West Bengal Election 2021 Live Update: কাঁথি থানার আইসিকে আঙুল উঁচিয়ে ধমক তৃণমূল নেতার
West Bengal Assembly Election 2021 LIVE Updates: শুভেন্দু অধিকারীর সভায় থাকার কথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ও সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের।

Background
পুরুলিয়া ও পূর্ব মেদিনীপুর: আজ পুরুলিয়ায় জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর ১টা নাগাদ পুরুলিয়া ২ নম্বর ব্লকের হুটমুড়া গ্রামের ফুটবল ময়দানে সভা করবেন তিনি।
খেজুরির হেঁড়িয়াতে আজ পাল্টা সভা করবেন শুভেন্দু অধিকারী। দুপুর ১টা নাগাদ সভা শুরু হওয়ার কথা রয়েছে। শুভেন্দু অধিকারীর সভায় থাকার কথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ও সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের।
গতকাল নন্দীগ্রামে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আসন্ন বিধাননভা নির্বাচনে তিনি নন্দীগ্রাম থেকে প্রার্থী হবেন বলে ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী।
এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়ের খাস তালুক দক্ষিণ কলকাতায় দাঁড়িয়ে পাল্টা চ্যালেঞ্জ ছোড়েন নন্দীগ্রামের প্রাক্তন বিধায়ক শুভেন্দু অধিকারী। ঘোষণা করেন আজ খেজুরির হেঁড়িয়ার সভায় তিনি এর জবাব দেবেন। শুভেন্দু অধিকারী আজ কী বার্তা দেন, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
এর পাশাপাশি, প্রায় একই সময়ে দুপুর ১টা নাগাদ খেজুরির বিদ্যাপীঠে আজ সভা করবেন মদন মিত্র। শুভেন্দু অধিকারীর আগে তিনিই ছিলেন পরিবহণমন্ত্রী। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে ফের রাজনীতিতে সক্রিয় হয়েছেন কামারহাটির প্রাক্তন বিধায়ক মদন মিত্র।

তৃণমূলের মিছিল থেকে উঠল ‘গোলি মারো’ স্লোগান। টালিগঞ্জ থেকে হাজরা পর্যন্ত তৃণমূলের শান্তি মিছিল। বিজেপির প্ল্যাকার্ড-ফেস্টুন ছেড়ার অভিযোগ। সঙ্গে ‘গোলি মারো’ স্লোগান দিতে দেখা যায় মিছিলে অংশগ্রহণকারীদের।এটাই তৃণমূলের সংস্কৃতি। আক্রমণ রাজ্য বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্যর। বিজেপির রক্তই বইছে তৃণমূলের শরীরে, কটাক্ষ বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীর। অতি উৎসাহীদের আচরণ সমর্থনযোগ্য নয়, প্রতিক্রিয়া তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের।






















