WB Election LIVE Updates: পূর্ব মেদিনীপুরে আজ ফের সভা শুভেন্দু অধিকারীর, উপস্থিত থাকার কথা বাবুল সুপ্রিয়র
Dilip Ghosh attacks TMC. ওখানকার লোকেরা এর জবাব দিয়ে দেবে। অনুব্রত মণ্ডলের বিজেপিকে পগারপার করার হুঁশিয়ারি প্রসঙ্গে প্রতিক্রিয়া দিলীপ ঘোষের।

Background
বর্ধমান: বর্ধমানের নীলপুরে এক তৃণমূল কংগ্রেস কর্মীকে মারধোর ও টোটো ভাঙচুরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। জখম তৃণমূল কর্মীর নাম গৌতম দে। তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গৌতম দের অভিযোগ, এদিন বেচারহাটের ওলাইচণ্ডীতলায় যাত্রী নামিয়ে টোটো নিয়ে ফেরার সময় তাঁকে বিজেপি কর্মীরা মারধর করে। মারধরের পাশাপাশি তাঁর টোটোতেও ভাঙচুর করে বিজেপি কর্মীরা। উইকেট, হকি স্টিক দিয়ে তাঁর মাথা ও পা ফাটিয়ে দেয়।
বর্ধমান থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়। তৃণমূলের অভিযোগ, বিজেপি কর্মী সমর্থকরা এই হামলা চালায়। বিজেপির পাল্টা অভিযোগ, দলের তিনজন কর্মী বর্ধমান আদালত থেকে জামিনে মুক্তি পান। তাঁদের ঘরে ফিরিয়ে দিতে দলের কর্মীরা ওই এলাকায় গিয়েছিলেন। তৃণমূল অশান্তি করলে বচসা হয়। মারধরের ঘটনা ঘটেনি।






















