WB Election 2021 LIVE Updates: ‘সিদ্দিকিরা একসঙ্গে লড়লেও কিছু হবে না’, সাংবাদিক সম্মেলনে দিলীপ
West Bengal Assembly Election 2021 LIVE Updates: ‘পেট্রোল পাম্পে প্রধানমন্ত্রীর ছবি থাকা বিধিভঙ্গ নয়। পেট্রোল পাম্প সরকারি জায়গা নয়, ব্যক্তিগত এলাকা। সেখানে ছবি থাকলে তা আদর্শ আচরণবিধির মধ্যে পড়ে না’, তৃণমূলের অভিযোগ প্রসঙ্গে মন্তব্য বিজেপি রাজ্য সভাপতির
LIVE
Background
মোদী, শাহ, নাড্ডা, তিন স্তম্ভে ভর করে বাংলায় জয়ের প্রাসাদ গড়তে মরিয়া বিজেপি। গেরুয়া শিবির সূত্রে খবর, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির সর্ব ভারতীয় সভাপতিকে সামনে রেখেই প্রচারে আরও তীব্রতা বাড়াবে দল। রাজ্য বিজেপির ইচ্ছে, বাংলায় ২৫ থেকে ৩০টি জনসভা করুন মোদী। অমিত শাহ এবং জেপি নাড্ডা ৫০টি করে জনসভা করতে পারেন। বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল।
৭ মার্চ ব্রিগেডে প্রধানমন্ত্রীর জনসভা। তার আগে প্রস্তুতিপর্ব খতিয়ে দেখলেন বিজেপির কেন্দ্রীয় ও রাজ্যের নেতারা। গেরুয়া শিবিরের দাবি, মোদীর ব্রিগেডে ১০ লক্ষ মানুষের ঐতিহাসিক সমাবেশ হবে। তা নিয়ে কটাক্ষ ছুঁড়ে দিয়েছে তৃণমূল ও সিপিএম।
WB Election 2021 LIVE: ‘সিদ্দিকিরা একসঙ্গে লড়লেও কিছু হবে না’, সাংবাদিক সম্মেলনে দিলীপ
সাংবাদিক সম্মেলনে দিলীপ ঘোষ। বিজেপি রাজ্য সভাপতি বলেন, ‘আমাদের কাজ দেখে বিরোধীরাও আমাদের দলে আসছেন। সিদ্দিকিরা একসঙ্গে লড়লেও কিছু হবে না। ফিল্মতারকারা আমাদের দলে আগেই এসেছেন। সমস্ত পেশার সফল লোকরা আসুন বিজেপিতে।’
WB Election 2021 LIVE: ‘পেট্রোল পাম্পে প্রধানমন্ত্রীর ছবি থাকা বিধিভঙ্গ নয়’, বললেন দিলীপ
সাংবাদিক সম্মেলনে দিলীপ ঘোষ। বিজেপি রাজ্য সভাপতি বলেন, পেট্রোল পাম্পে প্রধানমন্ত্রীর ছবি থাকা বিধিভঙ্গ নয়। পেট্রোল পাম্প সরকারি জায়গা নয়, ব্যক্তিগত এলাকা। সেখানে ছবি থাকলে তা আদর্শ আচরণবিধির মধ্যে পড়ে না।’
WB Election 2021 LIVE: আজ রাজ্যে নিতিন গড়কড়ি
আজ রাজ্যে নিতিন গড়কড়ি। পুরুলিয়ার জনসভায় বক্তব্য রাখবেন তিনি।
West Bengal Election 2021 LIVE: তৃণমূল ও বিজেপির সংঘর্ষে উত্তপ্ত বীরভূমের নানুর
তৃণমূল ও বিজেপির সংঘর্ষে উত্তপ্ত বীরভূমের নানুর। বোলপুর থানার সিঙ্গি গ্রামে গতকাল ওই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, সংঘর্ষস্থল থেকে বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধার হয়েছে।
WB Election 2021 LIVE: তৃণমূলের দেওয়াল লেখা মুছে দেওয়ার অভিযোগ বারাসাতে
উত্তর ২৪ পরগনার বারাসাতের ১৪ নম্বর ওয়ার্ডের গেঞ্জিমিল এলাকায় তৃণমূলের দেওয়াল লেখা মুছে দেওয়ার ঘটনায় উত্তেজনা ছড়াল।