Weather Updates: বুধবার থেকে বৃষ্টি বাড়বে রাজ্যজুড়ে, পূর্বাভাস আবহাওয়া দফতরের
উত্তরবঙ্গে সপ্তাহভর ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা
কলকাতা: বুধবার থেকে বৃষ্টি বাড়বে রাজ্যজুড়ে। সোমবার এমনই পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।
এদিন আলিপুর আবহাওয়া দফতর সূত্রে উত্তরবঙ্গে সপ্তাহভর ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি, দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা বলে জানানো হয়েছে।
বেশ কয়েকদিন ধরেই প্রবল বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলোতে। রবিবারও তার অন্যথা হয়নি। রবিবারও ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছিল কোচবিহার ও আলিপুরদুয়ারে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, প্রবল বৃষ্টিতে উত্তরবঙ্গের নদীগুলির জলস্তর বাড়ার আশঙ্কা করা হচ্ছে। দার্জিলিং ও কালিম্পং- ধস নামার পাশাপাশি বিভিন্ন এলাকা জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গে জেলাগুলিতেও আগামী কয়েক দিন আংশিক মেঘলা থাকবে আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে কলকাতা-সহ সব জেলাতেই।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতায় বজ্র বিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি হলেও জলীয় বাষ্প বেশি থাকায় বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।
গত সপ্তাহে তাপমাত্রার পারদ বেশ খানিকটা চড়েছিল। গতকাল সকাল থেকেই কলকাতায় ছিল মেঘাচ্ছন্ন শহরের আকাশ। গতকাল কলকাতা সহ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টি হয়।
কখনও ঝমঝম। কখনও মুষলধারে। কখনও আবার ছিঁচকাঁদুনে টিপটিপ-- দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর থেকে হুগলির শ্রীরামপুর, রবিবার কলকাতার পাশাপাশি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে জেলায় জেলায়।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরপ্রদেশ থেকে বিহার ও উত্তরবঙ্গ হয়ে নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত রয়েছে নিম্নচাপ অক্ষরেখা।
এছাড়া, বিহার থেকে ওড়িশা পর্যন্ত রয়েছে উত্তর-দক্ষিণ অক্ষরেখা। তার জেরেই চলতি সপ্তাহের মাঝামাঝি থেকে রাজ্যজুড়ে বাড়বে বৃষ্টির পরিমাণ।
বঙ্গে সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু। যে কারণে, বঙ্গোপসাগর থেকে রাজ্যে ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প। এর জেরে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।
এদিকে গতকাল ভয়াবহ বন্যার কবলে বিহারের দ্বারভাঙা। আতিহার গ্রামে ধসে পড়ল একটি আস্ত স্বাস্থ্য কেন্দ্র।