WB Election 2021: ভোটের মরশুমে হেলমেট বিলি, বিতর্কে পূর্ব বর্ধমানের দুই তৃণমূল প্রার্থী
দুই বাইক আরোহীকে হেলমেট পরিয়ে দিচ্ছেন দুই তৃণমূল প্রার্থী। একজন বর্ধমান দক্ষিণের তৃণমূল প্রার্থী খোকন দাস। আরেকজন বর্ধমান উত্তরের তৃণমূল প্রার্থী নিশীথ মালিক। রাজ্য সরকারের সামাজিক প্রকল্প সেফ ড্রাইভ, সেভ লাইফ।
কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: ভোটের মরশুমে সাধারণ পথচারীদের হেলমেট বিলি। নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ পূর্ব বর্ধমানের দুই তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে। ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে রাজ্যের শাসকদল। এই অভিযোগে সরব হয়েছে বিজেপি। বিতর্ক শুরু হতেই ভুল স্বীকার করেছেন এক তৃণমূল প্রার্থী।
দুই বাইক আরোহীকে হেলমেট পরিয়ে দিচ্ছেন দুই তৃণমূল প্রার্থী। একজন বর্ধমান দক্ষিণের তৃণমূল প্রার্থী খোকন দাস। আরেকজন বর্ধমান উত্তরের তৃণমূল প্রার্থী নিশীথ মালিক। রাজ্য সরকারের সামাজিক প্রকল্প সেফ ড্রাইভ, সেভ লাইফ। সেই উপলক্ষ্যে বর্ধমানের নবাবহাটে রাস্তার ধারে সচেতনতা শিবিরের আয়োজন করে স্থানীয় যুব তৃণমূল। সেখানে দু’জনকে হেলমেট বিলি করে বিতর্কে জড়ান দুই তৃণমূল প্রার্থী।
বর্ধমান উত্তরের তৃণমূল প্রার্থী নিশীথ মালিক জানান, যুব তৃণমূলের অনুষ্ঠান ছিল। ওখানে সংবর্ধনাও দেওয়া হয়।
বর্ধমান উত্তর এবং বর্ধমান দক্ষিণ, দুই কেন্দ্রের তৃণমূল প্রার্থী শিবরাত্রি উপলক্ষ্যে বৃহস্পতিবার একশো আট শিবমন্দিরে গিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর আরোগ্য কামনায় সেখানে পুজোও দেন তাঁরা। তারপর নবাবহাটে যুব তৃণমূলের কর্মসূচিতে হেলমেট বিলি করতে দেখা যায় তাঁদের। এই ঘটনায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সুর চড়িয়েছে বিজেপি। বর্ধমান সদর সাংগঠনিক জেলার বিজেপি সম্পাদক শ্যামল রায়ের অভিযোগ, ‘‘ভোটারদের প্রভাবিত করছে তৃণমূল। আমরা নির্বাচন কমিশনে যাব।’’
বিতর্ক দানা বাধতেই ভুল স্বীকার করে নেন বর্ধমান উত্তরের তৃণমূল প্রার্থী নিশীথ মালিক ৷ তিনি বলেন, ‘‘ভুল হয়ে গিয়েছে আমাদের। প্রতি বছরই এই অনুষ্ঠান হয় এখানে। নির্বাচন বিধির কথা মাথায় ছিল না। মানুষের সুরক্ষার কথা ভেবে অজান্তে হেলমেট বিলি করে ফেলেছি।’’
১৭ এপ্রিল পঞ্চম দফায় বর্ধমান উত্তর এবং বর্ধমান দক্ষিণ আসনে ভোটগ্রহণ ৷ প্রথম দফা ভোটের মাত্র ১৮ দিন আগেই নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে বিদ্ধ পূর্ব বর্ধমানের দুই তৃণমূল প্রার্থী।