এক্সপ্লোর
Advertisement
WB Election 2021 LIVE: সারদায় উচ্চপদে থেকে অনেক টাকা নিয়েছেন, ওগুলি গরিবের টাকা, ফেরত দিন, কুণালকে আক্রমণ শিশির অধিকারীর
West Bengal Election 2021: ঘুষ খাওয়ার অভিযোগ বিজেপি পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে...
LIVE
Background
মালদা: মালদার নাজিরপুরে বিজেপির গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। এ নিয়ে জেলাশাসকের দফতরে লিখিত অভিযোগও দায়ের করেছেন গ্রামবাসীরা। অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধানের স্বামী।
বিজেপির কাছে এই দুর্নীতি নতুন নয় বলে কটাক্ষ করেছে তৃণমূল। ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন জেলাশাসক।
22:24 PM (IST) • 14 Jan 2021
তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষকে পাল্টা শিশির অধিকারীর। কুণাল কাঁথির সভায় বিজেপিতে যোগদানকারী শুভেন্দু অধিকারীকে নাম না করে কাঁথির ভাইপো বলে কটাক্ষ করায় জবাব দিলেন প্রবীণ শিশির, যিনি খাতায় কলমে তৃণমূলেই আছেন এখনও। কিন্তু ছেলেকে তৃণমূল মুখপাত্রের কটাক্ষ তিনি মেনে নিতে পারছেন না। আজ তিনি এবিপি আনন্দকে ফোন দেওয়া সাক্ষাত্কারে বলেন,কুণাল ঘোষ একজন রিপোর্টার ছিলেন সারদার সংস্থায় ৷ ১৬ লক্ষ টাকা বেতন পেতেন ৷ ভারতের মতো অর্থনীতিতে কে এত টাকা পায় ? এগুলো তো সব সারদার টাকা ৷ গরিব মানুষের টাকা ৷ ওই টাকা ফেরত দিক ও ৷ আমি কাদা ছোড়াছুড়িতে নেই ৷ শুভেন্দু আর আমার রাজনীতি আলাদা ৷ কিন্তু পরিবার এক ৷ গভীরভাবে এক ৷ শুভেন্দু কেন ওই দল ছেড়েছে, তা নিয়ে বাইরে কী বলেছে জানি না ৷ কিন্তু বাড়িতে এই নিয়ে কোনও আলোচনা করেনি ও ৷ বরং আমি তৃণমূলে যোগ দেওয়ার সময়ে আমাকে বলেছিল ৷ যখন আমি কংগ্রেস করতাম ৷ এবার কিন্তু কিছু বলেনি আমায় ৷ ও তৃণমূলের মুখপাত্র হোক বা যে-ই হোক না কেন, আমার পরিবারকে আক্রমণ করলে আমি কিন্তু ছাড়ব না ৷ রাজনীতির বিষয় কিছু বলতেই পারে ৷ কিন্তু অধিকারী পরিবারকে নিয়ে কেন বলবে ? সারদায় উচ্চপদে থেকে অনেক টাকা ও নিয়েছে ৷ ওগুলো কিন্তু গরিব মানুষের টাকা ৷ তা ওকে ফেরত দিতে হবে ৷ জেল ফেরত একজন কীভাবে এমন কথা বলছেন ৷
20:59 PM (IST) • 14 Jan 2021
অবশ্য বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এই অভিযোগ মানতে নারাজ। তিনি বলেছেন, নীলকর এসেছে কিনা জানি না। দাম বাড়ছে না। বাড়লে সেটা ওদের জন্য। বৃহস্পতিবারও ফের একবার নতুন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে সুর চড়িয়েছে তৃণমূল। কাকলি বলেন, আমরা সুপ্রিম কোর্টের রায় মাথায় রেখেই মনে করি যে কৃষি ও কৃষক পরিবারের স্বার্থে ভারত সরকারের উচিত এই আইনগুলো প্রত্যাহার করে নেওয়া। পাল্টা ভুল বোঝানো হচ্ছে বলে দাবি করেন দিলীপ।
20:57 PM (IST) • 14 Jan 2021
তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বলেন, কেন্দ্রের কৃষি আইন শুধু কৃষক বিরোধী নয়, তা জনসাধারণ বিরোধীও। কারণ এই আইনের মধ্যে মানুষের দৈনন্দিন জীবনে ব্যবহৃত অত্যাবশকীয় পণ্য চাল, ডাল, আলু, পেঁয়াজকে আনা হয়েছে। এর ফলে একদিকে যেমন মজুতদারদের হাত শক্ত হবে। তেমনি অন্য দিকে ওইসব দ্রব্যের কৃত্রিম চাহিদা তৈরি করে দাম নির্ধারিত করবেন মজুতদাররা। ফলে কৃষকরা তাঁদের যথার্থ ফসলের দাম পাবে না এবং মূল্যবৃদ্ধির কারণে ধনী, মধ্যবিত্ত ও দরিদ্ররাও ক্ষতিগ্রস্ত হবেন।
20:56 PM (IST) • 14 Jan 2021
প্রবল শীতের মধ্যে, দিল্লি-হরিয়ানার সিঙ্ঘু সীমান্তে পঞ্চাশ দিন ধরে বিক্ষোভ দেখাচ্ছেন কৃষকরা। মোদি সরকারের কৃষি আইন নিয়ে লড়াইয়ের ছাপ পড়েছেপ্রায় দেড় হাজার কিলোমিটার দূরে বাংলার রাজনীতিতেও। বিধানসভা ভোটের আগে দিল্লির বিজেপি নেতারা যখন বাংলার কৃষকদের দরজায় পৌঁছে যাচ্ছেন, তখন মোদি সরকারের ওপর চাপ তৈরি করতে কৃষি আইন প্রত্যাহারের দাবিতে সরব তৃণমূলও। বৃহস্পতিবার এক ধাপ এগিয়ে তারা দাবি করে, মোদি সরকারের নতুন কৃষি আইনে যে শুধু কৃষকদের সমস্যা বাড়বে এমনটা নয়। এর সঙ্গে জড়িয়ে রয়েছে সাধারণ মানুষের জীবনও।
18:09 PM (IST) • 14 Jan 2021
ভোটমুখী বাংলায় ফের সক্রিয় হচ্ছেন পূর্ণ সময়ের রাজনীতিবিদ শোভন চট্টোপাধ্যায়। সম্প্রতি অনেক দ্বিধা-দ্বন্দ্ব, অনিশ্চয়তা কাটিয়ে বিজেপির রোড শোয়ে বান্ধবী বৈশাখী বন্দ্য়োপাধ্যায়ের সঙ্গে হাজির ছিলেন তিনি। বৃহস্পতিবার দলীয় দপ্তরে সাংবাদিক বৈঠক করে বিজেপিতে বেনো জলের মতো বাইরে থেকে লোকজন ঢোকার ব্যাপারে সতর্কবার্তা দেন তিনি। বলেন, যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে কাজ করছি, কোনও গোষ্ঠীবিবাদ এখানে নয়, এখন বানের জল ঢুকে পড়লে তাকে রুখতে হবে। বানের জল সরিয়ে দেওয়া মানে কলকাতা জোনের ৫১টি কেন্দ্রে টক্কর দেবে বিজেপি। মানুষ চায়, অধিকাংশ আসনে আমাদের প্রার্থী জয় পাবে। এর জন্য সবার সহযোগিতা প্রার্থনা করি। দলে বেনোজল রুখবার বার্তার পাশাপাশি তৃণমূল ভাঙার ইঙ্গিত দিয়েছেন শোভন। বলেছেন, বহু স্তরের বহু নেতা, পঞ্চায়েত স্তরে অনেক নেতা আছেন, আসলে যেখানে তাঁরা আছেন, সেখানে দমবন্ধ করা পরিস্থিতি। খোলা হওয়ায় নিঃশ্বাস নিতে বহু লোক যোগাযোগ করছেন। নেতাদের সঙ্গে কথা বলে সামগ্রিক পরিবেশ তৈরি করে সে বিষয়ে সিদ্ধান্ত নেব।
Load More
Tags :
Prashant Kishore WB Elections With ABP Ananda West Bengal Elections With ABP Ananda Congress WB Elections WB Polls With ABP Ananda TMC WB Elections 2021 WB Election 2021 BJP WB Election West Bengal Elections 2021 Bengal Polls WB Polls 2021 West Bengal Election West Bengal Elections West Bengal Election 2021 West Bengal Assembly Election West Bengal Assembly Elections West Bengal Assembly Elections 2021 WB Polls Suvendu Adhikari Bengal Election 2021 Bengal Elections Mukul Roy Kailash Vijayvargiya JP Nadda Abhishek Banerjee Mamata Banerjee Amit Shah Dilip Ghoshবাংলার সব ব্রেকিং খবর সবার আগে দেখুন এবিপি আনন্দে। বিনোদন, খেলা, করোনা ভ্য়াকসিন সহ অন্যান্য পছন্দের খবরের আপডেট পেতে পড়ুন বাংলার নির্ভরযোগ্য খবরের ওয়েবসাইট, এবিপি আনন্দ। অন্যান্য সম্পর্কিত খবরের জন্য ফলো করুন : এবিপি আনন্দ
New Update
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement