Weather Update: সপ্তাহান্তে বাংলার উপকূলে ভারী বৃষ্টি, ঝোড়ো হাওয়ার আশঙ্কা, কৃষকদের সতর্ক থাকার নির্দেশ
West Bengal Weather Update: ৪-৫ ডিসেম্বর (December) গাঙ্গেয় পশ্চিমবঙ্গে (West Bengal) বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টির পূর্বাভাস। ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বাংলার উপকূলে। রয়েছে ঝোড়ো হাওয়ার আশঙ্কা।
কলকাতা: ওড়িশা-অন্ধ্র উপকূলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় (Cyclone)। সপ্তাহান্তে বাংলার উপকূলেও ভারী বৃষ্টি (Heavy Rain), ঝোড়ো হাওয়ার আশঙ্কা। এই পরিস্থিতিতে কৃষকদের (Farmers) সতর্ক থাকার নির্দেশ দিল কৃষি দফতর (Department of Agriculture)।
৪-৫ ডিসেম্বর (December) গাঙ্গেয় পশ্চিমবঙ্গে (West Bengal) বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টির পূর্বাভাস। ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায়। ঝাড়গ্রাম, হাওড়াতেও ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, মালদায়। আর দুর্যোগের আবহে কৃষকদের দ্রুত মাঠের পাকা ধান (Ripe Paddy) কেটে নেওয়ার পরামর্শ দিল কৃষি দফতর। একইসঙ্গে আলু বোনার কাজ অন্তত ৭ দিন পিছিয়ে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কৃষি সংক্রান্ত সমস্যা থাকলে নিকটবর্তী কৃষি দফতরে যোগাযোগের পরামর্শ।
হেমন্তেও চোখ রাঙাচ্ছে নিম্নচাপ (Depression)। শনিবার থেকে রাজ্যে ফের বৃষ্টির সম্ভাবনা (Rain forecast)। আগামীকাল থেকে বাড়বে তাপমাত্রা (Temperature। কমবে শীতের আমেজ। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের (Alipur Weather Office)। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া দফতর সূত্রে খবর, থাইল্যান্ডের (Thailand) কাছে উপকূলে তৈরি হয়েছে নিম্নচাপ। শুক্রবারের মধ্যে তা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। শনিবার সকালে তা পৌঁছবে উত্তর অন্ধ্রপ্রদেশ (Andrapradesh) ও ওড়িশা (Odisha) উপকূলের কাছে। ঘূর্ণিঝড়ের (Cyclone) প্রভাবে গোটা দক্ষিণবঙ্গ (Southbengal) জুড়েই শনি ও রবিবার মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, থাইল্যান্ডের কাছে উপকূলে তৈরি হয়েছে নিম্নচাপ। ১২ ঘণ্টায় নিম্নচাপ আন্দামান সাগরে পড়ার সম্ভবনা। ৩ তারিখের মধ্যে তা ঘূর্ণিঝড় পরিণত হতে পারে। ৪ ডিসেম্বর সকালে তা পৌঁছবে উত্তর অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের কাছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণ বঙ্গেও উপকূল এলাকায় বইতে পারে ঝোড়ো হাওয়া। হাওয়ার সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘণ্টায় ৬৫-৭০ এ পৌঁছতে পারে। ওইদিন মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে দক্ষিণবঙ্গ জুড়েই। ৩ ডিসেম্বর থেকে মৎস্যজীবীদের সমুদ্র যাওয়ার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আরও পড়ুন: WBBSE: মাধ্যমিকে বাধ্যতামূলক টেস্ট পরীক্ষা, বিজ্ঞপ্তি জারি পর্ষদের