এক্সপ্লোর
Advertisement
‘পুলিশ এখন ক্রীতদাস’, জখম কর্মীদের হাসপাতালে দেখতে এসে বললেন শুভেন্দু; তৃণমূল পার্টি অফিসে হামলা, উত্তেজনা নন্দীগ্রামে
মঙ্গলবার শুভেন্দু অধিকারীর সভায় যাওয়ার পথে, বিজেপি কর্মীদের ওপর হামলা ঘিরে অগ্নিগর্ভ হয়ে ওঠে নন্দীগ্রাম। বুধবার আহত দলীয় কর্মীদের হাসপাতালে দেখতে যান বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। প্রথমে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল ও তারপর তমলুক জেলা হাসপাতালে যান তিনি।
পূর্ব মেদিনীপুর: মঙ্গলবার শুভেন্দু অধিকারীর সভায় যাওয়ার পথে, বিজেপি কর্মীদের ওপর হামলা ঘিরে অগ্নিগর্ভ হয়ে ওঠে নন্দীগ্রাম। বুধবার আহত দলীয় কর্মীদের হাসপাতালে দেখতে যান বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। প্রথমে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল ও তারপর তমলুক জেলা হাসপাতালে যান তিনি।
আহতদের কাউকে বুকে টেনে নেন...কারও গায়ে-মাথায় হাত বুলিয়ে স্বাস্থ্যের খোঁজ-খবর নেন। কীভাবে হামলা হল? সেসময় কতজন ছিল তাও জানতে চান শুভেন্দু অধিকারী। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফের তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। বিজেপি নেতা বলেছেন, ধর্মীয় সভায় আসার পথে হামলা চালানো হয়েছে। প্রয়োজনে ফের আন্দোলনে যাব, নন্দীগ্রামে জমি আন্দোলনের জন্য লড়াই করেছি, প্রয়োজনে ফের আন্দোলনে যাব।
তৃণমূল অবশ্য এই ঘটনার সঙ্গে দলের যোগ অস্বীকার করেছে। নন্দীগ্রাম ১-এর তৃণমূল কংগ্রেস সভাপতি স্বদেশ দাস বলেছেন, ঘটনার সঙ্গে তৃণমূলের কেউ জড়িত নয়, পরিকল্পনা করে ঘটানো হয়েছে। শেখ সুফিয়ান তমলুকে ছিলেন, সেটা জমি আন্দোলন ছিল, এখানে কী আন্দোলন করবেন?
হামলার ঘটনায় মঙ্গলবার রাতে শেখ সেলিম ও শেখ রহিমুল নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও, এই গ্রেফতারি নিয়ে প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু বলেছেন, এফআইআরে ১৭ জনের নাম ছিল তা সত্ত্বেও নাম না থাকা ২ জনকে পুলিশ গ্রেফতার করেছে। দেখাতে হবে বলে যাকে তাকে গ্রেফতার করছে, পুলিশ আগে দলদাস ছিল, এখন ক্রীতদাসে পরিণত হয়েছে ।
ধৃত ২ জনকে বুধবার হলদিয়া মহকুমা আদালতে তোলা হলে, তাদের ৮ জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
এরইমধ্যে নন্দীগ্রামেই তৃণমূলের পার্টি অফিসে হামলা চালাল দুষ্কৃতীরা। ভাঙচুর করা হয়েছে আসবাবপত্র।দলীয় কাগজপত্র নষ্ট করা হয়েছে বলে অভিযোগ।
বিজেপিতে যোগ দেওয়ার পর, মঙ্গলবার প্রথম নন্দীগ্রামে সভা করেন শুভেন্দু অধিকারী।তৃণমূলের দাবি, এই সভার পরই মহম্মদপুরে তাদের পার্টি অফিসে হামলা চালায় বিজেপি। যদিও বিজেপির পাল্টা দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা ঘটেছে।
পূর্ব মেদিনীপুরে তৃণমূলের জেলা কোঅর্ডিনেটর অখিল গিরি করোনা আক্রান্ত হওয়ায়, ৭ জানুয়ারি নন্দীগ্রামের সভায় যোগ দিচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, পাল্টা সভার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী।
এই তরজার মধ্যেই তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুরের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে নন্দীগ্রামে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আজ ফোকাস-এ
জেলার
জেলার
Advertisement