এক্সপ্লোর
Advertisement
সাপ্তাহিক রাশিফল
২১ আগস্ট ২০১৬ - ২৮ আগস্ট ২০১৬
রবি সিংহ। চন্দ্র মীনে। মঙ্গল বৃশ্চিক। বুধ সিংহ, পরে বক্রি।বৃহস্পতি কন্যা। শুক্র সিংহ পরে কন্যাতে। শনি বৃশ্চিক। রাহু সিংহ। কেতু কুম্ভ। তিথি তৃতীয়া থেকে দশমী।
মেষ
শরীর ঠিক থাকবে তবে পেটের সমস্যা বাড়তে পারে। বহু দিনের কোনও আশা পূরণ হবে। পরিবারে শান্তি বজায় থাকবে। বিবাহিত জীবন সুখেই কাটবে। গোপন শত্রু আঘাত আনতে পারে। আইনি সমস্যা থেকে মুক্তি। অযথা খরচ বাড়বে। প্রেম প্রণয়ে আরও এগিয়ে যাবেন। গুরুজনদের নিয়ে অশান্তি বাড়বে। অন্ধ বিশ্বাস করবেন না। শনিবার নিরামিষ আহার করুন।
বৃষ
ব্যবসার দিক দিয়ে সপ্তাহটি ভালই বলা চলে। গা-হাত- পায়ের যন্ত্রণা বাড়বে। পড়াশোনায় অমনোযোগ। পিতার সঙ্গে বিবাদ। সন্তানদের নিয়ে কোনও ভাল খবর আসতে পারে। অর্থ যেমন আসবে ব্যয়ও তেমন হবে। দাম্পত্য জীবনে মেঘ কেটে যাবে। চাকরির ভাল সময়। বাড়িতে অতিথির আগমন। নতুন বন্ধুত্ব হবে। কাককে খাবার দিন।
মিথুন
শরীর ভাল খারাপের ভিতর দিয়ে যাবে। বেশির ভাগ কাজে প্রথমে বাধা আসবে, পরে তা ঠিকও হবে। প্রথম দিকে ভোগবিলাসের ভিতর দিয়ে কাটবে ও খরচ বাড়বে। গুরুজনের শরীর নিয়ে চিন্তা ও খরচ বৃদ্ধি পাবে। দূরে ভ্রমণ না করাই শ্রেয়। সপ্তাহটি ব্যবসায় বিনিয়োগ করার জন্য ভাল। চাকরিজীবীদের জন্য সুখবর। অপরের উপকার করেও বদনাম আসতে পারে। স্ত্রীর কারণে মনে চাপ বৃদ্ধি । হলুদ, মিষ্টি দিয়ে পুজো দিন।
কর্কট
সপ্তাহের প্রথমদিকে ঝগড়া-বিবাদের ভিতর দিয়ে কাটবে। মাথা ঠাণ্ডা রাখুন। পড়াশোনাতে একটু বাধা আসবে, মানসিক দিকটা একটু শক্ত করে চলুন, সাফল্য লাভ করবেন। ব্যবসা ভাল চলবে, আয় বাড়লেও খরচ বাড়বে। দাম্পত্য জীবন শুভ, সংসার সুখে থাকবে, কর্মস্থানে চাপ বাড়বে। বন্ধুর উপকারে মনের আনন্দ। শিব পূজা করুন। শুভ বার- বৃহস্পতিবার। হলুদ রং ব্যবহার করুন।
সিংহ
প্রতিযোগিতা আসবে প্রচুর, চেষ্টা করুন, সাফল্য লাভ করবেন। শরীর খুব একটা ভাল থাকবে না। কোমরের নীচের দিকে যন্ত্রণাতে কাজ কর্মে ব্যঘাত। অর্থ উপার্জনে মধ্যম প্রকার খরচ বাড়াতে মানসিক চাপ বাড়বে। দাম্পত্য জীবনে ঝগড়া ও ভালবাসার ভিতর দিয়ে কাটবে। গুরুজনের শরীর নিয়ে চিন্তা ও খরচ বাড়তে পারে। শুভ বার- মঙ্গল বার। কমলা রং ব্যবহার করুন।
কন্যা
ছোটখাটো শারীরিক সমস্যা হলেও বড় আকার নেবে না। বুঝে কথা বলুন, লোকের সঙ্গে অশান্তি বাধতে পারে। সঞ্চয় একটু কমবে। অর্থভাগ্য মধ্যম প্রকার। প্রচুর পরিশ্রমেই অর্থ আসবে। সপ্তাহটি অভাবের ভিতর দিয়ে কাটবে। শেষের দিকে ব্যবসায় একটু ভাল হতে পারে। সম্পত্তি নিয়ে কোনও বিবাদ বাড়তে পারে। নতুন চাকরির জন্য চেষ্টা। পড়াশোনার জন্য ভাল সময়। দক্ষিণা কালীর পূজা দিন।
তুলা
শারীরিক দিকে সমস্যা লেগে থাকবে, সে জন্য মানসিক চাপ বাড়বে। উচ্চবিদ্যার জাতক জাতিকা চেষ্টার উপর জোর দিন। কর্মস্থানে সুনাম বাড়বে। দাম্পত্য জীবনে সন্তান নিয়ে অশান্তি বাড়তে পারে। ব্যবসাতে সময় ভাল। অতিরিক্ত টাকা লাগানো ঠিক হবে না। বাড়িতে আত্মীয়ের কারণে বিবাদ বাড়তে পারে, ব্যবসার দিকে মানসিক চাপ বৃদ্ধি। সাদা রঙের রুমাল ব্যবহার করুন।
বৃশ্চিক
শরীর ভাল খারাপের ভিতর দিয়ে যাবে। সপ্তাহের শেষের দিকে রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। প্রতিবেশীদের কাছে সম্মান বাড়বে। ভুল সিদ্ধান্তের মাসুল দিতে হতে হবে। অবিবাহিতদের বিবাহের যোগ আসতে পারে। পড়াশোনাতে শুভ ফললাভের আশা করা যায়। ব্যবসায় ভাল লাভ হবে। গুরুজনদের নিয়ে সমস্যা। বাড়িতে নতুন কোনও জিনিস কেনার জন্য খরচ বাড়তে পারে। সূর্য পূজা করুন। রবিবার নিরামিষ আহার করুন।
ধনু
সপ্তাহের প্রথম দিকে শরীর ভাল থাকলেও শেষের দিকে একটু সমস্যা বাড়বে। ডাক্তার খরচ বাড়তে পারে। ভাই বোনের সঙ্গে কিছু মনমালিন্য। ছাত্রছাত্রীদের পড়াশোনাতে মন থাকবে। বিবাহিত জীবন সুখে কাটবে। প্রেমের দিক দিয়ে সপ্তাহটি খুব ভাল যাবে না। চাকরির জন্য সময়টি মধ্যম। অপরের উপকার করতে গিয়ে বিপদ আসতে পারে, পিতার শরীর নিয়ে চিন্তা। কোনও মন্দিরে নিজের নামে পূজা দিন।
মকর
পুরনো কোনও রোগ নিয়ে কষ্ট পেতে পারেন। পারিবারিক সমস্যা গুরুজনের দ্বারা মিটে যেতে পারে। লটারি প্রাপ্তির সময় আসছে। জাতক জাতিকার টাকা পয়সার দিকটা খুব খারাপ যাবে না। ব্যবসার স্থানে অশান্তি থেকে সাবধান। কিন্তু ব্যবসা ভাল যাবে। দাম্পত্য জীবনে বোঝাপড়া ভাল থাকবে। বাড়ির কাছেই ভ্রমণের যোগ। শিল্পীদের জন্য সময়। অর্থ নিয়ে চিন্তা বাড়তে পারে। বাড়ির ঈশাণ কোণে ঠাকুরের ছবি রাখুন।
কুম্ভ
এ সপ্তাহে শরীর নিয়ে বড় সমস্যা হবে না। পড়াশোনাতে বাধা থাকলেও শেষের দিকে সাফল্যের আশা করা যায়। অর্থ উপার্জনের দিক ভাল। ব্যবসায় মোটামুটি বিনিয়োগ করা যেতে পারে। প্রতিবেশীদের সঙ্গে অশান্তি বাধতে পারে। স্বামী স্ত্রী সম্পর্ক মধ্যম। সন্তানকে নিয়ে চিন্তা বাড়বে। অতিথির কারণে চাপ বাড়তে পারে। ব্যবসার স্থানে শত্রু বৃদ্ধি। নীল রঙের জামা ব্যবহার করুন।
মীন
এই রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা থাকবে। এই সপ্তাহে কোনও ভুলের জন্য কিছু ক্ষতি হতে পারে। ব্যবসায় নতুন পরিকল্পনা কাজে লাগতে পারে। শেষের দিকে কিছু অর্থ উপায়ের ভাগ্য খুলতে পারে। অর্থ সঞ্চয়ের সুযোগ আসবে। দাম্পত্য জীবন ভাল যাবে। এ সপ্তাহে কয়েকজন ভাল লোকের সঙ্গে পরিচয় বাড়তে পারে। সন্তানের দিকে নজর দিন। হাতে হলুদ সুতো ঠাকুরের পায়ে ছুঁয়ে বাঁধুন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement