এক্সপ্লোর
Advertisement
শক্তি বাড়িয়ে আরও গভীর নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারি থেকে অতি ভারি বৃষ্টির পূর্বাভাস
কলকাতা: মঙ্গলবারও চলবে দুর্যোগ। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারি থেকে অতি ভারি বৃষ্টির সম্ভাবনা।সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। পূর্বাভাস আবহাওয়া দফতরের। নবান্নে চালু কন্ট্রোল রুম। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ।
সোমবার সকাল থেকেই আকাশ কালো ছিল। দিনের বেলাই অন্ধকার নেমে আসে। বৃষ্টি, সঙ্গে চলে ঝোড়ো হাওয়া।
পুজোর ছুটি শেষে সোমবারই ছিল প্রথম কাজের দিন। আর সেদিনই বৃষ্টি-দুর্ভোগে নাজেহাল সাধারণ মানুষ
শহর থেকে জেলা সর্বত্রই এক ছবি দেখা গিয়েছে! আবহাওয়া দফতরের পূর্বাভাস, মঙ্গলবারও দুর্যোগ অব্যাহত থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারি থেকে অতি ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৫৫ থেকে ৬০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
তবে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে কলকাতায়। আলিপুর আবহাওয়া দফতরের ডেপুটি ডিরেক্টর, সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামীকাল কলকাতায় কমতে পারে বৃষ্টি, কিন্তু ভারী বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর, দ. ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া এবং বর্ধমানে। উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ এখন অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। যার জেরে এই দুর্যোগ।
পরিস্থিতির ওপর নজর রাখছে নবান্ন। খোলা হয়েছে কন্ট্রোল রুম। কন্ট্রোল রুমের নম্বরগুলি হল ২২১৪৫৮৫৫, ২২১৪৫৪৮৬, ৯৮৩০১৯৬৩২৮। সেচ দফতরের তরফেও কন্ট্রোল রুম খোলা হয়েছে।
নবান্ন থেকে সব জেলাকে সতর্ক করা হয়েছে। তৈরি থাকতে বলা হয়েছে বিপর্যয় মোকাবিলা দলকে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, ঝাড়খণ্ডের দিকে এগোতে পারে নিম্নচাপটি। সে কথা মাথায় রেখে পশ্চিম মেদিনীপুর ও লাগোয়া জেলাগুলিকে বাড়তি সতর্ক করা হয়েছে। সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের।
এদিকে এই বৃষ্টি দুর্যোগে কলকাতায় দুর্ভোগ চরমে। একাধিক জায়গায় গাছ পড়ে বিপত্তি হয়েছে, ভেঙে পড়েছে বাড়ি, জলমগ্ন রাজপথ, বিঘ্নিত যান চলাচল।সবমিলিয়ে বৃষ্টি-দুর্ভোগে নাকাল শহরবাসী।
অবিরাম বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া।উত্তাল গঙ্গা। এই পরিস্থিতিতে কলকাতা-হাওড়া লঞ্চ পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েছে। হাওড়া, হুগলি থেকে দুই ২৪ পরগনা। জেলায় জেলায় দুর্যোগের জেরে দুর্ভোগ। কোথাও ভেঙেছে বাড়ি, কোথাও জলের তলায় হাসপাতাল।
শ্রীরামপুরের ওয়ালস হাসপাতালে বিদ্যুতের তারের উপর ভেঙে পড়ে গাছ। যার জেরে বিদ্যুৎহীন হয়ে পড়ে হাসপাতাল। জরুরি বিভাগে জেনারেটরের সাহায্যে কাজ চালানো হয়। তারকেশ্বর রেলগেটের কাছে জিটি রোডের উপর ভেঙে পড়ে গাছ। ব্যস্ত সময়ে ব্যাহত হয় যান চলাচল। শুধু হুগলি নয়...দুর্যোগের জেরে বেশিরভাগ জেলাতেই দুর্ভোগের ছবি দেখা গিয়েছে।টানা বৃষ্টিতে জলমগ্ন উলুবেড়িয়া হাসপাতাল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement