WB Election 2021 News: খেলা হবে গান গাইলেন অনুব্রত, নাচে মেতে উঠলেন শিক্ষিকারা
চেনা ছক ভেঙে এক্কেবারে অন্য মুডে জেলা তৃণমূল সভাপতি
![WB Election 2021 News: খেলা হবে গান গাইলেন অনুব্রত, নাচে মেতে উঠলেন শিক্ষিকারা West Bengal Election 2021 Anbubrata Mondal Sings Khela Hobe Song Teachers Dance WB Election 2021 News: খেলা হবে গান গাইলেন অনুব্রত, নাচে মেতে উঠলেন শিক্ষিকারা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/02/22/4892ebdac974e3f4fe2c6ea5153e67d5_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
গোপাল চট্টোপাধ্যায় বীরভূম: রাজনৈতিক কর্মকাণ্ডেই সারাটা দিন চলে যায় তাঁর। আর ভোটের সময় তো দম ফেলার ফুরসৎই থাকে না। মিটিং-মিছিলে সদা ব্যস্ত থাকেন অনুব্রত মণ্ডল।
কিন্তু, রবিবার তিনি ছিলেন এক্কেবারে অন্য মুডে। কর্ডলেস হাতে গাইলেন খেলা হবে গান। এদিন বীরভূমের বোলপুর হাইস্কুলে তৃণমূল প্রভাবিত শিক্ষক সংগঠনের সম্মেলন ছিল। সেখানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি। মঞ্চে উঠেই যেন গায়ক হয়ে উঠলেন। আর তা শুনেই নাচে মেতে উঠলেন শিক্ষিকারা।
কিন্তু, ভোট এলেই যাঁর মুখে শোনা যায় চোখা চোখা স্লোগান, এদিন সেই ব্যক্তিরই চেনা ছক ভাঙার কী কারণ? অনুব্রতর জবাব, স্রেফ আনন্দ করতেই গান ধরেন তিনি। বললেন, সব সময় পার্টি করতে বা দলের কথা বলতে ভালো লাগে না। তাই একটু আনন্দের মধ্যে থাকলাম।
কটাক্ষ করতে দেরি করেনি বিজেপি। বীরভূমের নেতা বিকাশ মিশ্র বলেন, এই খেলা হবে এই নিয়ে যা নোংরামি চলছে এটা নিয়ে বলার কিছু নেই। নয় বছরের যা খেলা হয়ে গেছে, শুধু খেলার রেজাল্ট মানুষ তার বিচার করে দেবে।
ভোটমুখী বঙ্গের রাজনীতিতে ইতিমধ্যেই মিউজিক ভিডিও বানিয়েছেন তৃণমূল নেতা তথা প্রাক্তন মন্ত্রী মদন মিত্র। সেখানে নেতার মুখে শোনা গিয়েছে, "কুমড়োগুলো ফুলো ফুলো, অনেক দামে বিক্রি হল...সঙ্গে কিছু ঢ্যাঁড়স মুলো...ও লাভলি...ও লাভলি..."
পাশাপাশি, জনপ্রিয় হয়ে উঠেচে নানা প্যারডি। এবার খেলা হবে গান শোনা গেল অনুব্রতর গলায়।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)