WB Election 2021 LIVE Updates:আঘাত লাগার পর এই প্রথম, ১৯ ও ২০ মার্চ নন্দীগ্রামে যাচ্ছেন মমতা
West Bengal Assembly Election 2021 LIVE Updates: আজ জেলায় জেলায় প্রচার তৃণমূল-বিজেপি হেভিওয়েটদের
LIVE
Background
ভোট প্রচারে রাজ্যে দুদিনের সফরে অমিত শাহ। প্রার্থী হিরণকে নিয়ে খড়গপুরে রোড শো, সঙ্গে দিলীপ। আজ ঝাড়গ্রাম-রানিবাঁধে সভা। ২০০ আসনে জিতবে বিজেপি, হুঙ্কার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
চব্বিশে মার্চ ফের রাজ্যে আসছেন মোদি। শুভেন্দু-সহ জেলার প্রার্থীদের সমর্থনে কাঁথিতে জনসভা। মোদির মঞ্চে থাকতে পারেন শিশির-দিব্যেন্দু। ছেলে বললে যাব, প্রতিক্রিয়া শিশিরের।
বাকি ৬ দফার ৩৪ জনের আংশিক প্রার্থী তালিকা ঘোষণা করল কংগ্রেস। মান্নান, সুখবিলাস, মোহিত, মনোজ সহ টিকিট পেলেন ১৯ বিধায়কই। ২০ জনের প্রার্থীতালিকা প্রকাশ আইএসএফেরও।
প্রার্থী তালিকা নিয়ে অসন্তোষ। প্রার্থী করা হয়েছে বেহালা পশ্চিম কেন্দ্রে, তালিকায় নাম নেই বৈশাখীরও। ভোটের মুখে দিলীপ ঘোষকে চিঠি দিয়ে বিজেপির সমস্ত পদ ছাড়লেন শোভন-বৈশাখী।
নন্দীগ্রামে আহত মুখ্যমন্ত্রী। কড়া পদক্ষেপ কমিশনের। সাসপেন্ড মুখ্যমন্ত্রীর নিরাপত্তা অধিকর্তা বিবেক সহায়। অপসারিত পূর্ব মেদিনীপুরের জেলাশাসক, সাসপেন্ড পুলিশ সুপারও।
নন্দীগ্রামে মমতার আহত হওয়ার ঘটনায় কমিশনের পদক্ষেপকে স্বাগত। প্রতিক্রিয়া সৌগতর। সবাই সব দেখতে পাচ্ছে, সবাই সব জানে। কটাক্ষ শুভেন্দুর।
কোনও হামলা নয়। নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী আহত হওয়ার পিছনে দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীদেরই গাফিলতি। পর্যবেক্ষকদের রিপোর্ট দেখে ধারণা নির্বাচন কমিশনের। খবর পিটিআই সূত্রে।
বিধানসভা ভোটে চার সাংসদকে প্রার্থী করল বিজেপি। টালিগঞ্জে বাবুল, চুঁচুড়ায় লকেট, দিনহাটায় নিশীথ, তারকেশ্বরে স্বপন। প্রার্থী খুঁজে পাচ্ছে না, কটাক্ষ তৃণমূলের।
বিজেপির প্রার্থী তালিকায় ফের তারকা চমক। চণ্ডীতলায় যশ, বেহালা পূর্বে পায়েল, শ্যামপুরে তনুশ্রী। সোনারপুর দক্ষিণের প্রার্থী অঞ্জনা। ডোমজুড়ে রাজীব, সিঙ্গুরে রবীন্দ্রনাথ।
WB Election 2021 LIVE: ১৯ ও ২০ মার্চ নন্দীগ্রামে যাচ্ছেন মমতা
আবার নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়। ১৯ ও ২০ মার্চ নন্দীগ্রামে যাচ্ছেন তৃণমূল নেত্রী।আঘাত লাগার পর প্রথমবার নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী মমতা। করবেন একগুচ্ছ কর্মিসভা ও জনসভা।যাবেন স্থানীয় ধর্মীয় স্থানে
WB Election 2021 LIVE Updates: আজ রাতে কলকাতায় আসতে পারেন অমিত শাহ
আজ রাতে কলকাতায় আসতে পারেন অমিত শাহ। গুয়াহাটি থেকে সরাসরি দিল্লি যাওযার কথা ছিল। সূচী বদলে রাতে কলকাতায় ২ ঘণ্টার জন্য কলকাতায় আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। গুয়াহাটি থেকে দিল্লি যাওয়ার আগে আসতে পারেন কলকাতায় তিনি।
WB Election 2021 LIVE: প্রার্থী নিয়ে অসন্তোষ, বিজেপির কার্যালয়ের সামনে বিক্ষোভ
পাঁচলা, উদয়নারায়ণপুরে বিজেপি প্রার্থী নিয়ে অসন্তোষ। হেস্টিংসে বিজেপির নির্বাচনী কার্যালয়ের সামনে বিক্ষোভ। মোহিত ঘাঁটির বিরুদ্ধে স্লোগান বিজেপি কর্মী-সমর্থকদের একাংশের। অফিসে ঢুকতে গিয়ে ক্ষোভের মুখে মুকুল রায়।‘তৃণমূল থেকে বিজেপিতে এসেই টিকিট, রাজীব বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই টিকিট’,অভিযোগ আন্দোলনকারী বিজেপি কর্মীদের একাংশের।নেতৃত্বের সঙ্গে কথা বলার পর আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে।
Abhishek Banerjee Rally LIVE: ‘আঘাত করে আটকানো যাবে না আমাদের’, চন্দ্রকোণার সভায় অভিষেক
পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায় জনসভায় বক্তব্য রাখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেন, ‘বলেছিল পা ভেঙে দেব, ঘরে বসে থাকতে হবে, সিপিএম পারেনি, তোমারা কী করবে? আঘাত করে আটকানো যাবে না আমাদের।’
Abhishek Midnapore Rally LIVE: ‘মেদিনীপুর কি কোনও পরিবার চালাবে?’, চন্দ্রকোণার সভায় অভিষেক
পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায় জনসভায় বক্তব্য রাখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেন, বলছে তৃণমূল প্রাইভেট লিমিটেড কোম্পানি, চারজন মিলে মেদিনীপুর চালাত সেটা কি পার্টনারশিপ? মেদিনীপুর কি কোনও পরিবার চালাবে?।’