WB Corona Cases: রাজ্যে কমল দৈনিক আক্রান্তর সংখ্যা, হাসপাতালে পরিকাঠামো উন্নয়নে বরাদ্দ অর্থ
রাজ্যে দৈনিক সংক্রমণের শীর্ষে রয়েছে কলকাতা। গত একদিনের কলকাতায় করোনা আক্রান্ত ১২৬। এরপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা।
কলকাতা: রাজ্যে করোনায় কমল দৈনিক সংক্রমণ। তবে বাড়ল মৃতের সংখ্যা।রাজ্যে গত একদিনে করোনা আক্রান্ত ৬১৯ জন। মৃত ১১।গত ২৪ ঘণ্টায় সংক্রমণ সারিয়ে সুস্থ ৬৩৭ জন। অর্থাৎ,দৈনিক আক্রান্তর চেয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা বেশি। দৈনিক সংক্রমণে শীর্ষে কলকাতা, মৃত্যুতে শীর্ষে উত্তর ২৪ পরগনা।
রাজ্যের স্বাস্থ্য দফতরের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তর সংখ্যা ১৫ লক্ষ ৭২ হাজার ৪৬০। এখনও পর্যন্ত সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ১৫ লক্ষ ৪৬ হাজার ০৩৭। করোনা আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ১৮,৮৪৮। বর্তমানে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ৫,৫৭৫। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার হার ৯৮.৩২ শতাংশ। মৃত্যু হার ১.২০ শতাংশ।
পরিসংখ্যান অনুযায়ী, গত একদিনের ৩৫,৩৩৬ করোনা নমুনা পরীক্ষা করা হয়েছে। এখনও পর্যন্ত মোট ১ কোটি ৮৪ লক্ষ,২৫ হাজার ২১২ নমুনা পরীক্ষা করা হয়েছে। পজিটিভিটি রেট ১.৭৫ শতাংশ। গত একদিনে ৫,৮৩,৫২০ করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত ৫,৯৩,৩২,০২৮ করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে।
রাজ্যে দৈনিক সংক্রমণের শীর্ষে রয়েছে কলকাতা। গত একদিনের কলকাতায় করোনা আক্রান্ত ১২৬। এরপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। এই জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তর সংখ্যা ১১৫। গত একদিনে উত্তর ২৪ পরগনায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৪। কলকাতায় এই সংখ্যা ৩।
দক্ষিণ ২৪ পরগনায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তর সংখ্যা ৫৯। হাওড়ায় এই সংখ্যা ৩৬, হুগলিতে ৪৫, দার্জিলিংয়ে ২৮, জলপাইগুড়িতে ১৮, নদিয়ায় ৩৯, পূর্ব মেদিনীপুরে ২৫ ও পশ্চিম মেদিনীপুরে ২৩। এছাড়াও পূর্ব বর্ধমানে এই সংখ্যা ২১, পশ্চিম বর্ধমানে ১১।
এদিকে, করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় নজরে রাজ্যের চিকিৎসা পরিকাঠামো। বরাদ্দ করা হল ২ কোটি ৪২ লক্ষ টাকা। হাসপাতালগুলিতে পরিকাঠামো উন্নয়নের কাজ সম্পূর্ণ করতে বরাদ্দ করা হল এই অর্থ। অক্সিজেনের পাইপলাইন, আইসিইউ বেড, নতুন ওয়ার্ড তৈরির জন্য বরাদ্দ করা হল অর্থ।নার্সদের হস্টেল সংস্কার-সহ অন্যান্য কাজ দ্রুত শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে।এসএসকেএম, আরজি কর, বি সি রায় শিশু হাসপাতালের জন্য বরাদ্দ করা হয়েছে।বরাদ্দ করা হয়েছে বর্ধমান মেডিক্যাল, উত্তরবঙ্গ মেডিক্যালের জন্য।ভাটপাড়া হাসপাতালের জন্যেও টাকা বরাদ্দ করা হয়েছে।