WB Corona LIVE রাজ্যে একদিনে করোনায় ১৪৭জনের মৃত্যু
West Bengal Coronavirus LIVE Updates: রোগীদের চিকিত্সা পরিষেবা ও বিল সংক্রান্ত একাধিক অভিযোগ সামনে আসায় আপাতত ওই ৩টি বেসরকারি হাসপাতালকে নতুন রোগী ভর্তি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে
LIVE
Background
কলকাতা: রাজ্যে করোনায় মৃত্যুতে ফের রেকর্ড। গত ২৪ ঘণ্টায় মৃত ১৪৭ জন, সংক্রমিত ১৯১১৭ জন। একদিনে সুস্থ ১৯১১৩ জন। কলকাতাকে টপকে করোনা সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে উত্তর ২৪ পরগনা।
কোভিশিল্ডের প্রথম ডোজ নেওয়ার পর ৮৪ দিন না হলে দ্বিতীয় ডোজের জন্য কোউইনে করা যাবে না নাম নথিভুক্ত। বাতিল নয় আগের নথিভুক্ত নাম। গ্রহীতা চাইলে দিতে হবে দ্বিতীয় ডোজ। রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের।
২১ হাজার টাকা নিয়ে রেমডিসিভির না দেওয়ার অভিযোগ। মৃত্যু করোনা আক্রান্তের। রোগীর চিকিৎসা নথি দিতে অস্বীকার। অভিযোগ উত্তর কলকাতার ফড়িয়াপুকুরের বেসরকারি হাসপাতাল। বিক্ষোভ পরিবারের।
রেমডেসিভির, অক্সিজেন, অ্যাম্বুল্যান্স নিয়ে কালোবাজারি চলছে, দিশি বিকোচ্ছে দেড় হাজারে। মাঝে মাঝে মনে হয় কোন দলে আছি। ফেসবুক লাইভে বিস্ফোরক মদন মিত্র।
লকডাউন চলছে এমন রাজ্যের গরীব মানুষকে মাসে ৬০০০ টাকা করে দিন। মোদিকে চিঠি অধীরের।
বন্ধ গণপরিবহণ। খোলা ব্যাঙ্ক। যাতায়াতে অসুবিধে কর্মীদের। রেলকর্মীদের জন্য স্পেশাল ট্রেনে ব্যাঙ্ক কর্মীদের যাতায়াতে অনুমতি দাবি। মুখ্যসচিবকে চিঠি ব্যাঙ্ক ইউনিয়ন ফোরামের।
কলকাতা মেডিক্যালের সার্জারি বিভাগে করোনার থাবা। এইচডিইউতে করোনা আক্রান্ত ৮ রোগীর মধ্যে মৃত ২। এবার করোনা আক্রান্তের দেহ সুতির ব্যাগে মুড়ে করা হবে সৎকার, সিদ্ধান্ত রাজ্য সরকারের।
West Bengal Corona LIVE: রাজ্যে একদিনে করোনায় ১৪৭জনের মৃত্যু
রাজ্যে একদিনে করোনায় ১৪৭জনের মৃত্যু। নতুন করে করোনা সংক্রমিত ১৯ হাজার ১০১জন করোনা আক্রান্ত। কলকাতা, উঃ ২৪ পরগনায় একদিনে ৭৪জনের মৃত্যু। শুধু উঃ ২৪ পরগনাতেই একদিনে সংক্রমিত ৪ হাজার ২২০। কলকাতায় একদিনে ৩ হাজার ৮৯৯জন করোনা আক্রান্ত।
WB Corona LIVE: মাহেশের রথযাত্রা ঘিরে সংশয়
করোনা আবহে আজ থেকে বন্ধ হল মাহেশের জগন্নাথদেবের মন্দির। আগামী ৩০ মে পর্যন্ত মন্দিরে ভক্তদের প্রবেশ বন্ধ থাকবে বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ। এই পরিস্থিতিতে এবারও রথযাত্রা হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।
WB Corona LIVE: হাওড়ায় বন্ধ হয়ে গেল জুটমিল
করোনা ভাইরাস আতঙ্কে এবার হাওড়ায় বন্ধ হয়ে গেল জুটমিল। সম্প্রতি একাধিক শ্রমিক কোভিড আক্রান্ত হয়েছেন।
West Bengal Corona LIVE: কলকাতার ৩টি বেসরকারি হাসপাতালে নতুন রোগী ভর্তি বন্ধের নির্দেশ
করোনা আবহে কলকাতার ৩টি বেসরকারি হাসপাতালে নতুন রোগী ভর্তি বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য কমিশন। এই ৩টি হাসপাতাল হল, বেহালার অ্যাপেক্স, পার্ক সার্কাসের গুড সামারিটান ও নিউটাউনের উজ্জীবন হাসপাতাল। সোশাল মিডিয়ায় একাধিক অভিযোগ পেয়ে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ নেয় স্বাস্থ্য কমিশন। কমিশনের চেয়ারম্যান অসীম বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, করোনা রোগীদের চিকিত্সা পরিষেবা ও বিল সংক্রান্ত একাধিক অভিযোগ সামনে আসায় আপাতত ওই ৩টি বেসরকারি হাসপাতালকে নতুন রোগী ভর্তি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এই সমস্ত অভিযোগ সম্পর্কে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য জানতে চাওয়া হয়েছে বলে জানান স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান।
WB Corona LIVE: মাহেশের রথযাত্রা ঘিরে সংশয়
করোনা আবহে আজ থেকে বন্ধ হল মাহেশের জগন্নাথদেবের মন্দির। আগামী ৩০ মে পর্যন্ত মন্দিরে ভক্তদের প্রবেশ বন্ধ থাকবে বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ। এই পরিস্থিতিতে এবারও রথযাত্রা হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।