WB Election 2021 LIVE: দিল্লি যাচ্ছেন না, অভিষেকের সঙ্গে বৈঠকের পর বললেন শতাব্দী; দলে ছিল দলেই আছে, মন্তব্য কুণালের
West Bengal Assembly Election 2021 LIVE Updates: ভোটারের সংখ্যা বাড়ল ২০ লক্ষ ৪৫ হাজার ৫৯৩, তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যাও বাড়ল
LIVE
Background
কলকাতা: ফেব্রুয়ারি মাসেই কি রাজ্যের হাইভোল্টেজ বিধানসভা ভোটের বিজ্ঞপ্তি প্রকাশ হবে? চালু হয়ে যাবে আদর্শ নির্বাচনী আচরণবিধি? এপ্রিলেই কী ভোট? ডেপুটি ইলেকশন কমিশনার সুদীপ জৈনের বঙ্গ সফরের শেষ দিনে এমনই সম্ভাবনার কথা উঠে এল।
শুক্রবারই প্রকাশিত হতে চলেছে রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা। তবে এরপরেও ভোটে নাম তোলা বা সংশোধনীর কাজ চলবে। এই মুহূর্তে রাজ্যের মোট নির্বাচনী বুথের সংখ্যা ৭৮ হাজার ৯০৩টি। কিন্তু নির্বাচন কমিশন সূত্রে খবর, করোনা পরিস্থিতিতে সেই বুথের সংখ্যাই ১ লক্ষ পেরিয়ে যেতে পারে।
এদিনই দু’দিনের বঙ্গ সফর সেরে দিল্লি চলে যান ডেপুটি ইলেকশন কমিশনার। সূত্রের খবর, জানুয়ারি মাসের শেষের দিকে রাজ্যে আসতে পারে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ।আর ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে ভোটের বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা রয়েছে।
সেক্ষেত্রে এপ্রিলের মধ্যে বাংলায় বিধানসভার ভোটপর্ব শেষ করার চেষ্টা করা হবে।
১১ ঘণ্টার মধ্যেই ইউ টার্ন নিলেন বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়। সব মিটে গিয়েছে, তৃণমূলেই আছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর জানিয়ে দিলেন বীরভূমের সাংসদ। বিক্ষুব্ধদের জল ঢেলে ঠান্ডা করার চেষ্টা চালাচ্ছে তৃণমূল। কটাক্ষ করেছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
এবার ‘বেসুরো’ উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল।বললেন, ‘এখনও অনেক সাংগঠনিক ত্রুটি রয়ে গেছে’।সরকারের কাজকর্ম নিয়েও ক্ষোভপ্রকাশ প্রবীরের।নিজের বিধানসভা এলাকায় রাস্তা সারানো নিয়ে ক্ষোভ।
এপ্রিলের মধ্যেই রাজ্যে বিধানসভা ভোটপর্ব মিটতে পারে। এমনই ইঙ্গিত মিলেছে নির্বাচন কমিশন সূত্রে। গতকালই জানা গিয়েছিল, ফেব্রুয়ারির মাঝামাঝিই জারি হতেপারে ভোটের বিজ্ঞপ্তি। এরইমধ্যে জানা গেল, বুধবার রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ।