WB Corona LIVE Updates: রাজ্যে ১৪ হাজার ছাড়াল সংক্রমণ, মাস্ক না পরলেই আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ
করোনায় কারও মৃত্যু হলে বিনামূল্যে সৎকার, সিদ্ধান্ত সরকারের
Background
সারা দেশের মতোই এ রাজ্যেও করোনা পরিস্থিতি রীতিমতো ভয়াবহ হয়ে উঠেছে। প্রত্যেকদিনই উত্তরোত্তর বাড়ছে কোভিড ১৯ আক্রান্তের সংখ্যা। সারা দেশেই অক্সিজেন জোগানের সংকট দেখা দিয়েছে। এই অবস্থায় করোনা পরিস্থিতি মোকাবিলায় বিশেষ টাস্ক ফোর্স রাজ্যের। ইতিমধ্যে রাজ্যের পক্ষ থেকে বাড়তি অক্সিজেন না নিয়ে যাওয়ার আবেদন করে চিঠিও লেখা হয়েছে কেন্দ্রীয় সরকারের কাছে। ভ্যাকসিন নিয়ে চলছে রাজনৈতিক টানাপোড়েনও।
WB Corona LIVE Updates: কোভিশিল্ডের থেকেও দাম বেশি হল কোভ্যাকসিনের
কোভিশিল্ডের পর এবার দাম বেঁধে দেওয়া হল কোভ্যাকসিনেরও । কোভিশিল্ডের থেকেও দাম বেশি হল কোভ্যাকসিনের । সরকারি হাসপাতালের ক্ষেত্রে দাম ধার্য হয়েছে ৬০০ টাকা । বেসরকারি হাসপাতালকে কোভ্যাকসিন কিনতে হবে ১২০০ টাকায় । জানিয়ে দিল কোভ্যাকসিন নির্মাণকারী সংস্থা ভারত বায়োটেক ।
এর আগে কোভিশিল্ডও দাম ঘোষণা করে। রাজ্যগুলির জন্য কোভিশিল্ডের দাম ধার্য হয়েছে ৪০০ টাকা । বেসরকারি হাসপাতালকে কোভিশিল্ড কিনতে হবে ৬০০ টাকায় । কেন্দ্রীয় সরকারের কাছে ১৫০ টাকায় কোভিশিল্ড বিক্রি করবে সিরাম ইনস্টিটিউট।
WB Corona LIVE Updates: মাস্ক না পরলেই আইনি ব্যবস্থার নির্দেশ নবান্নের
বাইরে বেরোনোর ক্ষেত্রে মাস্ক পরা বাধ্যতামূলক। এই মর্মে নয়া নির্দেশ নবান্নের। মাস্ক না পরলে ও শারীরিক দূরত্ববিধি না মানলে বিপর্যয় মোকাবিলা আইনে পুলিশকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিল নবান্ন।






















