Canning News: মুর্শিদাবাদের পর ক্যানিং। গ্রেফতার কাশ্মীরি জঙ্গি, পাকওড়া জাভেদ আহমেদ মুন্সি
ABP Ananda Live: মুর্শিদাবাদের পর ক্যানিং। গ্রেফতার কাশ্মীরি জঙ্গি। রাজ্য ও জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে পাকওড়া জাভেদ আহমেদ মুন্সি। ধৃত শ্রীনগরের বাসিন্দা, তেহরিক উল মুজাহিদিনের সদস্য।
আর জি কর কাণ্ডে ৪ মাস পার। এখনও অধরা বিচার। ধর্মতলার চিকিৎসকদের অবস্থানের মধ্যেই এবার শ্যামবাজারে গণকনভেনশনের ডাক। আজ সোমবার শ্যামবাজারে গণকনভেনশনের ডাক চিকিৎসক ও নাগরিক সমাজের। দুপুর ৩টেয় শ্যামবাজার বাটার সামনে গণকনভেনশনের ডাক দেওয়া হয়েছে।
অন্যদিকে, শুধুমাত্র বিপ্লব সিংহ কিংবা সুমন হাজরাকে কোটি কোটি টাকার সরকারি কাজের বরাত পাইয়ে দিয়ে দুর্নীতি করাই নয়, আর জি কর মেডিক্যাল কলেজে হাউস স্টাফের কাজ পাইয়ে দিতে, হাউস স্টাফ ও TMCP নেতা আশিস পাণ্ডেকে সামনে রেখে, মেডিক্যাল কলেজের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ চূড়ান্ত দুর্নীতি করেছেন। শিক্ষা দূর্নীতির সঙ্গে তুলনীয় সেই প্রতারণার যাবতীয় তথ্য আদালতে জমা দেওয়া চার্জশিটে তুলে ধরেছে CBI।