Weather Update: শুক্রবার থেকে রাজ্যে জাঁকিয়ে শীত, পূর্বাভাস আবহাওয়া দফতরের
একধাক্কায় ৪ ডিগ্রি নামতে পারে পারদ, বলছেন আবহবিদরা
কলকাতা: শুক্রবার থেকে রাজ্যে জাঁকিয়ে শীত। ৪ ডিগ্রি নামতে পারে পারদ। কলকাতায় তাপমাত্রার ১৪ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে। জেলায় ১০ ডিগ্রির নীচে নামতে পারে পারদ।
জম্মু কাশ্মীরে পশ্চিমী ঝঞ্ঝা কেটে যাওয়ায়, রাজ্যে উত্তুরে হাওয়া ঢুকতে শুরু করবে। তার জেরেই পারদ পতন। তবে আগামী দু’-তিনদিন আবহাওয়ার পরিবর্তন হবে না।
সকালে কুয়াশা থাকলেও, বেলা বাড়লে পরিষ্কার আকাশ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় আজ সকাল থেকে ঘন কুয়াশা।
আলিপুর আবহাওয়া দফতর জানায়, সপ্তাহান্তে ফিরতে পারে জাঁকিয়ে শীত। কলকাতায় পারদ নামতে পারে ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে।
তবে, আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী দু-তিনদিন তাপমাত্রা থাকবে ঊর্ধ্বমুখী। ভোরের দিকে থাকবে ঘন কুয়াশার দাপট।
আকাশ কুয়াশার চাদরে মোড়া। সোমবার সকাল থেকেই কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকা ছিল কুয়াশাচ্ছন্ন। বেলা গড়াতে ক্রমে উঁকি দেয় রোদ্দুর।
সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি।
আবহাওয়া দফতর জানিয়েছে, বাতাসের জলীয় বাষ্প বেশি থাকায় আগামী ২ দিন সকালের দিকে থাকবে কুয়াশার দাপট। ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা।
কুয়াশা থাকবে উত্তরবঙ্গেও। এছাড়া দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার, পঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ডেও রয়েছে ঘন কুয়াশার সতর্কতা।