এক্সপ্লোর
Advertisement
WB Election News 2021:‘শুধু খেলা হবে না গুলিও চলবে’,সাসপেনশন কাটিয়ে দলে ফিরেই হুঙ্কার বীরভূমের বিজেপি নেতা কালোসোনা মণ্ডলের
সাসপেনশন কাটিয়ে বিজেপিতে ফিরেই বিতর্কিত মন্তব্য কালোসোনা মণ্ডলের। শুধু খেলা হবে না গুলিও চলবে। সিউড়িতে হুঙ্কার বিজেপি নেতার। পাল্টা হুঁশিয়ারি দিয়েছে তৃণমূলও।
গোপাল চট্টোপাধ্যায়, বীরভূম: সাসপেনশন কাটিয়ে বিজেপিতে ফিরেই বিতর্কিত মন্তব্য কালোসোনা মণ্ডলের। শুধু খেলা হবে না গুলিও চলবে। সিউড়িতে হুঙ্কার বিজেপি নেতার। পাল্টা হুঁশিয়ারি দিয়েছে তৃণমূলও।
বীরভূমের বিজেপি নেতা কালোসোনা মণ্ডল জানান, ‘‘খেলা হবে, খেলা হবে স্লোগান দিচ্ছে। শুধু খেলা হবে না গুলিও চলবে। দেশদ্রোহীদের গুলি করে মারা হবে...৷’’
গত বছরের জুনে দলবিরোধী কাজের অভিযোগে তৎকালীন জেলা সাধারণ সম্পাদক কালোসোনা মণ্ডলকে সাসপেন্ড করেছিল বিজেপি। ৭ মাসের সাসপেনশন কাটিয়ে, দলে ফিরেই স্বমহিমায় দেখা গেল বীরভূম বিজেপির এই ডাকাবুকো নেতাকে। মঙ্গলবার জেলাশাসকের দফতরে স্মারকলিপি দেয় বিজেপির শিক্ষক সংগঠন। সেখানেই বারবার রাজ্যের শাসক দলের বিরুদ্ধে হুঁশিয়ারি দিতে দেখা যায় কালোসোনা মণ্ডলকে। তিনি আরও বলেন, ‘‘ আপনারা প্রত্যেকেই বাড়িতে ঝাঁটা-জুতো রাখবেন। ভোট চাইতে আসবে টিএমসি, কংগ্রেস, সিপিএম। তাঁদের জুতো পেটা করুন। ঝাঁটা পেটা করুন ৷’’
বিজেপি নেতার বিতর্কিত মন্তব্যের জবাবে লাভপুরের সভায় পাল্টা হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল। একই সুর শোনা গিয়েছে কংগ্রেসের গলাতেও। তৃণমূলের বীরভূমের সহ সভাপতি মান্নান হোসেন জানান, ‘‘ বিজেপিকে খতম করতে হবে। যাতে নির্বাচনের আগে বিজেপি কোনও প্রার্থী খুঁজে না পায় ৷’’
এদিকে বীরভূমে কংগ্রেসের জেলা সভাপতি মিল্টন রশিদ জানান, ‘‘ কালোসোনা মণ্ডলের জন্য জনগণ তৈরি হয়ে আছে। বাড়ি বাড়ি গেলেই জুতো পেটা করবে ৷’’
গতমাসে প্রথমবার ‘খেলা হবে’ স্লোগানকে কেন্দ্র করে সরগরম হয় বীরভূমের রাজনীতি। অনুব্রত মণ্ডলই জানিয়েছিলেন, ‘খেলা হবে। ভয়ঙ্কর খেলা হবে। এই মাটিতেই খেলা হবে...’ বীরভূমের বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা জানান, ‘‘এই ভয়ঙ্কর খেলা শুরু করেছেন অনুব্রত মণ্ডল, খেলা শেষ করবে বিজেপি ৷’’
গতকাল বোলপুরের সভায় অনুব্রত বলেন, ওরা ভয়ঙ্কর খেলা খেলবে। আমাদের প্রস্তুত থাকতে হবে।
বিধানসভা ভোট যত এগোচ্ছে, স্লোগানের লড়াই ততই জোরাল হয়ে উঠছে। তবে শেষমেষ কোন দলের দিকে খেলা ঘুরবে, সেই উত্তর দেবে সময়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement