WB Corona Cases : মৃত্যু ১৫৩ জনের, গত একদিনে রাজ্যে করোনা সংক্রমিত প্রায় ১৮ হাজার
সংক্রমণ, মৃত্যুতে রাজ্যে সবার ওপরে উত্তর ২৪ পরগণা।
কলকাতা : করোনার জেরে চলতে থাকা মৃত্যুমিছিলের রেশ অব্যাহত রাজ্যে। ফের এবার একদিনে দেড়শোর জনের বেশি রাজ্যবাসীকে কোভিডের কাছে হারাতে হল আমাদের। ২৪ মে রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত একদিন রাজ্যে মারণ ভাইরাসের সংক্রমণে প্রাণ হারিয়েছেন ১৫৩ জন। এই সময়পর্বে রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৮৮৩ জন।
কোভিডের কালো আকাশে অবশ্য সোনালি রেখাও রয়েছে। গত একদিনে রাজ্যে করোনামুক্ত হয়েছেন ১৯ হাজার ৬৭০ জন। সংক্রমিতের থেকে করোনামুক্তের সংখ্যা বাড়ায় ১ হাজার ৯৪০ জন কমে এই মুহূর্তে রাজ্যে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ১ লক্ষ ২৮ হাজর ৫৮৫ জন। ডিসচার্জ রেট ৮৮. ৮৬ শতাংশ।
এর মাঝেও কিন্তু রাজ্যের করোনাআবহ নিয়ে চিন্তার রেশ কাটছে না। কারণ পজিটিভিটি রেট। রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা পরীক্ষা হয়েছে ৬৬ হাজার ২৮৮ টি। যার মধ্যে প্রায় ১৮ হাজার নমুনা পজিটিভ। যার ফলে এই মুহূর্তে ক্রমশ বাড়তে বাড়তে পজিটিভিটি রেট পৌঁছে গিয়েছে ১০.৭২ শতাংশে। এমনিতে রাজ্য প্রহর গুনছে ইয়াসের আগমনের। ঘূর্ণিঝড়ের আবহে করোনা পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কাও এড়ানো যাচ্ছে না।
এদিকে, গত কয়েকদিনের ধারার মতোই সংক্রমণ ও মৃত্যুতে রাজ্যে সবার ওপরে রয়েছে উত্তর ২৪ পরগণা। তারপর কলকাতা। গত একদিনে উত্তর ২৪ পরগণায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৭৯৩ জন। মৃত্যু হয়েছে৪৭ জনের। কলকাতায় এই সময়পর্বে সংক্রমিত ৩ হাজার ১২১ জন। মৃত ৩৫ জন।
হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগণা ও নদিয়া জেলার করোনা সংক্রমণ চিত্রও ক্রমশ চিন্তা বাড়াচ্ছে। গত একদিনে হাওড়ায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ১ হাজার ১৯৬ জন। মৃত্যু হয়েছে ৫ জনের। হুগলিতে নতুন করে সংক্রমিত ১ হাজার ১৬৯ জন। মৃত ৭ জন। দক্ষিণ ২৪ পরগণা ও নদিয়ায় গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ১ হাজার ২০৫ জন ও ১ হাজার ৯৮ জন। আর দুই জেলাতে মৃত্যু হয়েছে যথাক্রমে ৮ জন ও ৭ জনের।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )