![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
WB Election 2021 LIVE Updates: রাজ্যে আসছে আরও ১৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
West Bengal Assembly Election 2021 LIVE Updates: মন্ত্রী বলেন, ‘ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ৬৩ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে ব্যাঙ্ক। সঙ্গে রয়েছে বিনিয়োগকারীদের মূলধন। তা সত্ত্বেও মোদি-শাহ বলছেন বিনিয়োগ হয়নি।’
LIVE
![WB Election 2021 LIVE Updates: রাজ্যে আসছে আরও ১৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী WB Election 2021 LIVE Updates: রাজ্যে আসছে আরও ১৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/03/01/6fa468f75a0cf61e7676f8e54ccda6e7_original.jpg)
Background
বাম-কংগ্রেসের ব্রিগেডেও উঠে এল ‘খেলা হবে’র প্রসঙ্গ। বিপুল ভিড় দেখে উৎসাহিত বিমান বসুরা বুঝিয়ে দিলেন, বিধানসভা ভোটের লড়াইটা শুধু বিজেপি-তৃণমূলের মধ্যে নয়, ময়দানে পুরোদস্তুর হাজির তাঁরাও। বিজেপির পাল্টা দাবি, খেলবে তারাই।
ব্রিগেডের মঞ্চ থেকে তৃণমূল ও বিজেপির আঁতাঁতের অভিযোগে সরব হলেন বাম-কংগ্রেসের নেতারা। অন্যদিকে, সারদা-নারদের অভিযুক্তদের তৃণমূল থেকে বিজেপিতে যোগদান নিয়েও কটাক্ষ ছুঁড়ে দিয়েছে বামেরা। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল এবং বিজেপি।
West Bengal Election 2021 LIVE: এখনও বাম-কংগ্রেস-আইএসএফ জোটের সমাধান অধরা
কালই প্রথম দফার নির্বাচনের বিজ্ঞপ্তি জারি।তার আগেও বাম-কংগ্রেস-আইএসএফ জোটের সমাধান অধরা।৪ ঘণ্টা বৈঠকের শেষে ৯২ আসন পেল কংগ্রেস।এর থেকে কোনও আসন আইএসএফকে ছাড়তে নারাজ কংগ্রেস।৯২ আসনের মধ্যেও কিছু আসনে রদবদলের দাবি কংগ্রেসের।‘জেলার নেতাদের সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে’,সাংবাদিক বৈঠকে জানালেন বিমান বসু। ‘আরও কিছু আসন পেলে, তবেই ছাড়ার ভাবনা’,জানালেন অধীর চৌধুরী।
কাল বৈঠকে বসছে বামফ্রন্ট, তারপর ফের দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা।
West Bengal Election 2021 LIVE:রাজ্যে আসছে আরও ১৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
রাজ্যে আসছে আরও ১৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।অবাধ ও শান্তিপূর্ণ ভোটের জন্য আরও বাহিনী আসছে রাজ্যে।এখনও পর্যন্ত রাজ্যে ১২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন।আসছে ১০ কোম্পানি সিআরপিএফ, ১৩ কোম্পানি বিএসএফ।আসছে ২০ কোম্পানি আইটিবিপি, ৪১ কোম্পানি এসএসবি
West Bengal Election 2021 LIVE:আইএসএফের সঙ্গে দলের জোটে রুষ্ট কংগ্রেস নেতা আনন্দ শর্মা
আইএসএফের সঙ্গে দলের জোটে রুষ্ট কংগ্রেস নেতা আনন্দ শর্মা। ট্যুইটে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ‘কংগ্রেস-আইএসএফ জোট দলীয় মতাদর্শের বিরোধী। এই ইস্যুতে ওয়ার্কিং কমিটির ছাড়পত্র জরুরি। অধীর চৌধুরী জোটের সমর্থন করছেন, এটা নিন্দাজনক।’
West Bengal Election 2021 LIVE: বিজেপিতে অভিনেত্রী শ্রাবন্তী
বিজেপিতে যোগ দিলেন অভিনেত্রী শ্রাবন্তী।
WB Election 2021 LIVE: ভোটে যে ভাবে দফা ভাগ হয়েছে, তা ঠিক হয়নি, অভিযোগ মমতার
ভোটে যে ভাবে দফা ভাগ হয়েছে, তা ঠিক হয়নি। নির্বাচন কমিশনের উচিত নিরপেক্ষ ভাবে কাজ করা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)