WB Corona Cases: ২০ হাজার পেরিয়ে গেল রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ, ২৪ ঘণ্টায় মৃত্যু ১৩২ জনের
এদিকে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা মুক্ত হয়েছেন ১৮ হাজার ৯৯৪ জন।
কলকাতা: ভয়াবহ আকার ধারণ করছে করোনা। এই প্রথমবার আগের সব রেকর্ড ভেঙে রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ ২০ হাজার পেরিয়ে গেল। রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ২০ হাজার ১৩৬ জন। এই সময়পর্বে রাজ্যে ১৩২ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে।
কালো মেঘে ঢাকা রাজ্যের করোনা আকাশে অবশ্য রয়েছে সোনালি রেখাও। রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন জানাচ্ছে, গত একদিনে রাজ্যে করোনা মুক্ত ১৮ হাজার ৯৯৪ জন। যার ফলে এই মুহূর্তে রাজ্যে করোনা থেকে সুস্থতার শতকরা হার পৌঁছে গেল ৮৬.৪২ শতাংশে।
এদিকে, রাজ্যে প্রথমবার দৈনিক সংক্রমণ ২০ হাজার পারের দিন নতুন করে আরও ১০১০ জন অ্যাকটিভ রোগীকে নিয়ে এই মুহূর্তে গোটা রাজ্যে অ্যাকটিভ করোনা কেসের সংখ্যা দাঁড়াল ১ লক্ষ ২৭ হাজার ৬৭৩ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিডের স্যাম্পেল টেস্ট হয়েছিল ৬৮ হাজার ১৪২টি।
রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় কলকাতায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৯৭৩ জন, মৃত্যু হয়েছে ৩৭। উত্তর ২৪ পরগনায় একদিনে সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৯৯৮, মৃত্যু হয়েছে ৩৯। কলকাতা, উত্তর ২৪ পরগনার পাশাপাশি হাওড়া, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূমের মতো জেলাও ক্রমশ চিন্তা বাড়াচ্ছে।
গত কয়েকদিন ধরেই রাজ্যে ২০ হাজারের আশেপাশে ঘোরাফেরা করছিল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। পাশাপাশি গতকালই টানা সাতদিন শতাধিক ছুঁয়েছিল মৃত্যু। দুই ধারায় বজায় থাকল। সোমবার করোনা সংক্রমিত হয়েছিলেন ১৯ হাজার ৪৪৫ জন। মৃত্যু হয়েছিল ১৩৪ জনের।
রবিবার রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছিলেন ১৯ হাজার ৪৪১ জন। প্রাণ হারিয়েছিলেন ১২৪ জন রাজ্যবাসীর। আর শনিবার রাজ্যে করোনা আক্রান্ত হয়েছিলেন ১৯ হাজার ৪৩৬ জন। একদিনে করোনায় ১২৭ জনের মৃত্যু হয়েছিল।