WB Election 2021 LIVE Updates: কালই সম্ভবত বাম-কংগ্রেস-আইএসএফ জোটের প্রার্থী তালিকা ঘোষণা
West Bengal Assembly Election 2021 LIVE Updates: অন্যদিকে তৃণমূল ভবনে চলছে শাসক দলের কলকাতা কেন্দ্রিক বৈঠক

Background
আজ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বিশেষ পর্যবেক্ষকদের বৈঠক। চলতি সপ্তাহেই রাজ্যে আসছেন ৪ বিশেষ পর্যবেক্ষক। এবার প্রত্যেক জেলায় থাকবেন তিনজন করে পুলিশ পর্যবেক্ষক।
তার আগে বুধবার কেন্দ্রীয় পর্যেবক্ষকদের সঙ্গে সাধারণ পর্যবেক্ষকদের ভার্চুয়াল বৈঠক হয়। নির্বাচন কমিশন সূত্রে খবর সেই বৈঠকে, ভোট প্রক্রিয়া ছাড়া অন্য কোনও কাজে যাতে তাঁরা যুক্ত না হন, সে বিষয়ে সকলকে সতর্ক করে দেওয়া হয়েছে। পাশাপাশি কেউ যাতে পক্ষপাতদূষ্ট না হন, তা নিয়েও সতর্ক করে দিয়েছে কমিশন।
WB Election 2021 LIVE:বাম-কংগ্রেস-আইএসএফ জোটের প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে কাল
কালই সম্ভবত জোটের প্রার্থী তালিকা ঘোষণা।প্রথম দু’দফার নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ। প্রথম দু’দফায় ৬০টি আসনে ভোটগ্রহণ।একসঙ্গে মিলে প্রার্থী তালিকা প্রকাশের উদ্যোগ।বাম-কংগ্রেস-আইএসএফ একসঙ্গে তালিকা প্রকাশের উদ্যোগ।‘একসঙ্গেই তালিকা প্রকাশ, কোনও সমস্যা নেই’,জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী
WB Election 2021 LIVE: নন্দীগ্রাম থেকে ভোটে লড়তে চান শুভেন্দু অধিকারী: রাজীব বন্দ্যোপাধ্যায়
নন্দীগ্রাম থেকে ভোটে লড়তে চান শুভেন্দু অধিকারী। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দল, দাবি রাজীবের।






















