল জানতে পারবেন ছাত্র-ছাত্রীরা
Uccha Madhyamik 2021 Result Live: নম্বরের তথ্যে ভুল সংশোধন করার জন্য বাড়তি সময়
স্কুলগুলির পাঠানো নম্বরের তথ্যে ভুল থাকায় তা সংশোধন করার জন্য এই বাড়তি সময় বলে বোর্ড সূত্রে খবর।
WBCHSE Uccha Madhyamik Class 12 Result 2021 live updates: CBSE বোর্ড সূত্রে খবর, বাড়ানো হয়েছে নম্বর চূড়ান্ত করার সময়সীমা
CBSE বোর্ড সূত্রে খবর, বাড়ানো হয়েছে নম্বর চূড়ান্ত করার সময়সীমা। নির্দেশিকায় বলা হয়েছে, ২২ জুলাইয়ের পরিবর্তে ২৫ জুলাই বিকেল ৫টার মধ্যে স্কুলগুলিকে জমা দিতে হবে চূড়ান্ত নম্বর।
Uccha Madhyamik 2021 Result Live: ৩১ জুলাই বেরোতে পারে CBSE দ্বাদশের ফল
এরই মধ্যে, ৩১ জুলাই বেরোতে পারে CBSE দ্বাদশের ফল।
WBCHSE Uccha Madhyamik Class 12 Result 2021 live updates: এবারের মাধ্যমিকে পাসের ইতিহাসে সর্বকালীন রেকর্ড
এবারের মাধ্যমিকে পাসের ইতিহাসে সর্বকালীন রেকর্ড গড়ে এউত্তীর্ণ হয়েছেন ১০০ শতাংশ পরীক্ষার্থী। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় ফলাফল ঘোষণা করে জানিয়েছিলেন যে, এবছর মাধ্যমিকে ১০০ শতাংশ পাস।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
