WB Corona Cases : গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত ৭ হাজার ছুঁইছুঁই, শুধু কলকাতায় ১৮৪৪
West Bengal Covid-19 Cases Update: রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত ৭ হাজার ছুঁইছুঁই
কলকাতা : রাজ্যে ক্রমেই ভয়াবহ হচ্ছে করোনা পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ৬৯১০ । একদিনে রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ২৬ জনের। রাজ্যে সংক্রমণের তুলনায় সুস্থতার হার কমে ৯২ শতাংশ। আজকের হিসেব অনুসারে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬, ৪৩,৭৯৫।
গত ১৫ ই এপ্রিল পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৬৩৬৮৮৫ । গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরও ৬৯১০ জন। রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ১0 হাজারেরও বেশি জনের। গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র কলকাতাতেই করোনা আক্রান্ত ১৮৪৪। দেশে যখন বেলাগাম গতিতে করোনা সংক্রমণ বাড়ছে, তখন বাংলাতেও ঘুম কেড়েছে করোনার দ্বিতীয় ঢেউ।
রাজ্যে নজিরবিহীনভাবে বাড়ছে সংক্রমণ । সোমবার পশ্চিমবঙ্গের করোনা আক্রান্ত হন ৪৫১১ জন । মঙ্গলবার সংখ্যাটা গিয়ে দাঁড়ায় ৪৮১৭ জন। বুধবার করোনায় আক্রান্ত হন এ রাজ্যে ৫৮৯২। বৃহস্পতিবার করোনায় আক্রান্ত হন এই রাজ্যে ৬৭৬৯ জন।
একমাস আগে রাজ্যজুড়ে রাজ্যে করোণা আক্রান্তের সংখ্যা ছিল ২৫১। মাত্র এক মাসের মাথায় প্রায় ২৭ গুণ বাড়লো করোনায় দৈনিক সংক্রমণ । রাজ্যের করোনা সংক্রমণের গ্রাফ নিঃসন্দেহে আশঙ্কা বাড়াচ্ছে। সেইসঙ্গে কলকাতা ও পড়শি জেলা উত্তর ২৪ পরগনা করোনা চিত্র বেশ ভয়াবহ।
করোনা পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল কমিশন। বাকি সব দফায় ৭২ ঘণ্টা আগে প্রচার শেষ করতে হবে, জানিয়ে দিল নির্বাচন কমিশন । শীতলকুচির ঘটনা মাথায় রেখে আগেই পঞ্চম দফা নির্বাচনের ৭২ ঘণ্টা আগে প্রচার শেষ করার নির্দেশ দেয় তারা। এবার বাকি ৩ দফার ক্ষেত্রেও ৭২ ঘণ্টা আগেই শেষ করতে হবে প্রচার।
করোনার দাপট রুখতে বড়সড় পদক্ষেপ উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের। আগামী রবিবার সমগ্র উত্তরপ্রদেশে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করল রাজ্য সরকার। সেইসঙ্গে মাস্ক না পরলে প্রথমবার এক হাজার ও দ্বিতীয়বার এই নিয়ম ভাঙলে ১০ হাজার টাকা জরিমানা দিতে হবে।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )