এক্সপ্লোর
Advertisement
WB Election 2021 LIVE: অধিকারী গড়ে শক্তিপ্রদর্শন তৃণমূলের, আজ কাঁথিতে শুভেন্দুর পাল্টা সভা
West Bengal Assembly Elections 2021 LIVE Updates, 23 December 2020: কাল কাঁথিতেই বিজেপির পদযাত্রার নেতৃত্ব দেবেন শুভেন্দু অধিকারী। তৃণমূলের মিছিল ঘিরে অধিকারী বাড়ির সামনে কড়া নিরাপত্তা
LIVE
Background
পূর্ব বর্ধমান: দলবদলের পর, আজ প্রথম বিজেপির হয়ে জনসভা করবেন শুভেন্দু অধিকারী। পূর্ব বর্ধমানে আজ বিজেপির দুটি জনসভা ও যোগদান কর্মসূচি রয়েছে।
কেতুগ্রামের জনসভায় একই মঞ্চে দেখা যাবে শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষকে। জনসভায় ভাষণও দেবেন প্রাক্তন মন্ত্রী।
এর আগে পূর্বস্থলীর ছাতনি মোড়েও বিজেপির জনসভা ও যোগদান কর্মসূচি রয়েছে। সেখানেও একই মঞ্চে দেখা যাবে শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষকে।
জনসভায় ভাষণও দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার প্রাক্তন সদস্য। সেখানে ভাষণ দেবেন মন্তেশ্বরের বিধায়ক সৈকত পাঁজা।
শুভেন্দু অধিকারী ও সৈকত পাঁজা সহ একঝাঁক নেতা-মন্ত্রী, সাংসদ শনিবার অমিত শাহর সভায় বিজেপিতে যোগ দেন।
10:00 AM (IST) • 24 Dec 2020
নিউ ব্যারাকপুরের তালবান্দা এলাকায় পথসভার প্রস্তুতি চলাকালীন বিজেপির তিন কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। গতকাল ওই ঘটনা ঘটে। প্রতিবাদে নিউ ব্যারাকপুর থানায় বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। আজ ওই এলাকায় মিছিল করবেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। যদিও তৃণমূলের তরফে মারধরের অভিযোগ অস্বীকার করা হয়েছে।
09:10 AM (IST) • 24 Dec 2020
কোচবিহারের তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের সিংগীমারি এলাকা থেকে উদ্ধার এক তৃণমূল কর্মীরা রক্তাক্ত মৃতদেহ। আজ সকালে রাস্তার পাশের একটি জমি থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। মৃতদেহের পাশে পড়ে ছিল ছুরি ও বিজেপির পতাকা। মৃতের পরিবারের অভিযোগ, বিজেপির সভায় যেতে চাননি বলে ৭০ বছরের খালেক মিঞাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে খুন করে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। অভিযোগ অস্বীকার করে বিজেপির দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই ওই ঘটনা ঘটেছে।
09:10 AM (IST) • 24 Dec 2020
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ১০০ বছর পূর্তি উপলক্ষে আজ ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী তথা বিশ্বভারতীর আচার্য নরেন্দ্র মোদি। এই উপলক্ষে শান্তিনিকেতনে আসবেন রাজ্যপাল জগদীপ ধনকড়ও।
08:33 AM (IST) • 24 Dec 2020
বছরের শুরুতেই নন্দীগ্রামে যাচ্ছেন মমতা। ৭ জানুয়ারি সভা করবেন তেখালিতে। আজ বিশ্বভারতীর শতবর্ষে ভার্চুয়াল ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার প্রতিমাসে আসবেন, দাবি দিলীপ ঘোষের।
08:31 AM (IST) • 24 Dec 2020
শুভেন্দু অধিকারীর গড়ে শক্তিপ্রদর্শন তৃণমূলের। অধিকারী বাড়ির কাছ থেকেই মিছিল করেন ফিরহাদ হাকিম, সৌগত রায়। গরহাজির শিশির, দিব্যেন্দু, সৌমেন্দু।
Load More
Tags :
BJP Rally Election Campaigning 22 December 2020 Mamata Banerjee Rally CM Mamata Banerjee CM Mamata Banerjee Rally Prashant Kishore West Bengal Elections With ABP Ananda WB Elections With ABP Ananda WB Polls With ABP Ananda WB Elections WB Election 2021 WB Elections 2021 TMC Congress BJP WB Election Bengal Polls WB Polls 2021 West Bengal Election West Bengal Elections West Bengal Election 2021 West Bengal Elections 2021 West Bengal Assembly Election West Bengal Assembly Elections West Bengal Assembly Elections 2021 WB Polls Suvendu Adhikari Bengal Election 2021 Bengal Elections Mamata Banerjee Amit Shah Dilip Ghoshবাংলার সব ব্রেকিং খবর সবার আগে দেখুন এবিপি আনন্দে। বিনোদন, খেলা, করোনা ভ্য়াকসিন সহ অন্যান্য পছন্দের খবরের আপডেট পেতে পড়ুন বাংলার নির্ভরযোগ্য খবরের ওয়েবসাইট, এবিপি আনন্দ। অন্যান্য সম্পর্কিত খবরের জন্য ফলো করুন : এবিপি আনন্দ
New Update
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement