WBBSE: মাধ্যমিকে বাধ্যতামূলক টেস্ট পরীক্ষা, বিজ্ঞপ্তি জারি পর্ষদের
West Bengal Board Of Secondary Education: মধ্য শিক্ষা পর্ষদের তরফে বিজ্ঞপ্তি (Notification) জারি করে জানানো হয়েছে ১৩ থেকে ২৪ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট স্কুলগুলিকে টেস্ট (Test) পরীক্ষা নিতে হবে।
কলকাতা: উচ্চমাধ্যমিকের (Higher Secondary Examination) পর এবার মাধ্যমিক (Madhyamik)। টেস্ট পরীক্ষা (Test Exam) বাধ্যতামূলক করল মধ্য শিক্ষা পর্ষদ (West Bengal Board Of Secondary Education )। এদিন পর্ষদের (West Bengal Board Of Secondary Education) তরফে বিজ্ঞপ্তি (Notification) জারি করে জানানো হয়েছে ১৩ থেকে ২৪ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট স্কুলগুলিকে টেস্ট (Test) পরীক্ষা নিতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিটি বিষয়ের প্রশ্নপত্র তৈরি করতে হবে সংশ্লিষ্ট স্কুলকেই। প্রশ্নপত্রের উপরে স্কুলের নাম লিখতে হবে। প্রতিদিনের পরীক্ষা শেষে স্কুলগুলিকে প্রশ্নপত্র ইমেল মারফত পাঠাতে হবে testpaperwbbse@gmail.com এই ঠিকানায়। অথবা প্রশ্নপত্র পৌঁছে দিতে হবে পর্ষদের সল্টলেকের অফিসে ডেপুটি সেক্রেটারির (অ্যাকাডেমিক) দফতরে। যার ঠিকানা- নিবেদিতা ভবন, ষষ্ঠ তলা, DJ -8, সেক্টর -২ বিধাননগর, কলকাতা- ৭০০০১৯। ২০২২ সালের মাধ্যমিকের সিলেবাস মেনে প্রশ্নপত্র তৈরি করতে হবে স্কুলগুলিকে। বিজ্ঞপ্তিতে উল্লেখ পর্ষদের।
উচ্চমাধ্যমিকে টেস্ট পরীক্ষা বাধ্যতামূলক বলে গতকাল জানায় সংসদ। বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, উচ্চমাধ্যমিকের টেস্টে প্রতি বিষয়ে ৫০ নম্বর করে লিখিত পরীক্ষা (Written Exam) হবে। পরীক্ষা শেষ করতে হবে ৩১ ডিসেম্বরের মধ্যে। পুরনো অবস্থান বদলে চিরঞ্জীব ভট্টাচার্য সংসদ সভাপতি জানান, “কোনও কারণে উচ্চমাধ্যমিক না হলে টেস্টের নম্বর দিয়েই মূল্যায়ন।’’
চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, “সবাই যাতে ৩১ ডিসেম্বরের মধ্যে টেস্ট পরীক্ষা নিয়ে নেয়, তার জন্য অফিসিয়াল নোটিফিকেশন দেওয়া হল। প্রথমত ছাত্রছাত্রীদের দীর্ঘদিন স্কুল শিক্ষাব্যবস্থার সঙ্গে একেবারেই সম্পর্ক নেই। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে। কোনও পরীক্ষা তাঁদের দিতে হয়নি। মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল তারপর পরীক্ষার সঙ্গে আরও কোনও সম্পর্ক নেই। একাদশ থেকে দ্বাদশ শ্রেণিতে ওঠার পরীক্ষাও দিতে হয়নি। ফলে একেবারে ২ এপ্রিল থেকে যে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে সেটাতে বসত। সেটা এড়ানোর জন্য অভ্যাস ফিরিয়ে আনতে এই টেস্ট পরীক্ষার দরকার আছে। দ্বিতীয়ত, করোনার নতুন ভ্যারিয়েন্টের হদিশ পাওয়া গিয়েছে। যাতে আতঙ্ক ছড়িয়েছে। আবার যদি করোনার প্রকোপ বাড়ল, লকডাউনের মতো পরিস্থিতি হল, বা অন্য কোনও কারণে উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল করতে হল তখন আমাদের কাছে মূল্যায়ন করার জন্য কোনও নম্বর থাকবে না। এই টেস্ট পরীক্ষার নম্বর কিন্তু তখন মূল্যায়নের মাধ্যম হতে পারে।’’
আরও পড়ুন: WBCHSE: উচ্চমাধ্যমিকে এবার বাধ্যতামূলক টেস্ট পরীক্ষা, বিজ্ঞপ্তি জারি সংসদের
Education Loan Information:
Calculate Education Loan EMI