WB Corona Cases : একধাক্কায় বেশ কিছুটা কমে রাজ্যে সাতশোর নিচে দৈনিক করোনা সংক্রমণ, মৃত্যু ১২ জনের
সংক্রমণে সবথেকে উপরে উত্তর ২৪ পরগনা, মৃত্যুতে দার্জিলিং ও পশ্চিম মেদিনীপুর।
কলকাতা : নশোর আশপাশে বেশ কয়েকদিন ঘোরাফেরার পর বেশ কিছুটা কমল রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ। একধাক্কায় যা নেমেছে সাতশোর নিচে। সোমবার রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬৬৬ জন। এই সময়পর্বে রাজ্যে মৃত্যু হয়েছে ১২ জনের। আর গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন ১ হাজার ৬ জন। যার জেরে আপাতত রাজ্যের ডিসচার্জ রেট পৌঁছে গিয়েছে ৯৭.৯৭ শতাংশে। পাশাপাশি আরও ৩৫২ জন কমে আপাতত রাজ্যের অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা নেমে দাঁড়িয়েছে ১২ হাজার ৭৫৯ জনে। রবিবার স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছিলেন ৮০১ জন। মৃত্যু হয়েছিল ১১ জনের।
এদিকে, সোমবারের প্রকাশিত বুলেটিন জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা পরীক্ষা হয়েছে ৪০ হাজার ৩৯১টি। যার মধ্যে ৬৬৬টি স্যাম্পেল পজিটিভ হওয়ায় এই মুহূর্তে রাজ্যে করোনার পজিটিভিটি রেট ১.৬৫ শতাংশ। সংক্রমণের ভিত্তিতে এখনও রাজ্যের মধ্যে সবথেকে উপরে উত্তর ২৪ পরগনা জেলা। গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৯৩ জন। আর এই সময়পর্বে সেখানে মৃত্যু হয়েছে ২ জনের। মৃত্যুর ভিত্তিতে অবশ্য গত ২৪ ঘণ্টার পরিসংখ্যানের ভিত্তিতে সবার ওপরে রয়েছে পশ্চিম মেদিনীপুর ও দার্জিলিং জেলা। যেখানে এই সময়পর্বে ৩ জনের মৃত্যু হয়েছে। পশ্চিম মেদিনীপুরে এই সময়পর্বে নতুন করে সংক্রমিত হয়েছেন ৪১ জন। আর দার্জিলিংয়ে সংখ্যাটা ৪৯।
এদিকে গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনার কারণে মৃত্যুর সংখ্যা শূন্য। নতুন করে সংক্রমিত হয়েছেন ৫৩ জন। নদিয়ায় ৫৭, কোচবিহার ও পূর্ব মেদিনীপুরে ৪১ জন করে সংক্রমিত হয়েছেন। হাওড়া ও হুগলিতে গত একদিনে নতুন করে সংক্রমিতের সংখ্যা যথাক্রমে ৩৫ ও ৩৪ জন। রাজ্যে একদিকে যেমন চলছে করোনার বিধিনিষেধ, তেমনই যাতে সাধারণ মানুষ তা মেনে চলেন, সেটা নিশ্চিত করতে প্রশাসনকে কড়া ভূমিকা নেওয়ার বার্তাই দেওয়া হয়েছে নবান্ন থেকে।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )