এক্সপ্লোর
Advertisement
WB Election LIVE Updates: পূর্ব মেদিনীপুরে আজ ফের সভা শুভেন্দু অধিকারীর, উপস্থিত থাকার কথা বাবুল সুপ্রিয়র
Dilip Ghosh attacks TMC. ওখানকার লোকেরা এর জবাব দিয়ে দেবে। অনুব্রত মণ্ডলের বিজেপিকে পগারপার করার হুঁশিয়ারি প্রসঙ্গে প্রতিক্রিয়া দিলীপ ঘোষের।
LIVE
Background
বর্ধমান: বর্ধমানের নীলপুরে এক তৃণমূল কংগ্রেস কর্মীকে মারধোর ও টোটো ভাঙচুরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। জখম তৃণমূল কর্মীর নাম গৌতম দে। তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গৌতম দের অভিযোগ, এদিন বেচারহাটের ওলাইচণ্ডীতলায় যাত্রী নামিয়ে টোটো নিয়ে ফেরার সময় তাঁকে বিজেপি কর্মীরা মারধর করে। মারধরের পাশাপাশি তাঁর টোটোতেও ভাঙচুর করে বিজেপি কর্মীরা। উইকেট, হকি স্টিক দিয়ে তাঁর মাথা ও পা ফাটিয়ে দেয়।
বর্ধমান থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়। তৃণমূলের অভিযোগ, বিজেপি কর্মী সমর্থকরা এই হামলা চালায়। বিজেপির পাল্টা অভিযোগ, দলের তিনজন কর্মী বর্ধমান আদালত থেকে জামিনে মুক্তি পান। তাঁদের ঘরে ফিরিয়ে দিতে দলের কর্মীরা ওই এলাকায় গিয়েছিলেন। তৃণমূল অশান্তি করলে বচসা হয়। মারধরের ঘটনা ঘটেনি।
14:07 PM (IST) • 02 Jan 2021
অমিত শাহর পর বীরভূমে জে পি নাড্ডা। ৯ জানুয়ারি বীরভূমে আসছেন বিজেপি সভাপতি। রাজ্যে এসে রোড শো করবেন জে পি নাড্ডা। বৈঠক করবেন রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে, খবর এএনআই সূত্রে।
14:25 PM (IST) • 02 Jan 2021
বোলপুরে কংগ্রেসের শ্রমিক সংগঠনের অফিস পুনরুদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। তৃণমূল কর্মীদের সঙ্গে বচসা, ধাক্কাধাক্কি হয় কংগ্রেস কর্মীদের। কংগ্রেসের দাবি, প্রাক্তন আইএনটিইউসি নেতা ফারুখ শেখ এই অফিসে বসতেন। তিনি বছর দেড়েক আগে তৃণমূলে যোগ দেওয়ায়, অফিসটি শাসকদল দখল করে নেয় বলে কংগ্রেসের অভিযোগ। এদিন ওই অফিস পুনরুদ্ধারে আসেন আইএনটিইউসি সদস্যরা। এনিয়ে তৃণমূলের সঙ্গে তাদের বচসা বাধে। তৃণমূলের পাল্টা দাবি, এটি পার্টি অফিস নয়। এলাকার শ্রমিকরা এখানে বসেন। পাশাপাশি, এলাকায় কংগ্রেসের শ্রমিক সংগঠনের কোনও অস্তিত্ব নেই বলে তৃণমূলের দাবি।
13:20 PM (IST) • 02 Jan 2021
আরামবাগের নেতাজি মোড়ে তৃণমূলের পতাকা ছেঁড়া, বাধা দেওয়ায় তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। তৃণমূলের দাবি, দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে লাগানো পতাকা, ফেস্টুন ছিঁড়ে দেওয়া হয়। নেপথ্যে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা রয়েছে বলে তৃণমূলের অভিযোগ। বিজেপির পাল্টা দাবি, প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান ঘিরে দলের গোষ্ঠীকোন্দল ধামাচাপা দিতেই এই অভিযোগ।
12:45 PM (IST) • 02 Jan 2021
দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে বচসার জেরে বিজেপির বুথ সভাপতিকে মারধর, অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। নরেন্দ্রপুরের খেয়াদা এলাকার ঘটনা। বিজেপির অভিযোগ, গতকাল এলাকায় পতাকা লাগানোকে কেন্দ্র করে বুথ সভাপতির সঙ্গে কয়েকজন তৃণমূল কর্মীর বচসা হয়। তার জেরে খেয়াদা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধানের নেতৃত্বে বিজেপি নেতার উপর হামলা হয়। তাঁকে মারধর করে বাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। তৃণমূলের পাল্টা দাবি, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা ঘটেছে।
11:23 AM (IST) • 02 Jan 2021
পূর্ব মেদিনীপুরে আজ ফের সভা করবেন শুভেন্দু অধিকারী। আজ দুপুর ৩টে নাগাদ সুতাহাটার দ্বারিবেড়িয়ায় এই সভার আয়োজন করা হয়েছে। সেখানে বাবুল সুপ্রিয়রও উপস্থিত থাকার কথা রয়েছে। বিজেপি সূত্রে খবর, আজকের সভায় বিভিন্ন রাজনৈতিক দল থেকে বেশ কিছু নেতা-কর্মীদের বিজেপিতে যোগ দেওয়ার কথা। একের পর এক সভায় তৃণমূলকে বিঁধছেন শুভেন্দু অধিকারী। আজকের সভা থেকে তিনি কী বার্তা দেন, তার দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।
Load More
Tags :
Subhendu Adhikari Prashant Kishore WB Polls With ABP Ananda Congress WB Elections With ABP Ananda West Bengal Elections With ABP Ananda WB Elections WB Election 2021 WB Elections 2021 TMC BJP West Bengal Assembly Elections 2021 Bengal Polls WB Polls 2021 West Bengal Election West Bengal Elections West Bengal Election 2021 West Bengal Elections 2021 West Bengal Assembly Election West Bengal Assembly Elections WB Polls WB Election Suvendu Adhikari Bengal Election 2021 Bengal Elections Mamata Banerjee Amit Shah Dilip Ghoshবাংলার সব ব্রেকিং খবর সবার আগে দেখুন এবিপি আনন্দে। বিনোদন, খেলা, করোনা ভ্য়াকসিন সহ অন্যান্য পছন্দের খবরের আপডেট পেতে পড়ুন বাংলার নির্ভরযোগ্য খবরের ওয়েবসাইট, এবিপি আনন্দ। অন্যান্য সম্পর্কিত খবরের জন্য ফলো করুন : এবিপি আনন্দ
New Update
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
খবর
Advertisement