এক্সপ্লোর
Advertisement
সাপ্তাহিক রাশিফল
১৬ অক্টোবর ২০১৬- ২২ অক্টোবর ২০১৬
রবি–কন্যা। পরে তুলা। চন্দ্র-মীন। মঙ্গল–ধনু। বুধ–কন্যা। শুক্র-বৃশ্চিক। শনি–বৃশ্চিক। রাহু-সিংহ। কেতু–কুম্ভে। বৃহস্পতি – কন্যা। তিথি পূর্ণিমা থেকে সপ্তমী। সাপ্তাহিক রাশিফল বিশ্লেষণে জ্যোতিষ শ্রী জয়দেব। শুভ বিজয়া।
মেষ
এ সপ্তাহের প্রথম দিকে কোনও পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। কোনও কাজ ভাল করতে গিয়ে ভুল হবে। কাজ ফেলে রাখবেন না। শরীরের জন্য পরে দেরি হতে পারে, ছোট ব্যাপারে বাড়িতে অশান্তি বাধতে পারে। ব্যবসার জন্য নতুন কিছুর সন্ধান। গুরুজনের জন্য কোনও ভাল সুযোগ মিলতে পারে। মহিলা বন্ধুর জন্য সংসারে অশান্তি। পেটের রোগ বাড়তে পারে। সাধুসেবায় মনের আনন্দ। অর্থ বাধা দূর করতে লক্ষ্মী দেবীর চরণে একটি পদ্মফুল পূজা দিন ও ফুলটি অর্থের স্থানে রাখুন।
বৃষ
সপ্তাহের প্রথম দিকে কোনও কাজে বাইরে যেতে হতে পারে। উচ্চ ব্যক্তির জন্য উপকার পেতে পারেন। কাজের দিকে সুনাম বৃদ্ধি। কোনও মহিলা থেকে সাবধান। সন্তানের কাজে মনের আনন্দ। পড়াশোনার ভাল সুযোগ মিলতে পারে । গোপন শত্রুর আক্রমণ থেকে সাবধান। অপর ব্যক্তির জন্য সংসারে অশান্তি। ভ্রমণের আগে চিন্তা করুন। আইনি কাজের জন্য ভাল সময়। অর্থ বাধা দূর করতে লক্ষ্মী দেবীর চরণে একটি পদ্মফুল পূজা দিন ও ফুলটি অর্থের স্থানে রাখুন।
মিথুন
শরীরের উপরের অংশে রোগ বাড়তে পারে। প্রেমের জন্য বদনাম আসতে পারে। কর্ম নিয়ে কোনও চিন্তা বৃদ্ধি। ঋণ দিতে হতে পারে। স্ত্রীর থেকে সাহায্য পেতে পারেন। সন্তান নিয়ে বাড়িতে সকলের সঙ্গে বিবাদ। পরিবারের কারণে অর্থ ব্যয়। শত্রুর জন্য কর্মে ব্যাঘাত, পিতা মাতার সঙ্গে কোনও কারণে মনমালিন্য। ব্যবসার জন্য সময় ভাল। সঞ্চয় বাড়তে পারে। অর্থ বাধা দূর করতে লক্ষ্মী দেবীর চরণে একটি পদ্মফুল পূজা দিন ও ফুলটি অর্থের স্থানে রাখুন।
কর্কট
সপ্তাহের প্রথম দিকে কোনও বাজে খবর আসতে পারে। শরীর নিয়ে কিছু খরচ বাড়তে পারে। গুরুজনের জন্য কিছু করে মনের আনন্দ। সন্তানের জন্য খরচ বাড়তে পারে। দরকারি কাজের জন্য সময় নষ্ট। কোনও ভাল লোকের জন্য বিপদ থেকে উদ্ধার। পাওনা অর্থ পেতে পারেন। মধ্যভাগে স্ত্রীর জন্য কাজের সুযোগ। আলস্যের জন্য উচ্চ ব্যক্তির কাছে অপমান। ব্যবসার জন্য ভাল সময়। অর্থ বাধা দূর করতে লক্ষ্মী দেবীর চরণে একটি পদ্মফুল পূজা দিন ও ফুলটি অর্থের স্থানে রাখুন।
সিংহ
পড়াশোনাতে খুব ভাল খবর আসতে পারে। নিজের কোনও কাজের জন্য দূরে যেতে হতে পারে। ব্যবসার জন্য বাড়তি বিনিযোগ ভাল হবে না। ঠিক কাজের জন্য লোক পাবেন না। শত্রুর কোনও কাজের জন্য মনে ভয়ভাব আসতে পারে। পরিবারের কোনও কাজের জন্য খরচ বাড়তে পারে। পূজাপাঠের জন্য আলোচনা। লোকের জন্য করে বদনাম আসতে পারে। সময় খুব ভাল হবে না। অর্থ বাধা দূর করতে লক্ষ্মী দেবীর চরণে একটি পদ্মফুল পূজা দিন ও ফুলটি অর্থের স্থানে রাখুন।
কন্যা
সপ্তাহের প্রথম দিকে কাজের চাপ বাড়তে পারে। অপরের জন্য সংসারে বিবাদ আসতে পারে। কথা দিয়ে কথা রাখতে পারবেন না। প্রতিবেশীর জন্য উপকার পেতে পারেন। প্রেমের জন্য গভীর আলোচনা। বাড়িতে অতিথি আগমন। খরচ বেশি হওয়ার জন্য বাড়িতে অশান্তি। কাজের জন্য বিদেশ যেতে হতে পারে। মামলায় ভাল খবর আসতে পারে। ব্যবসায় বিনিযোগ হতে পারে। অর্থ বাধা দূর করতে লক্ষ্মী দেবীর চরণে একটি পদ্মফুল পূজা দিন ও ফুলটি অর্থের স্থানে রাখুন।
তুলা
এ সপ্তাহে ভাল কাজের সুযোগ মিলতে পারে। শরীর নিয়ে একটু চিন্তা বাড়তে পারে। সব কাজে একটু বেশি চেষ্টা করতে হবে। বাড়িতে নতুন খবর আসতে পারে। কোনও কাজে মা বাবার সাহায্যে উপকার পাবেন, বিবাহের জন্য আলোচনা বাড়তে পারে। পরিবেশের সঙ্গে মানিয়ে চলুন। ব্যবসায় মাথা গরম করাতে ক্ষতি। কোনও কাজের জন্য মনে সংশয় আসতে পারে। স্ত্রীর সঙ্গে কোনও কাজ ভাল হবে। অর্থ বাধা দূর করতে লক্ষ্মী দেবীর চরণে একটি পদ্মফুল পূজা দিন ও ফুলটি অর্থের স্থানে রাখুন।
বৃশ্চিক
স্ত্রীর কাজে এ সপ্তাহে সাফল্য লাভ। শরীর নিয়ে চিন্তা ও খরচ বাড়তে পারে। কোনও সুখের খবর আসতে পারে। বাড়ি কেনার আলোচনায় বাধা পড়তে পারে। সামাজিক কাজের জন্য সুনাম বাড়তে পারে। ব্যবসার সঙ্গে সম্পর্কিত কোনও লোকের সঙ্গে বিবাদ। বাড়ির কোনও কর্মচারীর সঙ্গে বিবাদ বাধতে পারে। সন্তানের জন্য কাজের খবর মিলতে পারে। স্ত্রীর সঙ্গে তর্ক বাড়তে পারে। অর্থ বাধা দূর করতে লক্ষ্মী দেবীর চরণে একটি পদ্মফুল পূজা দিন ও ফুলটি অর্থের স্থানে রাখুন।
ধনু
এ সপ্তাহে যাঁরা শিল্পী, তাঁদের জন্য খুব ভাল খবর আসতে পারে। কোনও বাজে কাজের জন্য বদনাম হতে পারে। উচ্চ ব্যক্তির জন্য বিপদ থেকে মুক্তি লাভ। কাজের স্থানে নতুন করে কাজের চাপ বাড়তে পারে। মধ্যভাগে কোনও কাজে বাধা আসতে পারে। শরীরে রোগ নিয়ে চিন্তা বাড়তে পারে, কোনও বন্ধুর বাড়িতে যাওয়ার আলোচনা। প্রেমের জন্য অনেক সময় নষ্ট হতে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদ বাধতে পারে। অর্থ বাধা দূর করতে লক্ষ্মী দেবীর চরণে একটি পদ্মফুল পূজা দিন ও ফুলটি অর্থের স্থানে রাখুন।
মকর
শিশুদের পড়াশোনার জন্য সপ্তাহটি খুব ভাল। শরীর নিয়ে বিশেষ চিন্তা থাকবে না। তবে পেটের পুরনো রোগ বাড়তে পারে। শিল্পীদের জন্য খুব ভাল সময়, ভাল সুযোগ আসছে। ব্যবসার জন্য নতুন বিনিযোগ করতে পারেন। বাড়িতে অনেক চাপ বাড়তে পারে। কর্ম নিয়ে নতুন আলোচনা। পিতার সঙ্গে কোনও ভুল বোঝাবোঝি। স্ত্রীর কোনও সিদ্ধান্তে মনোকষ্ট বৃদ্ধি। বাড়িতে অতিথি আগমন। অর্থ বাধা দূর করতে লক্ষ্মী দেবীর চরণে একটি পদ্মফুল পূজা দিন ও ফুলটি অর্থের স্থানে রাখুন।
কুম্ভ
এ সপ্তাহে কোনও উপহার আসতে পারে, সমাজের উপকারের জন্য সুনাম বৃদ্ধি। কাজের জন্য খুব ভাল সময়। দরকারি কাজ অপর কাউকে দিয়ে করাবেন না। কোনও ভাল সুযোগ হাতছাড়া হতে পারে। প্রভাবশালী ব্যক্তির জন্য উপকার। মধ্যভাগে অতিথির সঙ্গে বিবাদ। ভাগ্যের জোরে বিপদ থেকে রক্ষা। কোনও মনে রাখার মত ঘটনা ঘটতে পারে। প্রেমের জন্য বেশি সময় কেটে যাবে। অর্থ বাধা দূর করতে লক্ষ্মী দেবীর চরণে একটি পদ্মফুল পূজা দিন ও ফুলটি অর্থের স্থানে রাখুন।
মীন
সপ্তাহের প্রথম দিকে শরীর নিয়ে কোনওপ্রকার চিন্তা বাড়তে পারে। তাড়াতাড়ি ়কাজ করার জন্য ভুল হবে। দরকারি কাজগুলো করে ফেলুন। অর্থাভাব আসতে পারে। ভাল সুযোগ এ সপ্তাহে কম। সন্তানের জন্য ভাল খবর আসতে পারে। অপমান জুটতে পারে। স্ত্রীর জন্য কোনও অশান্তি বৃদ্ধি। শেষের দিকে কিছু ভাল পরিবর্তন। ভ্রমণের আলচনা। শিল্পীদের জন্য শুভ খবর। অর্থ বাধা দূর করতে লক্ষ্মী দেবীর চরণে একটি পদ্মফুল পূজা দিন ও ফুলটি অর্থের স্থানে রাখুন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
খবর
Advertisement