WB Election 2021 LIVE Updates: ‘সাগর থেকে পাহাড় মানুষের রায়, বাংলা নিজের মেয়েকে চায়’, নাগরাকাটায় অভিষেক
West Bengal Assembly Election 2021 LIVE Updates: ‘আপনারা কি চান বাংলার মেয়ে দিল্লির কাছে মাথা নত করুক? বহিরাগতদের বশ্যতা স্বীকার করুক বাংলার মেয়ে, এটা কি চান?’ প্রশ্ন তৃণমূল সাংসদের
LIVE
Background
ভোট ঘোষণার আগেই কাল রাজ্যে আসছে ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ২৫ ফেব্রুয়ারি মধ্যে আসবে মোট ১২৫ কোম্পানি বাহিনী। এরিয়া ডমিনেশন, রুটমার্চের জন্য ব্যবহার করা হবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে একগুচ্ছ কর্মসূচি নিল তৃণমূল। আজ থেকে ৪৮ ঘণ্টা গ্যাসের দোকানে তৃণমূলের বিক্ষোভ। আজ দক্ষিণ কলকাতায় প্রতিবাদ মিছিল। রবিবার মিছিল হবে বেহালা ও উত্তর কলকাতায়।
এদিকে, দুপুর একটায় রানি রাসমণি অ্যাভিনিউয়ে মতুয়া সভায় যোগ দেবেন দিলীপ ঘোষ। আজ বিকেলে বসিরহাটে পরিবর্তন যাত্রার সভায় অংশ নেবেন বিজেপি রাজ্য সভাপতি।
West Bengal Election 2021 LIVE: ‘পদ্মফুল জলে ডুবে গেছে, বাংলার মেয়েকেই ভোটে জেতাতে হবে’, নাগরাকাটায় অভিষেক
নাগরাকাটার জনসভায় বক্তব্য রাখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘বাংলার মেয়েকেই ভোটে জেতাতে হবে। ৫ বছরে অমিত শাহ, রাজনাথ সিংদের কবার দেখেছেন? বাংলার সংস্কৃতি জানে না, তাও সোনার বাংলা গড়তে চাইছে। পদ্মফুল জলে ডুবে গেছে। বিজেপি টাকা দিতে এলে নিয়ে নেবেন, ভোট তৃণমূলকে দেবেন।’
WB Election 2021 LIVE: ‘দিদি কিন্তু সব প্রতিশ্রুতিই পালন করেছেন’, নাগরাকাটায় অভিষেক
নাগরাকাটার জনসভায় বক্তব্য রাখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,‘উন্নয়নের নামে দেশে লুঠ করছে বিজেপি। আচ্ছে দিন কবে আসবে? কবে পাওয়া যাবে প্রতিশ্রুতির ১৫ লাখ। দিদি কিন্তু সব প্রতিশ্রুতিই পালন করেছেন।’
West Bengal Election 2021 LIVE: ‘আমাকে চমকে ধমকে কোনও লাভ নেই’, নাগরাকাটায় অভিষেক
নাগরাকাটার জনসভায় বক্তব্য রাখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘নাগরাকাটার গর্জন শুনে যাও বিজেপি। আমাকে চমকে ধমকে কোনও লাভ নেই। বিএসএনএল, এয়ার ইন্ডিয়াকে বেচে দিয়েছে বিজেপি। জ্বালানি তেলের দাম লাগাতার বাড়ছে। উন্নয়নের নামে দেশে লুঠ করছে বিজেপি।’
WB Election 2021 LIVE: ‘পোকামাকড়রা অন্য ক্ষেতে চলে গেছে, দলের ক্ষতি হয়নি’, নাগরাকাটায় অভিষেক
নাগরাকাটার জনসভায় বক্তব্য রাখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,‘তুমি করলে সাধু, আমি করলে চোর? পোকামাকড়রা অন্য ক্ষেতে চলে গেছে, দলের ক্ষতি হয়নি। চোরেরা দল ছেড়েছে, বাঁচা গেছে।’
West Bengal Election 2021 LIVE: ‘আগে সোনার ভারত গড়ো, তারপর বাংলা নিয়ে ভাববে’, নাগরাকাটায় অভিষেক
নাগরাকাটার জনসভায় বক্তব্য রাখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘মা দুর্গা, মহিলাদের যাঁরা অপমান করেন, তাঁদের বাংলা চায় না। আগে সোনার ভারত গড়ো, তারপর বাংলা নিয়ে ভাববে। কেন সোনার উত্তরপ্রদেশ হয়নি, আগে সেই উত্তর দাও।’