Kalyan Vs Arjun: "অর্জুন চোলাই খেয়ে থাকে", তোপ তৃণমূলের কল্যাণের, "ও মাতাল", পাল্টা বিজেপি সাংসদ
এবার বিধানসভা ভোটে কী হবে? তা নিয়েই ক্রমশ চড়ছে রাজনৈতিক উত্তেজনার পারদ।
উত্তর ২৪ পরগনা: কয়েক মাস পরেই বাংলায় হাইভোল্টেজ বিধানসভার ভোট। তার আগে রাজ্যজুড়ে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। একে অপরকে তোপ দাগছেন শাসক ও বিরোধী দলের নেতারা। আর তা করতে গিয়েই কখনও কখনও ছাড়িয়ে যাচ্ছে শালীনতার মাত্রা।
শনিবার অর্জুন সিংহের গড় বলে পরিচিত উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় সভা করেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেই সভা থেকে স্থানীয় বিজেপি সাংসদ অর্জুন সিংহকে তুলোধনা করেন তিনি।
বললেন, "ও চোলাই খেয়ে থাকে, আমি এসেছি তাতেই অস্বস্তিতে পড়েছে, এখানে পাপ্পুকে বলে দিলেই হবে, ওই অর্জুনকে সামলে দেবে।"
প্রাক্তন সতীর্থের মুখে একথা শুনে পাল্টা জবাব দিতে দেরি করেননি অর্জুন সিংহ! বলেন, "ওকে মাতাল বলব, মমতা-অভিষেক কিছু করতে পারল না, সরকারে থাকলে অনেক কিছু বলা যায়।"
ভোটের আগে এ নিয়ে অর্জুন সিংহকে আবার পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তৃণমূল সাংসদ। বলেছেন,"আমি একদিন গিয়েছি তাতেই ভয় পেয়েছে, তাতে নার্ভ ফেল করেছে, সাতদিন গেলে হার্ট ফেলক করবে, আমি রাজনৈতিক মোকাবিলা করব।"
২০১৯-এর লোকসভা ভোটে ব্যারাকপুর আসন থেকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর তৃণমূলের দীনেশ ত্রিবেদীকে হারিয়ে জয়ী হন বিজেপি প্রার্থী অর্জুন সিংহ।
এমনকি অর্জুন সিংহের ছেড়ে যাওয়া ভাটপাড়া বিধানসভার উপনির্বাচনেও তৃণমূলের মদন মিত্রকে হারিয়ে দেন অর্জুনপুত্র পবন।
এবার বিধানসভা ভোটে কী হবে? তা নিয়েই ক্রমশ চড়ছে রাজনৈতিক উত্তেজনার পারদ।