(Source: ECI/ABP News/ABP Majha)
WB Corona LIVE: সস্ত্রীক করোনা আক্রান্ত বুদ্ধদেব ভট্টাচার্য
West Bengal Coronavirus LIVE Updates: পরিস্থিতি সামালে সিসিইউ-তে জাম্বো সিলিন্ডার রাখতে হচ্ছে কর্তৃপক্ষকে
LIVE
Background
লকডাউনের কড়াকড়ির মধ্যেই একদিনে করোনায় মৃত্যু দেড়শো ছুঁইছুঁই। একদিনে আক্রান্ত ১৯ হাজারেরই উপরে। দৈনিক সংক্রমণে শীর্ষে উঃ ২৪ পরগনা। কলকাতার সঙ্গে উদ্বেগ বাড়াচ্ছে দঃ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ।
কলকাতায় এবার ব্ল্যাক ফাঙ্গাসের ভয়! চিকিৎসকদের দাবি, এই প্রথম ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে কলকাতার পার্শ্ববর্তী এলাকার এক মহিলার। করোনামুক্ত হওয়ার পর ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হন তিনি! দিন পাঁচেকে আগে CMRI হাসপাতালে তাঁর মৃত্যু হয়!
করোনা চিকিৎসা পরিষেবা ও বিল সংক্রান্ত একাধিক অভিযোগ। কলকাতার ২ নার্সিংহোম ও একটি বেসরকারি হাসপাতালে রোগী ভর্তি বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের। নির্দেশ মানবেন, প্রতিক্রিয়া কর্তৃপক্ষের।
কোভিশিল্ডের পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে সচেতন করতে গাইডলাইন জারি স্বাস্থ্যমন্ত্রকের। প্রায় একমাস পর করোনায় দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ৩ লক্ষের নীচে। মৃত্যু ৪ হাজারের উপরেই।
করোনার বিরুদ্ধে লড়াইয়ে নতুন অস্ত্র DRDO-র ২ ডিঅক্সি-ডি-গ্লুকোজ বা ২-ডিজি। আজ আনুষ্ঠানিকভাবে এই ওষুধ সামনে আনলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ এবং স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। আগামী সপ্তাহেই এই ওষুধের ১০ হাজার প্যাকেট বিভিন্ন হাসপাতালে পাঠানো হবে। DRDO-র দাবি, ২-ডিজি দিয়ে যাঁদের চিকিৎসা করা হয়েছে, তাঁদের অক্সিজেন নির্ভরতা কমেছে। শুধু তাই নয়, এই ওষুধ করোনার বিভিন্ন স্টেনের উপর কাজ করবে বলে, দাবি DRDO-র।
West Bengal Corona LIVE: বাড়িতেই রয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য
করোনা আক্রান্ত হলেও বাড়িতেও রয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য। জানা গিয়েছে তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা ওঠা-নামা করছে, যে বিষয়ে কড়া নজর রেখেছেন চিকিৎসকরা।
West Bengal Corona LIVE: সস্ত্রীক করোনা আক্রান্ত বুদ্ধদেব ভট্টাচার্য
সস্ত্রীক করোনা আক্রান্ত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। শ্বাসকষ্টের সমস্যা হওয়ায় হাসপাতালে ভর্তি করতে হল মীরা ভট্টাচার্যকে।
West Bengal Corona LIVE: এই মুহূর্তে রাজ্যে অ্যাকটিভ করোনা সংক্রমিতের সংখ্যা ১ লক্ষ ৩১ হাজার ৭৯৩ জন
গত একদিনে নতুন করে ২৩৩ জন অ্যাকটিভ রোগী সংযোজিত হওয়ায় এই মুহূর্তে রাজ্যে অ্যাকটিভ করোনা সংক্রমিতের সংখ্যা ১ লক্ষ ৩১ হাজার ৭৯৩ জন। যার মধ্যে এই মুহূর্তে হোম কোয়ারেন্টিনে রয়েছেন ৮৬ হাজার ৮৯২ জন।
West Bengal Corona LIVE: চিন্তা বাড়াচ্ছে রাজ্যের পজিটিভিটি রেট
রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা স্যাম্পেল পরীক্ষা হয়েছে ৬৭ হাজার ৬২৬ টি। যার মধ্যে ১৯ হাজার ৪২৮টি স্যাম্পেলই পজিটিভ। অর্থাৎ এই মুহূর্তে রাজ্যে পজিটিভিটি রেট ১০.১৩ শতাংশ।
WB Corona LIVE: দক্ষিণ ২৪ পরগণায় গত একদিনের করোনা চিত্র
রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দক্ষিণ ২৪ পরগণায় সংক্রমিত ১ হাজার ১৭০ জন, মৃত ১৩ জন।