(Source: ECI/ABP News/ABP Majha)
WB Corona Cases : একমাসে রাজ্যে দৈনিক সংক্রমণ কমল প্রায় ছ'ভাগ, পজিটিভিটি রেট কমেছে প্রায় সাড়ে ৭ শতাংশ
রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ এই মুহূর্তে দু'হাজারের কিছুটা কম।
কলকাতা : করোনা রুখতে রাজ্যে চলতে থাকা বিধিনিষেধের মেয়াদ আরও কিছুদিন বাড়ানোর ঘোষণা হয়েছে সোমবারই। আগামী ১৫ জুলাই পর্যন্ত বিধি আরোপের মেয়াদবৃদ্ধি হলেও বেড়েছে বিভিন্ন বিষয়ে ছাড়ও। রাজ্যের করোনাচিত্র এই মুহূর্তে অনেকটা নিয়ন্ত্রণে থাকলেও আরও কিছুটা পরিস্থিতি দেখে নিয়ে আগল শিথিল করার পক্ষপাতী রাজ্য সরকার। তবে বঙ্গে করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা যে মোটামুটি সামলে নেওয়া গিয়েছে, সেই ছবি ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে রাজ্য স্বাস্থ্য দফতর থেকে পাওয়া দৈনিক করোনা বুলেটিন অনুযায়ী। যদি গত একমাসের মেয়াদ ধরা হয় তাহলে এই সময়পর্বের মধ্যে রাজ্যে দৈনিক সংক্রমণ কমেছে প্রায় ৬ ভাগ। মৃত্যুও কমেছে ৪ ভাগ। আর যা নিয়ে সবথেকে বেশি চিন্তা ছিল, সেই পজিটিভিটি রেট কমেছে প্রায় সাড়ে ৭ শতাংশ।
সোমবার (২৮ জুন) রাজ্য স্বাস্থ্য দফতর থেকে প্রকাশিত বুলেটিন জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ১ হাজার ৭৬১ জন। এই সময়পর্বে মারণ ভাইরাস কেড়ে নিয়েছে ৩২ জনকে। এর পাশাপাশি করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে গত ২৪ ঘণ্টায় ছাড়া পেয়েছেন ২ হাজার ৩৩ জন। যার ফলে আরও ৩০৪ জন কমে আপাতত রাজ্যের অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা নেমে এসেছে ২১ হাজার ৫৮০ জনে। আজকের পরিসংখ্যানে চোখ বোলানোর মাঝেই গত একমাসে রাজ্যে করোনা পরিস্থিতির ঠিক কতটা উন্নতি হয়েছে সেটা পরিসংখ্যানের ভিত্তিতে দেখে নেওয়া যাক।
ঠিক একমাস আগে (২৮ মে) রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, রাজ্যে দৈনিক করোনা সংক্রমিতের সংখ্যাটা ছিল ১২ হাজার ১৯৩ জন। আর দৈনিক মৃত্যু ছিল ১৪৫। একমাসের ব্যবধানে দৈনিক সংক্রমণ তাই প্রায় ৬ ভাগ ও মৃত্যু প্রায় ৪ ভাগ কমেছে। পাশাপাশি উল্লেখযোগ্য উন্নতি হয়েছে পজিটিভিটি রেটের ক্ষেত্রেও। একমাস আগে রাজ্যে পজিটিভিটি রেট ছিল ১০.৯৮ শতাংশ। আর আজকের করোনা বুলেটিন অনুযায়ী আপাতত পজিটিভিটি রেট ৩.৫২ শতাংশ। একমাসে যা প্রায় সাড়ে ৭ শতাংশ কমেছে। যা আর কিছুটা কমলেই রাজ্য সরকার যাবতীয় বিধিনিষেধ তুলে নেওয়ার পথে হাঁটবে বলেই আজ নবান্নে ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি মনে করিয়ে দিয়েছেন, কোভিড বিধি মেনে চলার কথা। অন্যথা হলে এবার রাজ্যের তরফে কড়া ব্যবস্থাগ্রহণ হবে বলেও হুঁশিয়ারি দিয়ে রেখেছেন তিনি। রাজ্য সরকার ইতিমধ্যেই করোনার তৃতীয় ঢেউ নিয়ে আশঙ্কায় একাধিক পদক্ষেপ করতে শুরুও করে দিয়েছে।