WB Corona LIVE Updates: রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা নামল ১৯ হাজারের নীচে
Get Latest West Bengal Coronavirus Live Updates: স্বাস্থ্য দফতরের হেলথ বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ২০ হাজার।এরফলে মোট আক্রান্তের সংখ্যা সোওয়া ১২ লক্ষ পেরিয়ে গেল।সংক্রমণ ও মৃত্যু নিয়ে শুরু থেকে যে দুই জেলা ছিল মাথাব্যথা, সেই কলকাতা ও উত্তর ২৪ পরগনার পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়েছে।

Background
কলকাতা: একদিন বিরতির পর দেশে দৈনিক মৃত্যু ফের ৪ হাজার ছাড়িয়েছে। বাংলাতেও দৈনিক মৃত্যুতে ভয়ঙ্কর রেকর্ড। রাজ্যে করোনায় মৃতের সংখ্যা এবার ১৪ হাজার পেরিয়ে গেল।বুধবার করোনায় রাজ্যে মৃত্যু হয় ১৫৭ জনের।বৃহস্পতিবার তা বেড়ে পৌঁছেছে ১৬২-তে।শুক্রবার কিছুটা কমলেও, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৫৯ জনের।কার্যত লকডাউন শুরু হওয়ার ৬ দিন হয়ে গেলেও, বাংলায় দৈনিক সংক্রমণ এখনও বেলাগাম।
স্বাস্থ্য দফতরের হেলথ বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ২০ হাজার।এরফলে মোট আক্রান্তের সংখ্যা সোওয়া ১২ লক্ষ পেরিয়ে গেল।সংক্রমণ ও মৃত্যু নিয়ে শুরু থেকে যে দুই জেলা ছিল মাথাব্যথা, সেই কলকাতা ও উত্তর ২৪ পরগনার পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়েছে।গত ২৪ ঘণ্টায় শুধু উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ৪৭ জনের, সংক্রমিতের সংখ্যা ৪ হাজার ২৪০।কলকাতায় একদিনে করোনা কেড়েছে ৩৩ জনের প্রাণ, আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬৮৮ জন।
WB Corona Live: জেলায় জেলায় ভ্যাকসিন-হয়রানি অব্যাহত
জেলায় জেলায় ভ্যাকসিন-হয়রানি অব্যাহত। ইংরেজবাজারে ভ্যাকসিনের লম্বা লাইনে উধাও দূরত্ব বিধি। অন্যদিকে, খড়গপুর মহকুমা হাসপাতালে ভ্যাকসিন-বন্ধের নোটিস ঘিরে বিভ্রান্তি। সিঙ্গুরে অন্য ছবি, বেশ কিছুদিন পর ফের শুরু হল ভ্যাকসিনেশন।
West Bengal Corona Live: করোনায় বিপর্যস্ত লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ
করোনায় বিপর্যস্ত লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ। ব্রাজিল, মেক্সিকো, কলাম্বিয়া, আর্জেন্টিনা ও পেরু, এই পাঁচটি দেশে ৯০ শতাংশেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে, যা এই দেশগুলির মোট জনসংখ্যার ৭০ শতাংশ।






















