State Corona Update: রাজ্যে করোনায় দৈনিক আক্রান্তর সংখ্যা বাড়লেও কমল মৃতের সংখ্যা
বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০। সবমিলিয়ে রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮,৩৯৩।
![State Corona Update: রাজ্যে করোনায় দৈনিক আক্রান্তর সংখ্যা বাড়লেও কমল মৃতের সংখ্যা West Bengal corona update 708 new cases reported in last 24 hours State Corona Update: রাজ্যে করোনায় দৈনিক আক্রান্তর সংখ্যা বাড়লেও কমল মৃতের সংখ্যা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/25/7f12ea1c2a6d419ab9d0ed6c40d38baa_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: রাজ্যে দৈনিক করোনা আক্রান্তর সংখ্যা বাড়লেও গত ২৪ ঘণ্টায় কমল মৃতের সংখ্যা। ২৫ আগস্ট রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৭০৮। ২৫ অগাস্ট পর্যন্ত রাজ্যে করোনায় মোট আক্রান্তর সংখ্যা ১৫ লক্ষ ৪৪ হাজার ৮১৭। মোট সুস্থ হয়ে ওঠার সংখ্যা ১৫ লক্ষ ১৭ হাজার ২৩৯। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৭৩০। অর্থাৎ, গত ২৪ ঘণ্টায় আক্রান্তর থেকে সুস্থ হয়ে ওঠার সংখ্যা বেশি।
বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০। সবমিলিয়ে রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮,৩৯৩। বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, অ্যাক্টিভ আক্রান্তর সংখ্যা ৯,১৮৫। রাজ্যে সুস্থতার হার ৯৮.২১ শতাংশ। মৃত্যুর হার ১.১৯ শতাংশ।
২৫ অগাস্ট পর্যন্ত করোনার মোট ১ কোটি ৬৭ লক্ষ ৭৩ হাজার ৩১৯ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় মোট ৪২,৭৬৪ নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে পজিটিভিটি রেট ১.৬৬ শতাংশ।
রাজ্যে সংক্রমণের শীর্ষে রয়েছে কলকাতা ও উত্তর ২৪ পরগনা। দুটি জেলাতেই গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তর সংখ্যা ৮৯। দার্জিলিংয়ের গত ২৪ ঘণ্টায় আক্রান্তর সংখ্যা ৫৪। পূর্ব মেদিনীপুরে এই সংখ্যা ৫২। হাওড়ায় শেষ একদিনে আক্রান্তর সংখ্যা ৫৭। দক্ষিণ ২৪ পরগনায় গত ২৪ ঘণ্টায় আক্রান্তর সংখ্যা ৪৯। নদিয়া ও জলপাইগুলিতে গত ২৪ ঘণ্টায় আক্রান্তর সংখ্যা ৪২।
গতকালের পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে করোনায় দৈনিক সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছিল। মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে একদিনে করোনায় আক্রান্তর সংখ্যা ছিল ৬১৩ জন। একদিনে মৃত্যু হয়েছিল ১২ জনের। ২৪ ঘন্টায় সুস্থ হয়ে ওঠার সংখ্যা ছিল ৭২০ । দৈনিক সংক্রমণের শীর্ষে ছিল কলকাতা। দ্বিতীয় স্থানে ছিল উত্তর ২৪ পরগণা।
উল্লেখ্য, গতকালই দক্ষিণ ২৪ পরগনার রাজপুর সোনারপুর পুরসভার ১০টি ওয়ার্ডের কিছু জায়গা কনটেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করেছে জেলা প্রশাসন। ওই সব জায়গায় প্রশাসনের তরফে বোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে। এই পুরসভায় মোট ওয়ার্ডের সংখ্যা ৩৫। গতকালের স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, এই পুরসভায় ৪৯ জন করোনা আক্রান্ত হয়েছেন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)