Abhishek Banerjee LIVE Rally: ‘এখনও খেলা শুরুই হয়নি, মাঠে নামব’, সোনারপুরের সভায় অভিষেক
TMC Abhishek Banerjee LIVE Rally Updates: ‘পদ্মফুল রেখে দিলে শুকিয়ে যায়, ঘাসফুল যত কাটবে তত বাড়বে.. ’, বলেছেন তৃণমূল সাংসদ
LIVE
Background
দক্ষিণ ২৪ পরগনায় আজ জোড়া কর্মসূচি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। প্রথমে কুলপির ঢোলায় জনসভা করবেন তৃণমূল সাংসদ। দুপুর দেড়টা নাগাদ সভা শুরু হওয়ার কথা। কুলপি বিধানসভা আসন তৃণমূলের দখলে। ২০১৯-এর লোকসভা নির্বাচনের ফলের নিরিখে সাড়ে ২৫ হাজারেরও বেশি ভোটের লিড রয়েছে শাসকদলের। তবে বিজেপিও নিজেদের শক্তি অনেকটাই বাড়িয়েছে। তার প্রেক্ষিতে বিধানসভা ভোটের মুখে আজকের জনসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে গেরুয়া শিবিরকে আক্রমণ করবেন, তা একরকম নিশ্চিত বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। এর পাশাপাশি, আজ দুপুরে কামালগাজি থেকে সোনারপুর পর্যন্ত রোড শো করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
Abhishek Banerjee LIVE Rally: ‘এখনও খেলা শুরুই হয়নি, মাঠে নামব’, সোনারপুরের সভায় অভিষেক
রোড-শোয়ের পর সোনারপুরের জনসভায় বক্তর্য রাখেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেন, ‘আজ থেকে দিদির দূত কর্মসূচি শুরু হল। এখনও খেলা শুরুই হয়নি, মাঠে নামব। মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির কাছে মাথানত করবেন না।’
Abhishek Banerjee LIVE Rally: ‘টিভিতে যাঁদের টাকা নিতে দেখা গেছে তাঁরা আমায় তোলাবাজ বলছে’, সোনারপুরের সভায় অভিষেক
রোড-শোয়ের পর সোনারপুরের জনসভায় বক্তর্য রাখেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেন, ‘টিভিতে যাঁদের টাকা নিতে দেখা গেছে তাঁরা আমায় তোলাবাজ বলছে। বিজেপি টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে। পদ্মের থেকে টাকা নিন, জোড়াফুলে ভোট দিন।’
Abhishek Banerjee LIVE Rally: ‘বিজেপি নেতাদের গুটখার থুথুতে বাংলার লোহায় জং ধরবে না’, সোনারপুরের সভায় অভিষেক
রোড-শোয়ের পর সোনারপুরের জনসভায় বক্তর্য রাখেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেন, ‘বিজেপি নেতাদের গুটখার থুথুতে বাংলার লোহায় জং ধরবে না। অমিত শাহ বলছেন তৃণমূলকে উৎখাত করবেন। পদ্মফুল রেখে দিলে শুকিয়ে যায়। ঘাসফুল যত কাটবে তত বাড়বে। কয়েকজন গদ্দারকে নিয়ে ভাবছে বাংলা জয় করবে।’
Abhishek Banerjee LIVE Rally: 'দিদির দূত' বাসে চড়ে রোড-শো অভিষেকের
'দিদির দূত' বাসে চড়ে রোড-শো অভিষেকের। কামালগাজি থেকে সোনারপুর পর্যন্ত রোড শো করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে, তিনি কুলপিতে জনসভায় বক্তব্য রাখেন।
Abhishek Banerjee LIVE Rally: ‘ভোট শেষ হওয়ার আগে বিজেপিকে জয় সিয়ারাম বলতে হবে’, কুলপিতে অভিষেক
দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে জনসভায় বক্তব্য রাখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় পড়ুয়াদের ট্যাব থেকে স্কুল ড্রেস দিয়েছেন। বিজেপি পড়ুয়াদের জন্য কী করেছে বলুক। মহিলাদের সম্মান দিতে হবে, বাংলা বিজেপিকে শেখাবে। ভোট শেষ হওয়ার আগে বিজেপিকে জয় সিয়ারাম বলতে হবে। সীতাকে সম্মান করে স্লোগান দিতে হবে বিজেপিকে।’