(Source: Poll of Polls)
WB Election 2021 LIVE Updates: আরও ৩৯ কেন্দ্রে প্রার্থী তালিকা প্রকাশ কংগ্রেসের
West Bengal Assembly Election 2021 LIVE Updates: আগামী শনিবার রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণ
LIVE
Background
আজ ফের রাজ্যে মোদি। খড়গপুরে সভা। বিজেপির জয়ের পর সূচনা হবে উন্নয়নের যুগের। সফরের আগের দিন ট্যুইট প্রধানমন্ত্রীর। রবিবার বিজেপির ইস্তেহার প্রকাশের পরেই টানা প্রচারে রাজ্যে অমিত শাহ।
প্রার্থী নিয়ে ক্ষোভ, একযোগে নদিয়ার ১৭ বিজেপি নেতার পদত্যাগ। দুর্গাপুর, দুবরাজপুর, মালদায় বিক্ষোভ। জগদ্দলে কার্যালয় ভাঙচুর। পূর্বস্থলীতে প্রার্থীর বাড়ির সামনে বিক্ষোভ। আবেগের বহিঃপ্রকাশ, সাফাই নেতৃত্বের।
বুথে রাজ্য পুলিশ চেয়ে এবার নির্বাচন কমিশনে তৃণমূল। পাল্টা নালিশ বিজেপিরও। বাহিনীর ভরসায় না থেকে ইভিএম পাহারা দেওয়ার নির্দেশ মমতার। হার বুঝে কর্মীদের চাঙ্গা করার চেষ্টা, পাল্টা বিজেপি।
বেহালা পশ্চিমের প্রার্থী হিসেবে মনোনয়ন পার্থর, টালিগঞ্জ কেন্দ্রে অরূপ। খেলা হবে লেখা ব্যাট নিয়ে বারুইপুর মহকুমা অফিসে লাভলি। উলুবেড়িয়ার মনোনয়ন বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারীর, চুঁচুড়ায় সেলিম।
অশোকনগর, আমডাঙা, কল্যাণী, দুবরাজপুর। ৪ কেন্দ্রে তৃণমূলের প্রার্থী বদল। কল্যাণীতে বাবাকে সরিয়ে ছেলেকে টিকিট। প্রার্থী হয়েও বাদ অশোকনগরের বিধায়ক। অনুব্রতকে প্রণাম করে প্রচারে দুবরাজপুরের তৃণমূল প্রার্থী।
ভগবানপুরে তৃণমূল প্রার্থীকে গো ব্যাক স্লোগান। নারায়ণগড়ে আক্রান্ত তৃণমূল প্রার্থী, প্রচার সেরে ফেরার পথে হামলা, ভাঙল গাড়ির কাচ। গ্রামবাসীদের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ, দাবি বিজেপির।
West Bengal Election 2021: আরও ৩৯ কেন্দ্রে প্রার্থী তালিকা প্রকাশ কংগ্রেসের
আরও ৩৯ কেন্দ্রে প্রার্থী তালিকা প্রকাশ কংগ্রেসের।
WB Election 2021 LIVE: কালই বিজেপিতে যোগ দিচ্ছেন শিশির অধিকারী
কালই বিজেপিতে যোগ দিচ্ছেন শিশির অধিকারী। জানালেন শিশির পুত্র তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে হেলিপ্যাডে স্বাগত জানাবেন তমলুকের সাংসদ। নিজেই জানালেন দিব্যেন্দু অধিকারী। দিব্যেন্দু অধিকারীর বিজেপিতে যোগদান এখন সময়ের অপেক্ষা। জল্পনা জোরাল করলেন দিব্যেন্দু নিজেই।
West Bengal Election 2021: পুর প্রশাসক পদে রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, ভোটের মুখে নির্দেশ নির্বাচন কমিশনের
পুর প্রশাসক পদে রাজনৈতিক ব্যক্তিত্ব নয়। ভোটের মুখে নির্দেশ নির্বাচন কমিশনের। পুর প্রশাসক পদে নিয়োগ করতে হবে সরকারি অফিসারদের। অবিলম্বে এই প্রক্রিয়া শুরু করতে হবে রাজ্য প্রশাসনকে। ২২ তারিখের মধ্যে নির্দেশ কার্যকর করে রিপোর্ট দিতে হবে। বিজেপি সহ বিরোধীরা এই দাবি জানিয়েছিল কমিশনের কাছে।
WB Election 2021 LIVE: বিজেপির অন্দরে প্রার্থী নিয়ে তীব্র অসন্তোষ, গণ পদত্যাগ নদীয়ায়
নদিয়ায় বিজেপির অন্দরে প্রার্থী নিয়ে তীব্র অসন্তোষ। সূত্রের দাবি, প্রার্থী পছন্দ না হওয়ার ক্ষোভে নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা কমিটির ১৭ জন সদস্য একযোগে পদত্যাগ করেছেন। এ ব্যাপারে নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি অশোক চক্রবর্তী কোনও প্রতিক্রিয়া দিতে চাননি।
West Bengal Election 2021: নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার ঘটনায় তদন্তভার নিল সিআইডি
নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার ঘটনায় তদন্তভার নিল সিআইডি। গত ১০ মার্চ নন্দীগ্রামে আহত হন মমতা বন্দ্যোপাধ্যায়।